What is the meaning of 'At best'?
A
In a basic way
B
Confident and relaxed
C
Near in time or position
D
Under the most favorable circumstances
উত্তরের বিবরণ
At best একটি Phrase। এটি বোঝায় সবচেয়ে অনুকূল পরিস্থিতিতে বা সর্বোচ্চ সম্ভাব্য অবস্থায়।
-
বাংলা অর্থ: সবচেয়ে অনুকূল পরিস্থিতিতে / সাকুল্যে
-
ইংরেজি অর্থ: under the most favorable circumstances / highest possible
-
উদাহরণ বাক্য: If you start studying at the last hour of the exam, at best, you will pass.
-
বাংলা অনুবাদ: তুমি যদি পরীক্ষার একদম শেষ মুহূর্তে পড়া শুরু করো, বড়জোড় পাশ করতে পারবে।
-
অন্য বিকল্প ফ্রেজগুলোর অর্থ:
-
At bottom:
-
ইংরেজি অর্থ: in a basic way
-
বাংলা অর্থ: মূলত
-
-
At ease:
-
ইংরেজি অর্থ: confident and relaxed
-
বাংলা অর্থ: আত্মবিশ্বাসী এবং নিরুদ্বেগ / শান্ত
-
-
At hand:
-
ইংরেজি অর্থ: nearby / near in time or position
-
বাংলা অর্থ: নিকটে, আসন্ন
-

0
Updated: 6 hours ago
What is the antonym of 'Flout'?
Created: 6 hours ago
A
Breach
B
Commend
C
Embellish
D
Spectrum
Flout একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো নিয়ম বা আইনকে ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা এমন আচরণ এড়িয়ে যাওয়া যা সাধারণ বা প্রত্যাশিত।
-
বাংলা অর্থ: বিরোধিতা করা; তাচ্ছিল্য করা; অবজ্ঞার/অশ্রদ্ধার সঙ্গে উড়িয়ে দেওয়া
-
সমার্থক শব্দ: Defy (প্রকাশ্যে বিরোধিতা করা), Infringe (ভঙ্গ/খণ্ডন করা), Breach (খেলাপ করা), Scoff (উপহাস বা অবজ্ঞা করা), Infract (লঙ্ঘন করা)
-
বিপরীতার্থক শব্দ: Observe (লক্ষ করা; পর্যবেক্ষণ করা), Approve (অনুমোদন বা সম্মতি দেয়া), Respect (সম্মান করা), Honor (সম্মান করা), Commend (প্রশংসা করা)
-
অন্য রূপ:
-
Flout (Noun/Verb)
-
Flouter (Noun): যে ব্যক্তি নিয়ম তাচ্ছিল্য করে
-
-
উদাহরণ বাক্য:
১. They think they can flout the law and get away with it.
২. He flouted all the rules & submitted his resignation letter.

0
Updated: 6 hours ago
"He died _____ a snake bite." Which preposition fits best?
Created: 3 weeks ago
A
at
B
in
C
from
D
within
Correct Answer: from
ব্যাখ্যা:
-
“Die from” ব্যবহার করা হয় যখন মৃত্যুর কারণটি কোনো নির্দিষ্ট বাহ্যিক কারণ, যেমন রোগ, দুর্ঘটনা বা বিষক্রিয়া।
-
উদাহরণ বাক্যে: snake bite একটি বাহ্যিক কারণ, অর্থাৎ সে মারা গেছে সাপের কামড়ের কারণে।
-
তাই এখানে from সঠিক।
Die এর সাথে অন্যান্য Preposition ব্যবহার
Preposition | ব্যবহার | উদাহরণ |
---|---|---|
from | বাহ্যিক কারণ বা প্রভাব | He died from a snake bite. / He died from overeating. |
at | সময় নির্দেশ করতে | He died at 9:30 am. |
in | দুর্ঘটনায় মারা যাওয়া বা জায়গা, মাস বা বছর | He died in an accident. / He died in 1950. / He died in London. |
within | সীমিত সময়ের মধ্যে মৃত্যু | He died within five minutes. |
of | রোগ বা অভ্যন্তরীণ কারণে মৃত্যু | He died of cholera. / Karim died of cancer. |
for | কোনো আদর্শ বা কারণে মৃত্যু | He died for his country. |
on | নির্দিষ্ট দিনে বা তাৎক্ষণিক মৃত্যু | He died on the spot. / He died on Monday. |
between | সময় সীমার মধ্যে মৃত্যু | He died between 9 a.m. to 9:30 a.m. |
📚 Source: Applied English Grammar and Composition by P.C. Das

0
Updated: 3 weeks ago
'Burn the candle at both ends' means -
Created: 1 week ago
A
Work efficiently
B
Overwork
C
Waste time
D
Work on midnight
Answer: খ) Overwork
Idiom: Burn the candle at both ends
-
English Meaning: go to bed late and get up early, especially to get work done.
-
Bangla Meaning: কাজ সমাধান করার জন্য দিনরাত পরিশ্রম করা / অক্লান্ত পরিশ্রম করা।
Example Sentence:
-
We should avoid burning candles at both ends, otherwise it will make us suffer.
-
Bangla Meaning: পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দিনরাত পরিশ্রম করলে আমাদেরকে ভুগতে হবে।
Other options:
-
ক) Work efficiently: কাজের দক্ষতা।
-
গ) Waste time: সময় নষ্ট করা।
-
ঘ) Work on midnight: কেবল রাতের কাজ বোঝায়।

0
Updated: 1 week ago