‘ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৫০
C
অনুচ্ছেদ ৪১
D
অনুচ্ছেদ ১০০
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি নাগরিক ও ধর্মীয় সম্প্রদায় উভয়ের অধিকার সংরক্ষণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও স্পষ্ট নিয়ম নির্ধারণ করেছে।
-
ধর্ম অবলম্বন ও প্রচারের অধিকার: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনও ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার: প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অংশগ্রহণ: কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্যক্তিকে যদি নিজের ধর্ম সংক্রান্ত না হয়, তবে তাকে কোনো ধর্মীয় শিক্ষাগ্রহণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। জরুরি অবস্থার সময়ও এই বিধান প্রযোজ্য।
-
সংক্রান্ত অন্যান্য উল্লেখযোগ্য অনুচ্ছেদ:
-
৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা
-
৫০ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির পদের মেয়াদ
-
১০০ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের আসন
-
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ' এর উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯৪
B
অনুচ্ছেদ ৯৫
C
অনুচ্ছেদ ৯৬
D
অনুচ্ছেদ ৯৭
বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিম্নরূপ:
-
অনুচ্ছেদ ৯০ – নির্দিষ্টকরণ আইন সম্পর্কিত বিধান।
-
অনুচ্ছেদ ৯১ – সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯২ – হিসাব, ঋণ প্রভৃতির ওপর ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩ – অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪ – সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯৫ – বিচারক নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ৯৬ – বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ।
-
অনুচ্ছেদ ৯৭ – অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া।
-
অনুচ্ছেদ ৯৮ – সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৯ – অবসর গ্রহণের পর বিচারকগণের ক্ষমতা সীমাবদ্ধতা।
-
অনুচ্ছেদ ১০০ – সুপ্রীম কোর্টের আসন সংক্রান্ত বিধান।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এর উল্লেখ রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ৯৫
B
অনুচ্ছেদ ৯৬
C
অনুচ্ছেদ ৯৭
D
অনুচ্ছেদ ৯৮
অনুচ্ছেদ সমূহ (বাংলাদেশ সংবিধান অনুসারে):
-
অনুচ্ছেদ ৯০: নির্দিষ্টকরণ আইন।
-
অনুচ্ছেদ ৯১: সম্পূরক ও অতিরিক্ত বাজেট অনুমোদন।
-
অনুচ্ছেদ ৯২: হিসাব ও ঋণ সংক্রান্ত ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকের পদাধিকারী মেয়াদ।
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক।
-
অনুচ্ছেদ ৯৯: অবসরের পর বিচারকের অক্ষমতা।
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
0
Updated: 2 months ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান
0
Updated: 1 month ago