An antonym of the word 'magnanimity' is:
A
Selfishness
B
Charitableness
C
Torpor
D
Fervor
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Selfishness।
Magnanimity একটি Noun (Uncountable)। এটি বোঝায় মহানুভবতা, বিশেষ করে শত্রু বা পরাজিত ব্যক্তির প্রতি দয়া ও উদারতা প্রদর্শন করা।
-
বাংলা অর্থ: মহানুভবতা
-
সমার্থক শব্দ: Generosity (উদারতা; মহত্ত্ব), Charitableness (দানশীলতা), Benevolence (হিতসাধনের ইচ্ছা বা সংকল্প), Munificence (বদান্যতা)
-
বিপরীতার্থক শব্দ: Meanness (হীনমনা ব্যক্তি), Selfishness (স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; আত্মপরায়ণতা), Stinginess (কৃপণতা), Smallness (নীচতা), Pettiness (ক্ষুদ্রতা)
-
অন্য রূপ:
-
Magnanimous (Adjective): মহানুভব
-
Magnanimously (Adverb)
-
-
উদাহরণ বাক্য:
১. Both sides will have to show magnanimity.
২. His mind was fraught with independence, magnanimity, and every manly virtue.
0
Updated: 1 month ago
'Razzmatazz' means-
Created: 3 months ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical activity
• Razzmatazz
English Meaning: lively and loud activity designed to grab attention.
বাংলা অর্থ: আওয়াজপূর্ণ ও চটকদার কাজকর্ম, যা বিশেষত নজর কাড়ার জন্য করা হয়।
Example: The new car launch was full of razzmatazz, featuring champagne, delicious food, free giveaways, and energetic dancers.
বিকল্পসমূহ:
-
একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড: শোরগোলপূর্ণ কাজকর্ম।
-
সুসজ্জিত ও পরিকল্পিত অনুষ্ঠান: একটি সুচিন্তিত কর্মসূচি।
-
সঙ্গীতের অনুষ্ঠান: সঙ্গীতানুষ্ঠান।
-
বাদ্যযন্ত্র: যন্ত্রবাজনা।
সঠিক উত্তর: 'Razzmatazz' বলতে বোঝায়– একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড।
উৎস: Cambridge Dictionary।
0
Updated: 3 months ago
A synonym of 'Secrete' is:
Created: 1 month ago
A
Leak
B
Sanction
C
Reveal
D
Effrontery
Secrete একটি Verb বা ক্রিয়া। এর দুটি প্রধান অর্থ রয়েছে—একদিকে এটি কোনো তরল বা গ্যাস নিঃসরণ করা বোঝায়, আবার অন্যদিকে লুকানো বা গোপন রাখার অর্থেও ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: তরল পদার্থ বা গ্যাস ফুটা দিয়ে প্রবিষ্ট/নির্গত করা; লুকানো বা আচ্ছন্ন করা; গোপনে রাখা।
-
সমার্থক শব্দ: Leak (ফুটা দিয়ে বের হওয়া বা প্রবিষ্ট হওয়া), Emit (নিঃসরণ করা), Hide (লুকানো), Bury (সমাহিত করা), Cache (লুকিয়ে রাখা)।
-
বিপরীতার্থক শব্দ: Reveal (ফাঁস করা, জানিয়ে দেওয়া), Show (প্রদর্শন করা), Absorb (শোষণ করা), Uncover (উন্মুক্ত করা), Unveil (উন্মোচিত করা)।
-
উদাহরণ বাক্য:
১. They might be secreted behind a special door, hidden from sight by shadows or a secret knock.
২. Persons dealing in controlled substances and stolen property will frequently secrete the contraband in their residences.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Sanction (Noun):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করার অনুমোদন বা অনুমতি।
-
বাংলা অর্থ: কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
-
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior।
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
0
Updated: 1 month ago
The word ‘homogeneous’ means:
Created: 5 months ago
A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
0
Updated: 5 months ago