২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?
A
৫.৬৮%
B
৯.৯৪%
C
৭.৬৬%
D
৬.৯৪%
উত্তরের বিবরণ
২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবছরের জিডিপি এবং মাথাপিছু আয়ের তথ্য-
-
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৯৪%।
-
একই বছর সাময়িক হিসাবে প্রবৃদ্ধির হার ৫.৪৩%।
-
জিডিপির পরিমাণ ৪১৬ বিলিয়ন ডলার।
-
মাথাপিছু আয় ২,৫৯১ ডলার।
-
২০২১-২০২২ অর্থবছরে সাময়িক হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫%।
-
সেই বছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় ২,৮২৪ ডলার।
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় আয়ের (জিডিপি-র) কত শতাংশ কৃষি থেকে আসে?
Created: 3 months ago
A
১২.৪০%
B
১২.৮৯%
C
১৩.০২%
D
১৩.৩৫%
বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান (সাম্প্রতিক তথ্য অনুযায়ী)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ এর তথ্য অনুযায়ী দেশের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনে তিনটি প্রধান খাতের অবদান নিচের মতো—
কৃষি খাত
-
অবদান (BBS): ১১.৬২%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ১১.০২%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ১.৭৯%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৩.২১%
-
-
কৃষিতে কর্মরত জনসংখ্যা: প্রায় ৪৫%
নোট: অনেক পুরনো প্রশ্নে এখনো ১৩.৩৫% অবদান উল্লেখ করা হয়, যা আপডেট নয়।
শিল্প খাত
-
অবদান (BBS): ৩৪.৮১%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৩৭.৯৫%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৩৪%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৬.৬৬%
-
-
শিল্পে কর্মরত জনসংখ্যা: প্রায় ১৭%
সেবা খাত
-
অবদান (BBS): ৫৩.৫৬%
-
অবদান (অর্থনৈতিক সমীক্ষা ২০২৪): ৫১.০৪%
-
প্রবৃদ্ধির হার:
-
BBS অনুযায়ী: ৪.৫১%
-
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী: ৫.৮০%
-
-
সেবায় কর্মরত জনসংখ্যা: প্রায় ৩৮%
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
মাথাপিছু আয় (২০২৪-২৫ অর্থবছরে): ২,৮২০ মার্কিন ডলার
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪
0
Updated: 3 months ago
২০২৪-২৫অর্থবছরে সাময়িক হিসেব অনুসারে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ? (আগষ্ট-২০২৫)
Created: 1 month ago
A
৩.৯২%
B
৩.৯৩%
C
৩.৯৫%
D
৩.৯৭%
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ৩.৯৭%।
চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২%।
২০২৪-২৫ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা (৪৬২ বিলিয়ন ইউএস ডলার)।
২০২৩-২৪ অর্থবছরে জিডিপি ছিল ৫০,০২,৬৫৪ কোটি টাকা (৪৫০ বিলিয়ন ইউএস ডলার)।
0
Updated: 1 month ago
বিবিএস-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার -
Created: 1 month ago
A
৩.৩৩%
B
৩.৯৭%
C
৪.২২%
D
৪.৪৭%
বাংলাদেশের জিডিপি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৪-২৫ অর্থবছর)
-
সাময়িক হিসাব অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি: ৩.৯৭%
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
খাতভিত্তিক প্রবৃদ্ধি:
-
কৃষি খাত: ১.৭৯%
-
শিল্প খাত: ৪.৩৪%
-
সেবা খাত: ৪.৫১%
0
Updated: 1 month ago