বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
A
বান্দরবান
B
ময়মনসিংহ
C
রাজশাহী
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রচলিত একটি বিশেষ চাষাবাদ পদ্ধতি, যা পাহাড়ের ঢালু এলাকায় সাধারণত জঙ্গল কেটে বা পুড়িয়ে সম্পন্ন করা হয়। এই পদ্ধতিতে পাহাড়িরা মৌসুমি ফসল ফলায় এবং এটি প্রধানত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে প্রচলিত।
-
চাষের পদ্ধতি: পাহাড়ের ঢালু এলাকায় জঙ্গল কেটে বা পুড়িয়ে জমি প্রস্তুত করা হয়।
-
ভূগোলিক বিস্তৃতি: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এই পদ্ধতি প্রচলিত।
-
চাষাকারী: প্রধানত ক্ষুদ্র নৃগোষ্ঠী এই চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে।

0
Updated: 1 day ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 3 weeks ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 3 weeks ago
বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত
Created: 5 days ago
A
১৮
B
১৯
C
২০
D
২১
বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগের "নির্বাচন" অধ্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্পর্কিত নিয়মাবলি সংক্ষেপে নিম্নরূপ বর্ণনা করা যায়। এই ধারা ভোটার তালিকাভুক্তির যোগ্যতা, বয়স ও নাগরিকত্বের শর্তসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো স্পষ্ট করে।
-
ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা অনুচ্ছেদ ১২২ অনুযায়ী নির্ধারিত।
-
ভোটাধিকার শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকদের দেওয়া হয়।
-
কোন ব্যক্তি সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন যদি:
-
তিনি বাংলাদেশের নাগরিক হন;
-
তার বয়স আঠারো (১৮) বছর বা তার বেশি হয়;
-
কোন যোগ্য আদালত তার অপ্রকৃতিস্থ (incapacitated) ঘোষণা না করে থাকে;
-
তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের মাধ্যমে সেই এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হন;
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইবুনাল) আদেশের অধীন কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স নির্ধারিত:
-
জাতীয় সংসদের প্রার্থী এবং প্রধানমন্ত্রী: ২৫ বছর;
-
রাষ্ট্রপতি: ৩৫ বছর।
-

0
Updated: 5 days ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
Created: 2 weeks ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
বাংলাদেশ নির্বাচন কমিশন
বাংলাদেশের সংবিধান অনুযায়ী (সপ্তম ভাগ, অনুচ্ছেদ ১১৮) দেশটির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন।
-
কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়।
-
প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সর্বোচ্চ চারজন নির্বাচন কমিশনার থাকেন।
-
একাধিক কমিশনার থাকলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
-
সংবিধান অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের মেয়াদ ৫ বছর, যা তাদের দায়িত্ব নেওয়ার তারিখ থেকে গণ্য হবে।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago