বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযােদ্ধাকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করা হয়?
A
৭ জন
B
৬৮ জন
C
১৭৫ জন
D
৪২৬ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খেতাব প্রদান করা হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রথমবার মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধা এই সম্মাননা পান। তাদের মধ্যে খেতাবের বিভাজন ছিল নিম্নরূপ—
-
বীরশ্রেষ্ঠ – ৭ জন
-
বীর উত্তম – ৬৮ জন
-
বীর বিক্রম – ১৭৫ জন
-
বীর প্রতীক – ৪২৬ জন
পরে জানা যায়, এই খেতাবপ্রাপ্তদের মধ্যে চারজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২১ সালের ৬ জুন তাদের খেতাব বাতিল করে। এই চারজন হলেন—
-
লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) – সেনাবাহিনী
-
লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
-
লে. এ. এম. রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
-
নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
ফলে বর্তমানে (২০২১ সালের হিসাব অনুযায়ী) মোট খেতাবধারীর সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে বিভাজন—
-
বীরশ্রেষ্ঠ – ৭ জন
-
বীর উত্তম – ৬৭ জন
-
বীর বিক্রম – ১৭৪ জন
-
বীর প্রতীক – ৪২৪ জন
0
Updated: 1 month ago
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য কতজন বীরপ্রতীক উপাধি লাভ করেন?
Created: 1 month ago
A
৬৭ জন
B
৬৮ জন
C
১৭৫ জন
D
৪২৬ জন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামে তাদের বীরত্ব এবং আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধের সময় বিশেষ খেতাব প্রদান করা হয়। এই খেতাবের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মধ্যে সাহসিকতা ও আত্মত্যাগের প্রেরণা জাগানো হয়।
-
বীরত্বসূচক খেতাব প্রদানের প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
-
মে মাসের প্রথম দিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে এই প্রস্তাব করা হয়।
-
১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাব অনুমোদিত হয়।
-
১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
-
মুক্তিযুদ্ধের খেতাব চারটি পর্বে বিভক্ত।
-
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য মোট ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়, যথা:
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীর উত্তম: ৬৮ জন
-
বীর বিক্রম: ১৭৫ জন
-
বীর প্রতীক: ৪২৬ জন
-
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমাকে কোন খেতাব দেওয়া হয়েছিল?
Created: 1 month ago
A
বীর উত্তম
B
বীর প্রতীক
C
বীরশ্রেষ্ঠ
D
বীর বিক্রম
ইউ কে চিং মারমা একজন খ্যাতিমান আদিবাসী বীর মুক্তিযোদ্ধা।
-
জন্ম: ১৯৩৭ সালে বান্দরবানে।
-
সেনা জীবন: ১৯৫২ সাল থেকে ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত।
-
মুক্তিযুদ্ধের অবদান: ১৯৭১ সালের ২৫ মার্চ ইপিআরের নায়েক হিসেবে রংপুর জেলার হাতিবান্ধা বিওপিতে কর্মরত।
-
যুদ্ধদক্ষতা: মেজর বাশারের নেতৃত্বে রংপুর, লালমনিরহাট, পাখিউড়া, কাউয়াহাট এবং বাগভাণ্ডারসহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন।
-
সম্মাননা: মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য ‘বীর বিক্রম’ খেতাব অর্জন করেছেন; একমাত্র আদিবাসী যিনি এই খেতাব পেয়েছেন।
-
মৃত্যু: ২০১৪ সালের ২৫ জুলাই।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 2 months ago
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago