What is the meaning of the proverb 'A man is known by the company he keeps'?
A
এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা।
B
সঙ্গ দেখে লোক চেনা যায়।
C
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
D
স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো সঙ্গ দেখে লোক চেনা যায়।
A man is known by the company he keeps একটি Proverb। এটি বোঝায় যে একজন ব্যক্তির প্রকৃত চরিত্র বা স্বভাব তার সঙ্গে যে সঙ্গী বা বন্ধু রাখে তা দেখে জানা যায়।
-
বাংলা অর্থ: সঙ্গ দেখে লোক চেনা যায়
অন্য প্রবাদগুলো:
-
A penny saved is a penny earned
-
বাংলা অর্থ: এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা
-
-
A pet lamb makes a cross ram
-
বাংলা অর্থ: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ
-
-
A rolling stone gathers no moss
-
বাংলা অর্থ: স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না / চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না
-
0
Updated: 1 month ago
Maiden speech means-
Created: 3 months ago
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।
0
Updated: 3 months ago
What is the meaning of the word 'belated'?
Created: 5 months ago
A
complaining
B
off hand
C
weak
D
tardy
Belated (verb)
English Meaning: Coming or happening later than should have been the case.
Bangla Meaning: খুব দেরিতে আসা।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণ:
-
of hand: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; (আচরণ) ভাবলেশহীন; অমনোযোগী; কাটখোট্টাভাবে সংক্ষিপ্ত।
-
complaining: অসন্তোষ, অন্যায়, দুর্ভোগ বা যন্ত্রণার প্রকাশ; অভিযোগ করা; নালিশ জানানো।
-
tardy: দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন হওয়া।
-
weak: দুর্বল; ভঙ্গুর।
• বিশ্লেষণ:
উল্লিখিত অপশনগুলোর মধ্যে “tardy” শব্দটি “belated” এর সমার্থক অর্থ বহন করে, কারণ উভয় শব্দই দেরিতে আসা বা ঘটার অর্থে ব্যবহৃত হয়।
• উপসংহার:
সুতরাং, বলা যায় — the meaning of the word “Belated” is “tardy.”
Source: Accessible Dictionary by Bangla Academy এবং Oxford Learner’s Dictionary.
0
Updated: 5 months ago
'Pass away' means-
Created: 2 months ago
A
disappear
B
die
C
erase
D
fall
ইডিয়ম: "Pass away"
অর্থ (ইংরেজিতে): A polite way to say die
অর্থ (বাংলায়): মারা যাওয়া
উদাহরণ বাক্য:
-
She passed away peacefully in her sleep.
(তিনি শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন।)
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Disappear – অদৃশ্য হওয়া; চোখের সামনে চলে যাওয়া
-
Erase – মুছে ফেলা; নিশ্চিহ্ন করা
-
Fall – পড়া; পতন হওয়া
সূত্র: Cambridge Dictionary.
0
Updated: 2 months ago