What is the meaning of the proverb 'Indolence is the mother of poverty'?
A
আলস্যই দারিদ্রের মূল।
B
ইহা বলাই বাহুল্য।
C
অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
D
এক হাতে তালি বাজে না।
উত্তরের বিবরণ
• Correct answer: আলস্যই দারিদ্রের মূল।
• Indolence is the mother of poverty.
- আলস্যই দারিদ্রের মূল।
Other options:
• It goes without saying.
- ইহা বলাই বাহুল্য।
• It is no use crying over spilt milk.
- অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
• It takes two to make a quarrel.
- এক হাতে তালি বাজে না।
0
Updated: 1 month ago
What is the antonym of 'Flout'?
Created: 1 month ago
A
Breach
B
Commend
C
Embellish
D
Spectrum
Flout একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো নিয়ম বা আইনকে ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা এমন আচরণ এড়িয়ে যাওয়া যা সাধারণ বা প্রত্যাশিত।
-
বাংলা অর্থ: বিরোধিতা করা; তাচ্ছিল্য করা; অবজ্ঞার/অশ্রদ্ধার সঙ্গে উড়িয়ে দেওয়া
-
সমার্থক শব্দ: Defy (প্রকাশ্যে বিরোধিতা করা), Infringe (ভঙ্গ/খণ্ডন করা), Breach (খেলাপ করা), Scoff (উপহাস বা অবজ্ঞা করা), Infract (লঙ্ঘন করা)
-
বিপরীতার্থক শব্দ: Observe (লক্ষ করা; পর্যবেক্ষণ করা), Approve (অনুমোদন বা সম্মতি দেয়া), Respect (সম্মান করা), Honor (সম্মান করা), Commend (প্রশংসা করা)
-
অন্য রূপ:
-
Flout (Noun/Verb)
-
Flouter (Noun): যে ব্যক্তি নিয়ম তাচ্ছিল্য করে
-
-
উদাহরণ বাক্য:
১. They think they can flout the law and get away with it.
২. He flouted all the rules & submitted his resignation letter.
0
Updated: 1 month ago
'She is all in' means-
Created: 1 month ago
A
She is active
B
She is exhausted
C
She has arrived
D
She has finished packing
Meaning of 'She is all in': She is exhausted
All in (Phrase)
-
English Meaning: Exhausted, very tired
-
Bangla Meaning: অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত
-
Example Sentence: She is all in.
-
Bangla Meaning: সে অত্যন্ত ক্লান্ত।
-
Other Options:
-
She is active – সে সক্রিয়
-
She has arrived – সে পৌঁছেছে
-
She has finished packing – সে তার গোছানো শেষ করেছে
0
Updated: 1 month ago
An antonym of the word 'magnanimity' is:
Created: 1 month ago
A
Selfishness
B
Charitableness
C
Torpor
D
Fervor
সঠিক উত্তর হলো Selfishness।
Magnanimity একটি Noun (Uncountable)। এটি বোঝায় মহানুভবতা, বিশেষ করে শত্রু বা পরাজিত ব্যক্তির প্রতি দয়া ও উদারতা প্রদর্শন করা।
-
বাংলা অর্থ: মহানুভবতা
-
সমার্থক শব্দ: Generosity (উদারতা; মহত্ত্ব), Charitableness (দানশীলতা), Benevolence (হিতসাধনের ইচ্ছা বা সংকল্প), Munificence (বদান্যতা)
-
বিপরীতার্থক শব্দ: Meanness (হীনমনা ব্যক্তি), Selfishness (স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; আত্মপরায়ণতা), Stinginess (কৃপণতা), Smallness (নীচতা), Pettiness (ক্ষুদ্রতা)
-
অন্য রূপ:
-
Magnanimous (Adjective): মহানুভব
-
Magnanimously (Adverb)
-
-
উদাহরণ বাক্য:
১. Both sides will have to show magnanimity.
২. His mind was fraught with independence, magnanimity, and every manly virtue.
0
Updated: 1 month ago