What is the meaning of the proverb 'A man is known by the company he keeps'?
A
এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা।
B
সঙ্গ দেখে লোক চেনা যায়।
C
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
D
স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো সঙ্গ দেখে লোক চেনা যায়।
A man is known by the company he keeps একটি Proverb। এটি বোঝায় যে একজন ব্যক্তির প্রকৃত চরিত্র বা স্বভাব তার সঙ্গে যে সঙ্গী বা বন্ধু রাখে তা দেখে জানা যায়।
-
বাংলা অর্থ: সঙ্গ দেখে লোক চেনা যায়
অন্য প্রবাদগুলো:
-
A penny saved is a penny earned
-
বাংলা অর্থ: এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা
-
-
A pet lamb makes a cross ram
-
বাংলা অর্থ: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ
-
-
A rolling stone gathers no moss
-
বাংলা অর্থ: স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না / চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না
-

0
Updated: 6 hours ago
What is the Bangla meaning of the proverb "As is the evil so is the remedy"?
Created: 3 weeks ago
A
যত গর্জে তত বর্ষে না।
B
যেমন কর্ম তেমন ফল।
C
যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
D
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
Correct Answer: যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
• As is the evil so is the remedy. - যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
Other Options:
ক) Barking dogs seldom bite. - যত গর্জে তত বর্ষে না / পচা আদার ঝাল বেশি।
খ) As you make your bed so you must lie on it / As you sow so you reap. - যেমন কর্ম তেমন ফল।
ঘ) Better an empty house than an ill tenant. - দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

0
Updated: 3 weeks ago
PROLOGUE : NOVEL :: ?
Created: 6 days ago
A
Preamble: Statute
B
Sketch: Drawing
C
Movement: Symphony
D
Index: Book
একটি Prologue হলো কোনো সাহিত্যকর্মের প্রস্তাবনামূলক অংশ, যেমন নাটকের শুরুতে পঠিত কবিতা বা কাব্যের ভূমিকা। আর Novel মানে নতুন, অভিনব বা পূর্বে পরিচিত কিছুর থেকে ভিন্ন কোনো বিষয়। এদের মধ্যকার সম্পর্ক বোঝাতে দেওয়া বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত হলো Preamble : Statute, কারণ এটি একই ধরনের ভূমিকা এবং মূল লেখার আগে থাকা অংশকে নির্দেশ করে।
-
Prologue
-
Bangla Meaning: কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা
-
English Meaning: the preface or introduction to a literary work
-
-
Novel
-
Bangla Meaning: অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত
-
English Meaning: new and not resembling something formerly known or used
-
অন্য বিকল্পগুলো:
-
Preamble
-
Bangla Meaning: বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের প্রস্তাবনা
-
English Meaning: an introductory statement
-
-
Statute
-
Bangla Meaning: সংসদ কর্তৃক অনুমোদিত বিধিবদ্ধ আইন; সংবিধি
-
English Meaning: a law enacted by the legislative branch of a government
-
-
Sketch
-
Bangla Meaning: সংক্ষিপ্ত বিবরণ বা বর্ণনা; খসড়া, নকশা
-
English Meaning: a tentative draft (as for a literary work), to draw or paint a sketch
-
-
Drawing
-
Bangla Meaning: অঙ্কনবিদ্যা; রেখা টেনে ছবি আঁকা
-
English Meaning: an act or instance of drawing
-
-
Movement
-
Bangla Meaning: আন্দোলন, গতি, গতিময়তা
-
English Meaning: the act or process of moving, a series of organized activities working toward an objective
-
-
Symphony
-
Bangla Meaning: সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত
-
English Meaning: consonance of sounds
-
-
Index
-
Bangla Meaning: সূচক; গ্রন্থশেষে সন্নিবেশিত নাম, বিষয়বস্তু ইত্যাদির তালিকা
-
English Meaning: a list, usually alphabetical, of names or topics with references
-
-
Book
-
Bangla Meaning: বই; পুস্তক
-
English Meaning: a set of written, printed, or blank sheets bound together
-
সুতরাং, যেমন Prologue একটি Novel-এর ভূমিকা, তেমনি Preamble একটি Statute-এর প্রস্তাবনা। দুটোই মূল বিষয়বস্তুর আগে উদ্দেশ্য ও কাঠামো ব্যাখ্যা করে। তাই সঠিক উত্তর হলো ক) Preamble : Statute।

0
Updated: 6 days ago
The meaning of the word 'obese' is-
Created: 1 month ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 month ago