বাংলাদেশের ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংখ্যা-
A
২০
B
৪৮
C
২৫
D
৩২
উত্তরের বিবরণ
বাংলাদেশে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বিশ্লেষণ করা যায়। সরকার, আদিবাসী ফোরাম এবং আদমশুমারি অনুযায়ী সংখ্যা ভিন্ন হতে পারে।
-
বাংলাদেশে উপজাতির সংখ্যা ৫০ টি।
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা ১৯ এর অধীনে সরকার ১৯ মার্চ ২০১৯ সালে গেজেট আকারে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে তালিকাভুক্ত করেছে, যা পূর্বে ২৭টি ছিল।
-
আদিবাসী ফোরামের মতে এই সংখ্যা ৪৫টি।
-
আদমশুমারি-২০১১ অনুসারে সংখ্যা ২৭টি।
-
বিভিন্ন তথ্য ও প্রশ্নের অপশন বিশ্লেষণ করলে বাংলাদেশে উপজাতির সংখ্যা ৪৮টি হিসেবে ধরা যেতে পারে।
0
Updated: 1 month ago
পাঙ্গন জাতিসত্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
Created: 4 weeks ago
A
সাঁওতাল
B
খাসিয়া
C
রাখাইন
D
মণিপুরী
পাঙ্গন জাতিসত্তা:
-
পাঙ্গন বা পাঙাল মূলত মণিপুরি মুসলিম জনগোষ্ঠী এবং বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে পরিচিত।
-
সপ্তদশ শতকের প্রথম দিকে খাজা ওসমানের সৈন্যাধ্যক্ষ মোহাম্মদ সানী মণিপুরে অভিযান চালানোর পর তাদের একটি দল স্থায়ীভাবে সেখানে বসতি স্থাপন করে।
-
পরবর্তীতে মোগল শাসক মীর জুমলা আসামের আক্রমণে বিপর্যস্ত হলে ঐ সৈন্যবাহিনীর অনেকে মণিপুরে আশ্রয় নেয়।
-
তারা মণিপুরের স্থানীয় অধিবাসীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এবং ইসলাম ধর্ম প্রচার করে।
-
মণিপুরের মুসলমান জনগোষ্ঠীকেই পাঙ্গান নামে অভিহিত করা হয়।
-
পাঙ্গানরা মেইতেইলোন ভাষায় কথা বলে, যা টিবেটো-বার্মান শাখার কুকি-চিন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
তারা সবাই সুন্নী মুসলিম এবং সাধারণত নিজ সম্প্রদায়ের মধ্যেই বিবাহ সম্পন্ন করে।
-
বর্তমান সময়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ অংশে এদের সংখ্যা সবচেয়ে বেশি।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের কোন জেলায় 'ওরাওঁ' নৃগোষ্ঠী বসবাস করে না?
Created: 2 months ago
A
রাজশাহী
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বান্দরবান
D
নওগাঁ
বান্দরবানে ‘ওরাওঁ’ নৃগোষ্ঠী বসবাস করে না।
• ওরাওঁ নৃগোষ্ঠী:
-
ওরাওঁ বাংলাদেশের একটি আদিবাসী নৃগোষ্ঠী। তাদের প্রধান বসবাস বরেন্দ্র অঞ্চলে।
-
বরেন্দ্র অঞ্চল বলতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো বোঝানো হয়—যেমন: রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা।
-
এছাড়া তারা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামেও বসবাস করে।
-
সময়ের সঙ্গে সঙ্গে ওরাওঁ জনগোষ্ঠী দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
-
বর্তমানে গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী-
Created: 1 month ago
A
মারমা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
ওঁরাও
খাসিয়া হলো বাংলাদেশের একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যারা গারোদের মতোই মঙ্গোলীয় বংশোদ্ভূত। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, বসতি ও ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে।
-
খাসিয়া জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে।
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্যে: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা, খর্বকায়।
-
প্রায় পাঁচ শত বছর আগে আসাম থেকে বাংলাদেশে এরা স্থানান্তরিত হয়।
-
খাসিয়াদের গ্রামকে ‘পুঞ্জি’ বলা হয়।
-
পুঞ্জিপ্রধানকে ‘সিয়েম’ বলা হয়।
-
বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে এদের বসতি।
-
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশেও এরা বসবাস করে।
-
বর্তমানে শতকরা ৮০–৯০ ভাগ খাসিয়া খ্রিষ্টান ধর্মের অনুসারী।
উৎস:
0
Updated: 1 month ago