কোন বানানটি শুদ্ধ?
A
সূচিষ্মিতা
B
সূচিস্মিতা
C
সুচীস্মিতা
D
শুচিস্মিতা
উত্তরের বিবরণ
শুচিস্মিতা – একটি অর্থবহ বাংলা শব্দ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘শুচিস্মিতা’ শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার শুদ্ধ বানান শুচিস্মিতা। এই শব্দের পুরুষবাচক রূপ হলো ‘শুচিস্মিত’।
-
শুচিস্মিতা শব্দের অর্থ:
যে নারীর হাসি পবিত্র, মধুর এবং নির্মল—তাকে এক কথায় বলা হয় ‘শুচিস্মিতা’। -
শুচিস্মিত (বিশেষণ) অর্থ:
যিনি মৃদু ও নির্মল হাসির অধিকারী; যার মুখে সর্বদা পবিত্র হাসি বিরাজমান।
এই শব্দগুলোর উৎস হিসেবে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং হায়াৎ মামুদের ভাষা শিক্ষা গ্রন্থ উল্লেখযোগ্য।

0
Updated: 2 months ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 2 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমূর্ষূ
D
দ্বিজরাজ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
স্বায়ত্ত্বশাসন
B
সায়ত্তশাসন
C
সায়ত্ত্বশাসন
D
স্বায়ত্তশাসন
শুদ্ধ বানান: স্বায়ত্তশাসন
উচ্চারণ: শায়ত্তশাশোন্
শব্দমূল: সংস্কৃত থেকে আগত। গঠিত হয়েছে – স্বায়ত্ত + শাসন।
অর্থ: এটি এমন একটি রাষ্ট্রব্যবস্থা বা কর্তৃত্ব বোঝায় যেখানে নিজস্বভাবে শাসন বা পরিচালনার ক্ষমতা থাকে। অর্থাৎ, রাষ্ট্র বা অঞ্চল স্বশাসিত, তবে একনায়কতান্ত্রিক শাসন বোঝায় না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago