কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
A
৪৪
B
৪৭
C
১০২
D
১০৩
উত্তরের বিবরণ
সংবিধানের তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদগুলো মূলত মৌলিক অধিকার সম্পর্কিত। এর মধ্যে বিশেষভাবে অনুচ্ছেদ ৪৪ এবং অনুচ্ছেদ ১০২ মৌলিক অধিকার বলবৎ করার বিধান নির্ধারণ করেছে।
-
অনুচ্ছেদ ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ
১. সংবিধানের এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার জন্য অনুচ্ছেদ ১০২(১) অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা করার অধিকার নিশ্চিত করা হয়েছে।
২. সংসদ চাইলে আইনের মাধ্যমে অন্য আদালতকে তার এখতিয়ারভুক্ত এলাকায় হাইকোর্ট বিভাগের কিছু ক্ষমতা প্রয়োগের অধিকার প্রদান করতে পারবে। -
অনুচ্ছেদ ১০২: হাইকোর্ট বিভাগের ক্ষমতা
এই অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মনে করেন যে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে তিনি হাইকোর্ট বিভাগে রিট বা মামলা দায়ের করতে পারবেন।
সুতরাং, অনুচ্ছেদ ৪৪ নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার নিশ্চয়তা দিয়েছে এবং স্পষ্টভাবে উল্লেখ করেছে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অনুচ্ছেদ ১০২(১) অনুযায়ী হাইকোর্ট বিভাগে মামলা করা যাবে।
এছাড়াও সংবিধানের সাথে সম্পর্কিত আরও কিছু অনুচ্ছেদ হলো:
-
অনুচ্ছেদ ৪৭: কতিপয় আইনের হেফাজত
-
অনুচ্ছেদ ১০৩: আপীল বিভাগের এখতিয়ার
0
Updated: 1 month ago
রাষ্ট্রপতির অভিশংসন সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 2 months ago
A
৫২নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫৪নং অনুচ্ছেদ
D
৫৫নং অনুচ্ছেদ
রাষ্ট্রপতির অভিশংসন
-
সংবিধানের ৫২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে।
-
এজন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে।
-
স্পীকারের নিকট নোটিশ প্রদানের দিন থেকে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না।
-
যদি সংসদ অধিবেশনরত না থাকে, স্পীকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ৫৫ → মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৩ → অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫১ → রাষ্ট্রপতির দায়মুক্তি
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এর উল্লেখ রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ৯৫
B
অনুচ্ছেদ ৯৬
C
অনুচ্ছেদ ৯৭
D
অনুচ্ছেদ ৯৮
অনুচ্ছেদ সমূহ (বাংলাদেশ সংবিধান অনুসারে):
-
অনুচ্ছেদ ৯০: নির্দিষ্টকরণ আইন।
-
অনুচ্ছেদ ৯১: সম্পূরক ও অতিরিক্ত বাজেট অনুমোদন।
-
অনুচ্ছেদ ৯২: হিসাব ও ঋণ সংক্রান্ত ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকের পদাধিকারী মেয়াদ।
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক।
-
অনুচ্ছেদ ৯৯: অবসরের পর বিচারকের অক্ষমতা।
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির উল্লেখ রয়েছে?
Created: 4 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা ও স্থানীয় শাসনব্যবস্থা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে অনুচ্ছেদগুলোর মূল বিষয়বস্তু তুলে ধরা হলো—
-
অনুচ্ছেদ ৫০ – রাষ্ট্রপতি-পদের মেয়াদ সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫১ – রাষ্ট্রপতির দায়মুক্তি (Immunity of the President) বিষয়টি উল্লেখ করে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্দিষ্ট অবস্থায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না।
-
অনুচ্ছেদ ৫২ – রাষ্ট্রপতির অভিশংসন (Impeachment of the President) প্রক্রিয়া সংবিধানে বর্ণিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৩ – রাষ্ট্রপতির অসামর্থ্য (Incapacity) বা দায়িত্ব পালনে অক্ষমতার কারণে অপসারণের বিধান রয়েছে।
-
অনুচ্ছেদ ৫৪ – রাষ্ট্রপতি অনুপস্থিত বা দায়িত্ব পালনে অক্ষম থাকলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
-
অনুচ্ছেদ ৫৫ – মন্ত্রিসভা (Council of Ministers) বিষয়টি ব্যাখ্যা করে, যা দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত।
-
অনুচ্ছেদ ৫৬ – মন্ত্রিগণ (Ministers) নিয়োগ ও দায়িত্ব সম্পর্কিত বিধান উল্লেখ করে।
-
অনুচ্ছেদ ৫৭ – প্রধানমন্ত্রীর মেয়াদ (Tenure of the Prime Minister) সম্পর্কে নির্দেশনা প্রদান করে।
-
অনুচ্ছেদ ৫৮ – অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ (Tenure of other Ministers) নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫৯ – স্থানীয় শাসন (Local Government) ব্যবস্থার নীতিমালা সংবিধানে নির্ধারিত আছে।
-
অনুচ্ছেদ ৬০ – স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা (Powers of Local Government Bodies) সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
0
Updated: 4 weeks ago