Getting a lot of sleep and drinking plenty of fluids can ___ the effects of the flu.
A
harangue
B
mitigate
C
intransigence
D
adulterate
উত্তরের বিবরণ
Mitigate একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো কিছুর তীব্রতা, প্রচণ্ডতা বা অপ্রিয়তা কমানো; অর্থাৎ উপশমিত করা।
-
বাংলা অর্থ: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।
-
সমার্থক শব্দ: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)
-
বিপরীতার্থক শব্দ: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)
-
অন্য রূপ:
-
Mitigating circumstances: প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি
-
Mitigation (Noun, Uncountable): উপশম; নিবৃত্তি
-
-
উদাহরণ বাক্য: Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
-
বাংলা অনুবাদ: অনেক ঘুম এবং প্রচুর পরিমাণে পানি পান করা জ্বরের মাত্রা হ্রাস করে দেয়।
-

0
Updated: 6 hours ago
'Syntax' means-
Created: 4 months ago
A
Manner of speech
B
Sentence building
C
Supplementary tax
D
Synchrounizing act
• 'Syntax' means- Sentence building.
• Syntax (noun)
English Meaning: the way in which linguistic elements (such as words) are put together to form constituents (such as phrases or clauses)/ the part of grammar dealing with this.
Bangla Meaning: বাক্যপ্রকরণ; বাক্যরীতি; পদান্বয়; পদযোজনা।
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago
'Out and out' means___.
Created: 1 month ago
A
Not at all
B
Brave
C
Thoroughly
D
Whole heatedly
🔹 Out and Out
-
ইংরেজি অর্থ: পুরোপুরি বা সম্পূর্ণভাবে কিছু হওয়া।
-
বাংলা অর্থ: সম্পূর্ণ, পুরোপুরি, একেবারে।
-
উদাহরণ: He is an out and out gentleman. — সে একেবারে একজন ভদ্রলোক।
🔹 Thoroughly (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: খুব ভালোভাবে বা খুঁটিয়ে।
-
বাংলা অর্থ: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে।
-
উদাহরণ: She cleaned the room thoroughly. — সে ঘরটা ভালোভাবে পরিষ্কার করল।
🔹 Not at all
-
শিষ্টাচারমূলক ভদ্র জবাব হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ ধন্যবাদ দিলে উত্তর দেওয়া হয়:
“Thank you very much.” — “Not at all.” (মানে: কিছু না, কোনো অসুবিধা না)। -
বাংলা অর্থ: আদৌ না, মোটেও না।
🔹 Brave (বিশেষণ)
-
ইংরেজি অর্থ: সাহসী, ভয়হীন।
-
বাংলা অর্থ: সাহসী, নির্ভীক।
-
উদাহরণ: It was a brave decision. — এটা ছিল সাহসী একটা সিদ্ধান্ত।
🔹 Generally (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: বেশিরভাগ সময় বা সাধারণ নিয়মে।
-
বাংলা অর্থ: সাধারণত, সচরাচর, সাধারণভাবে।
-
উদাহরণ: People generally prefer tea in the morning. — সাধারণত মানুষ সকালে চা পছন্দ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল অভিধান

0
Updated: 1 month ago
Antonym of 'Prodigal' is:
Created: 6 hours ago
A
Extravagant
B
Parsimonious
C
Ephemeral
D
Whimsical
সঠিক উত্তর হলো Parsimonious।
Prodigal একটি Adjective বা বিশেষণ। এটি এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি অর্থ বা সম্পদ অত্যধিকভাবে, অবাধে এবং অনুচিতভাবে ব্যয় করে; অর্থাৎ অপব্যয়ী ও অমিতব্যয়ী।
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-
উদাহরণ: a prodigal administration; prodigal habits।
-
(খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি, যাকে পরে তার কার্যকলাপের জন্য অনুশোচনা করতে হয়; অমিতব্যয়ী পুত্র।
-
-
সমার্থক শব্দ: Wasteful (অপচয়ী), Extravagant (অপব্যয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
-
বিপরীতার্থক শব্দ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ; কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
-
উদাহরণ বাক্য:
১. Go hard on those sugar farmers, or should I say, go hard on that prodigal federal government.
২. The million-dollar lottery winner was such a prodigal that his windfall was exhausted after only a few years.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ephemeral (Adjective):
-
ইংরেজি অর্থ: Lasting for only a short time।
-
বাংলা অর্থ: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
-
-
Whimsical (Adjective):
-
ইংরেজি অর্থ: Unusual and strange in a way that might be funny or annoying।
-
বাংলা অর্থ: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
-

0
Updated: 6 hours ago