চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
A
হিউয়েন সাং
B
ফা হিয়েন
C
আই সিং
D
এদের সকলেই
উত্তরের বিবরণ
ফা-হিয়েন ছিলেন বাংলায় আগত প্রথম চীনা পরিব্রাজক। তিনি মূলত গুপ্ত যুগে বাংলায় ভ্রমণ করেন এবং তার ভ্রমণবৃত্তান্ত ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃত।
-
দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০–৪১৩ খ্রিস্টাব্দ) এর শাসনামলে ফা-হিয়েন বাংলায় আসেন।
-
তিনি ৩৯৯ খ্রিস্টাব্দে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন এবং গোবি মরুভূমি, খোটান, পামির মালভূমি ও গান্ধার অতিক্রম করে ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন।
-
ফা-হিয়েন টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
-
তার ভ্রমণবৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত, যা ভারতের ইতিহাসের একটি নির্ভরযোগ্য প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত।
অন্য পরিব্রাজকদের প্রসঙ্গেও উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়।
-
মা হুয়ান, চীনা পরিব্রাজক, বাংলায় আসেন গিয়াস উদ্দীন আজম শাহের সময়।
-
বিখ্যাত চৈনিক ভ্রমণকারী হিউয়েন সাং ভারতবর্ষে আসেন হর্ষবর্ধনের শাসনামলে।
-
মেগাস্থিনিস, গ্রিক পরিব্রাজক, ছিলেন রাজকীয় দূত। তিনি ভারতীয় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

0
Updated: 1 day ago