What is the antonym of 'Flout'?
A
Breach
B
Commend
C
Embellish
D
Spectrum
উত্তরের বিবরণ
Flout একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো নিয়ম বা আইনকে ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা এমন আচরণ এড়িয়ে যাওয়া যা সাধারণ বা প্রত্যাশিত।
-
বাংলা অর্থ: বিরোধিতা করা; তাচ্ছিল্য করা; অবজ্ঞার/অশ্রদ্ধার সঙ্গে উড়িয়ে দেওয়া
-
সমার্থক শব্দ: Defy (প্রকাশ্যে বিরোধিতা করা), Infringe (ভঙ্গ/খণ্ডন করা), Breach (খেলাপ করা), Scoff (উপহাস বা অবজ্ঞা করা), Infract (লঙ্ঘন করা)
-
বিপরীতার্থক শব্দ: Observe (লক্ষ করা; পর্যবেক্ষণ করা), Approve (অনুমোদন বা সম্মতি দেয়া), Respect (সম্মান করা), Honor (সম্মান করা), Commend (প্রশংসা করা)
-
অন্য রূপ:
-
Flout (Noun/Verb)
-
Flouter (Noun): যে ব্যক্তি নিয়ম তাচ্ছিল্য করে
-
-
উদাহরণ বাক্য:
১. They think they can flout the law and get away with it.
২. He flouted all the rules & submitted his resignation letter.

0
Updated: 6 hours ago
A synonym of 'preamble' is:
Created: 6 hours ago
A
Felicitous
B
Distill
C
Prelude
D
Epilogue
Preamble একটি Noun। এটি বোঝায় কোনো বক্তৃতা বা লেখার পরিচিতিমূলক ভূমিকা; বিশেষত আনুষ্ঠানিক দলিল বা লেখার প্রারম্ভিক অংশ।
-
বাংলা অর্থ: (বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের) প্রস্তাবনা।
-
সমার্থক শব্দ: Introduction (উপস্থাপনা), Foreword (প্রারম্ভিক মন্তব্য), Prelude (প্রস্তাবনা), Origin (মূল), Commencement (সূচনা)
-
বিপরীতার্থক শব্দ: Epilogue (সাহিত্যকর্মের সমাপ্তি অংশ), Postscript (পুনশ্চ), Supplement (সম্পুরক), Sequel (পরিশিষ্ট)
-
উদাহরণ বাক্য:
১. There has been much historical analysis of preambles and what has happened to them.
২. His early travels were just a preamble to his later adventures.

0
Updated: 6 hours ago
The word ‘homogeneous’ means:
Created: 3 months ago
A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 3 months ago
The meaning of the word 'obese' is-
Created: 1 month ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 month ago