বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
A
কৃষি
B
শিল্প
C
বাণিজ্য
D
সেবা
উত্তরের বিবরণ
বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং খাতভিত্তিক অবদান সম্পর্কে ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী তথ্যগুলো নিম্নরূপ।
-
কৃষি খাত: জিডিপিতে অবদান ১৩.৪৭%, এবং কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬%।
-
শিল্প খাত: জিডিপিতে অবদান ৩৪.৯৯%, এবং শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪%।
-
সেবা খাত: জিডিপিতে অবদান ৫১.৫৩%, এবং সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০%।
0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
Created: 1 month ago
A
$ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
B
$ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
C
$ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
D
$ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
0
Updated: 1 month ago
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে না?
Created: 1 month ago
A
আয় পদ্ধতি
B
ব্যয় পদ্ধতি
C
উৎপাদন পদ্ধতি
D
উপরের সবগুলো
বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (GDP) গণনার পদ্ধতি:
-
বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
-
প্রতিষ্ঠানটি প্রতি বছর চলতি বাজার মূল্য এবং স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি নির্ধারণ করে।
-
হিসাবের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে; তারা আয় পদ্ধতি ব্যবহার করে না।
-
উৎপাদন পদ্ধতিতে, মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট ১৯টি প্রধান খাতে বিভক্ত করা হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
জিডিপি বা মোট দেশজ উৎপাদন গণনায় নিচের কোনটি পরিমাপ করা হয়?
Created: 1 month ago
A
শুধু দেশীয় নাগরিকদের আয়
B
চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
C
সরকারি ও বেসরকারি মোট আয়
D
প্রাথমিক দ্রব্য ও সেবার মূল্য
মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত এক বছরে, কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি।
মূল বিষয়সমূহ:
-
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত: দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয়।
-
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত নয়: বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের প্রেরিত অর্থ।
-
অর্থাৎ, GDP = মোট জাতীয় উৎপাদন (GNP) + উক্ত দেশে অবস্থানকারী বিদেশিদের অর্জিত আয় – বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয়।
সংজ্ঞা ব্যাখ্যা:
-
কোনো নির্দিষ্ট সময়ে দেশের ভেতরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য এবং দেশের ভেতরে অবস্থানরত বিদেশিরা যে আয় অর্জন করেছে তা অন্তর্ভুক্ত করা হয়।
-
একই সময়ে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যা দেশে প্রেরিত হচ্ছে, তা বাদ দেয়া হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago