Getting a lot of sleep and drinking plenty of fluids can ___ the effects of the flu.
A
harangue
B
mitigate
C
intransigence
D
adulterate
উত্তরের বিবরণ
Mitigate একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো কিছুর তীব্রতা, প্রচণ্ডতা বা অপ্রিয়তা কমানো; অর্থাৎ উপশমিত করা।
-
বাংলা অর্থ: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।
-
সমার্থক শব্দ: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)
-
বিপরীতার্থক শব্দ: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)
-
অন্য রূপ:
-
Mitigating circumstances: প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি
-
Mitigation (Noun, Uncountable): উপশম; নিবৃত্তি
-
-
উদাহরণ বাক্য: Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
-
বাংলা অনুবাদ: অনেক ঘুম এবং প্রচুর পরিমাণে পানি পান করা জ্বরের মাত্রা হ্রাস করে দেয়।
-
0
Updated: 1 month ago
Choose a similar word in meaning to the word 'Generosity'.
Created: 1 month ago
A
Sympathy
B
Frugality
C
Munificence
D
Cutting back
Correct Answer: Munificence
Generosity (Noun)
-
English Meaning: The quality of being kind and generous; the quality or fact of being plentiful or large.
-
Bangla Meaning: উদারতা, মহত্ত্ব, সহৃদয়তা; উদার বা মহৎ কাজ।
Given Options:
-
ক) Sympathy – সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা।
-
খ) Frugality – মিতব্যয়িতা।
-
গ) Munificence – অপরিমিত দানশীলতা।
-
ঘ) Cutting back – ছাঁটাই, হ্রাস করা।
Explanation:
Generosity-এর অর্থ হলো উদারতা বা অপরিমিত দানশীলতা, যা সরাসরি Munificence-এর সঙ্গে মিলে যায়। অন্য বিকল্পগুলো অর্থের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন।
0
Updated: 1 month ago
'Pass away' means-
Created: 1 week ago
A
disappear
B
die
C
erase
D
fall
ইডিয়ম: "Pass away"
অর্থ (ইংরেজিতে): A polite way to say die
অর্থ (বাংলায়): মারা যাওয়া
উদাহরণ বাক্য:
-
She passed away peacefully in her sleep.
(তিনি শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন।)
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Disappear – অদৃশ্য হওয়া; চোখের সামনে চলে যাওয়া
-
Erase – মুছে ফেলা; নিশ্চিহ্ন করা
-
Fall – পড়া; পতন হওয়া
সূত্র: Cambridge Dictionary.
0
Updated: 1 week ago
Maiden speech means-
Created: 3 months ago
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।
0
Updated: 3 months ago