The antonym of 'Truculence' is:
A
Belligerence
B
Irascible
C
Irresolute
D
Submission
উত্তরের বিবরণ
Truculence একটি Noun। এটি বোঝায় ঝগড়া বা লড়াই করার প্রবণতা, এছাড়াও এমন আচরণ যা অপ্রিয় এবং প্রায়ই বিতর্ক সৃষ্টি করে।
-
বাংলা অর্থ: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ
-
সমার্থক শব্দ: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)
-
বিপরীতার্থক শব্দ: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)
-
অন্য রূপ:
-
Truculent (Adjective): যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী
-
Truculently (Adverb): যুযুৎসুভাবে
-
-
উদাহরণ বাক্য:
১. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
২. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

0
Updated: 6 hours ago
PROLOGUE : NOVEL :: ?
Created: 6 days ago
A
Preamble: Statute
B
Sketch: Drawing
C
Movement: Symphony
D
Index: Book
একটি Prologue হলো কোনো সাহিত্যকর্মের প্রস্তাবনামূলক অংশ, যেমন নাটকের শুরুতে পঠিত কবিতা বা কাব্যের ভূমিকা। আর Novel মানে নতুন, অভিনব বা পূর্বে পরিচিত কিছুর থেকে ভিন্ন কোনো বিষয়। এদের মধ্যকার সম্পর্ক বোঝাতে দেওয়া বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত হলো Preamble : Statute, কারণ এটি একই ধরনের ভূমিকা এবং মূল লেখার আগে থাকা অংশকে নির্দেশ করে।
-
Prologue
-
Bangla Meaning: কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা
-
English Meaning: the preface or introduction to a literary work
-
-
Novel
-
Bangla Meaning: অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত
-
English Meaning: new and not resembling something formerly known or used
-
অন্য বিকল্পগুলো:
-
Preamble
-
Bangla Meaning: বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের প্রস্তাবনা
-
English Meaning: an introductory statement
-
-
Statute
-
Bangla Meaning: সংসদ কর্তৃক অনুমোদিত বিধিবদ্ধ আইন; সংবিধি
-
English Meaning: a law enacted by the legislative branch of a government
-
-
Sketch
-
Bangla Meaning: সংক্ষিপ্ত বিবরণ বা বর্ণনা; খসড়া, নকশা
-
English Meaning: a tentative draft (as for a literary work), to draw or paint a sketch
-
-
Drawing
-
Bangla Meaning: অঙ্কনবিদ্যা; রেখা টেনে ছবি আঁকা
-
English Meaning: an act or instance of drawing
-
-
Movement
-
Bangla Meaning: আন্দোলন, গতি, গতিময়তা
-
English Meaning: the act or process of moving, a series of organized activities working toward an objective
-
-
Symphony
-
Bangla Meaning: সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত
-
English Meaning: consonance of sounds
-
-
Index
-
Bangla Meaning: সূচক; গ্রন্থশেষে সন্নিবেশিত নাম, বিষয়বস্তু ইত্যাদির তালিকা
-
English Meaning: a list, usually alphabetical, of names or topics with references
-
-
Book
-
Bangla Meaning: বই; পুস্তক
-
English Meaning: a set of written, printed, or blank sheets bound together
-
সুতরাং, যেমন Prologue একটি Novel-এর ভূমিকা, তেমনি Preamble একটি Statute-এর প্রস্তাবনা। দুটোই মূল বিষয়বস্তুর আগে উদ্দেশ্য ও কাঠামো ব্যাখ্যা করে। তাই সঠিক উত্তর হলো ক) Preamble : Statute।

0
Updated: 6 days ago
Getting a lot of sleep and drinking plenty of fluids can ___ the effects of the flu.
Created: 6 hours ago
A
harangue
B
mitigate
C
intransigence
D
adulterate
Mitigate একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো কিছুর তীব্রতা, প্রচণ্ডতা বা অপ্রিয়তা কমানো; অর্থাৎ উপশমিত করা।
-
বাংলা অর্থ: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।
-
সমার্থক শব্দ: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)
-
বিপরীতার্থক শব্দ: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)
-
অন্য রূপ:
-
Mitigating circumstances: প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি
-
Mitigation (Noun, Uncountable): উপশম; নিবৃত্তি
-
-
উদাহরণ বাক্য: Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
-
বাংলা অনুবাদ: অনেক ঘুম এবং প্রচুর পরিমাণে পানি পান করা জ্বরের মাত্রা হ্রাস করে দেয়।
-

0
Updated: 6 hours ago
What is the meaning of the idiom 'Leave to chance':
Created: 1 week ago
A
To listen to someone.
B
To say nothing.
C
To not prepare.
D
To allow (someone or something) to.
Leave to chance মূলত ব্যবহৃত হয় যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা দৈবের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিকল্পনা বা নিয়ন্ত্রণ না করে ভাগ্যের উপর নির্ভর করা।
-
English Meaning: To not prepare or plan for something; to leave it up to fate.
-
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া; দৈবের উপর ছেড়ে দেওয়া।
Other options:
-
Lend one’s ear
-
English Meaning: To listen to someone attentively or with sympathy.
-
Bangla Meaning: সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা।
-
-
Let alone
-
English Meaning: To say nothing of; not to mention — used to emphasize the improbability of something compared with another.
-
Bangla Meaning: দূরের কথা; মোট কথা; তুলনামূলক উদাহরণ বোঝাতে ব্যবহৃত।
-
-
Let loose
-
English Meaning: To allow someone or something to move or act freely.
-
Bangla Meaning: স্বাধীনভাবে চলতে বা কাজ করতে দেওয়া।
-

0
Updated: 1 week ago