জোর যার মুল্লুক তার।
Choose the correct Proverb-
A
Misfortune never comes alone.
B
Might is right.
C
Money begets money.
D
More haste, less speed.
উত্তরের বিবরণ
• Correct answer: Might is right.
• Might is right.
- জোর যার মুল্লুক তার।
Other options:
• Misfortune never comes alone.
- বিপদ কখনও একা আসে না।
• Money begets money.
- টাকায় টাকা আনে।
• More haste, less speed.
- বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না।

0
Updated: 6 hours ago
'Hold water' means-
Created: 4 months ago
A
Keep water
B
Drink water
C
Bear examination
D
Store water
• "Hold water" means - Bear examination.
• Hold water
English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।
Example Sentence:
1. His explanation didn't hold water when we examined it closely.
2. The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago
The verb 'succumb' means-
Created: 1 month ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
'Emulate' is a/an:
Created: 6 hours ago
A
Noun
B
Adjective
C
Verb
D
Adverb
Emulate একটি Verb (Transitive)। এটি বোঝায় কাউকে প্রশংসা করে তার মতো দক্ষতা অর্জনের চেষ্টা করা বা তার কৃতিত্বের সমান করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
সমার্থক শব্দ: Compete (পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা), Imitate (অনুসরণ করা), Mimic (নকল করা), Follow (অনুগমন করা), Mirror (প্রতিফলিত করা)
-
বিপরীতার্থক শব্দ: Being original (মৌলিক হওয়া বা করা), Contradict (বিরোধী হওয়া), Neglect (অবজ্ঞা করা), Originate (স্বকীয়তা বজায় রাখা), Differ (আলাদা হওয়া)
-
অন্য রূপ:
-
Emulation (Noun)
-
Emulative (Adjective)
-
-
উদাহরণ বাক্য:
১. She hopes to emulate her sister's sporting achievements.
২. She grew up emulating her sports heroes.

0
Updated: 6 hours ago