‘ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৫০
C
অনুচ্ছেদ ৪১
D
অনুচ্ছেদ ১০০
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি নাগরিক ও ধর্মীয় সম্প্রদায় উভয়ের অধিকার সংরক্ষণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও স্পষ্ট নিয়ম নির্ধারণ করেছে।
-
ধর্ম অবলম্বন ও প্রচারের অধিকার: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনও ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার: প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অংশগ্রহণ: কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্যক্তিকে যদি নিজের ধর্ম সংক্রান্ত না হয়, তবে তাকে কোনো ধর্মীয় শিক্ষাগ্রহণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। জরুরি অবস্থার সময়ও এই বিধান প্রযোজ্য।
-
সংক্রান্ত অন্যান্য উল্লেখযোগ্য অনুচ্ছেদ:
-
৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা
-
৫০ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির পদের মেয়াদ
-
১০০ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের আসন
-

0
Updated: 1 day ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' উল্লেখ করা হয়েছে?
Created: 1 day ago
A
৮ নং
B
৭ নং
C
৬ নং
D
৫ নং
সংবিধানের ৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
-
অনুচ্ছেদ ৭(২): জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন; এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তবে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ:
১। প্রজাতন্ত্র
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক। রাষ্ট্রধর্ম
৩। রাষ্ট্রভাষা
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
৪ক। জাতির পিতার প্রতিকৃতি
৫। রাজধানী
৬। নাগরিকত্ব
৭। সংবিধানের প্রাধান্য

0
Updated: 1 day ago
'আন্তর্জাতিক চুক্তি' সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ১৪৬ক
B
অনুচ্ছেদ ১৪৫ক
C
অনুচ্ছেদ ১৪৩ক
D
অনুচ্ছেদ ১৪২ক
আন্তর্জাতিক চুক্তি (অনুচ্ছেদ ১৪৫ক)
-
আন্তর্জাতিক চুক্তি, যা বিদেশের সঙ্গে সম্পাদিত হয়, রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে।
-
রাষ্ট্রপতি চুক্তি সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।
-
শর্ত হলো, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা।
-
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 2 days ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে, যা সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধানের মৌলিক অধিকার: ৩য় ভাগে বিস্তারিতভাবে উল্লেখিত।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়গুলো:
১. প্রথম ভাগ: প্রজাতন্ত্র
২. দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
৪. চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
৫. পঞ্চম ভাগ: আইনসভা
৬. ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
৭. সপ্তম ভাগ: নির্বাচন
৮. অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১০. দশম ভাগ: সংবিধান-সংশোধন
১১. একাদশ ভাগ: বিবিধ

0
Updated: 2 days ago