What is the meaning of the phrase 'As good as' is?
A
In addition to
B
Without break
C
In any way
D
Very nearly
উত্তরের বিবরণ
As good as একটি Phrase। এটি বোঝায় কোনো কিছু প্রায় বা প্রায়শই সম্পূর্ণরূপে ঘটেছে; অর্থাৎ খুব কাছাকাছি।
-
বাংলা অর্থ: প্রায়
-
ইংরেজি অর্থ: very nearly / almost / nearly
-
উদাহরণ বাক্য: The decorating is as good as finished - just need to finish off the painting.
অন্য বিকল্প ফ্রেজগুলোর অর্থ:
-
As well as:
-
ইংরেজি অর্থ: in addition to / too / besides / and
-
বাংলা অর্থ: উপরন্তু / তাছাড়াও / পাশাপাশি
-
-
At a stretch:
-
ইংরেজি অর্থ: without break / continuously
-
বাংলা অর্থ: একটানা / বিরতিহীনভাবে
-
-
At all:
-
ইংরেজি অর্থ: in any way / to any extent
-
বাংলা অর্থ: আদৌ
-
0
Updated: 1 month ago
'To get along with' means-
Created: 3 months ago
A
to adjust
B
to accompany
C
to interest
D
to walk
Get along with মানে হলো কারো সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো সম্পর্ক বজায় রাখা। সহজভাবে বললে, এটি বোঝায় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, মানিয়ে চলা বা খাপ খাওয়ানো।
উদাহরণস্বরূপ:
They seem to get along pretty well.
বাংলা অর্থ: মনে হচ্ছে, তারা একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে চলে।
এখানে “get along with” বলতে বোঝানো হয়েছে কাউকে বুঝে চলা বা সুসম্পর্কে থাকা। এটি বিশেষ করে বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ব্যবহৃত হয়।
তবে খেয়াল রাখতে হবে,
-
“to accompany” মানে সঙ্গী হওয়া,
-
“to walk” মানে হাঁটা,
-
“to interest” মানে মনোযোগ আকর্ষণ করা।
এই শব্দগুলোর অর্থ “get along with” থেকে আলাদা। তাই সঠিক অর্থ বুঝে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ।
Source: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
What is the meaning of 'White Elephant'?
Created: 5 months ago
A
An elephant of white colour
B
A very coslty or troublesome possession
C
A black marketer
D
A hoarder
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose /Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।
Source: Live MCQ Lecture.
0
Updated: 5 months ago
What is the meaning of "Taciturn"?
Created: 2 months ago
A
Tending not to speak much
B
To escape and hide somewhere
C
A detailed plan or route of a trip
D
Extremely cowardly
Taciturn (adjective)
English Meaning: Tending not to speak much.
Bangla Meaning: অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।
Example Sentence:
He's a reserved, taciturn person.
Source:
Accessible Dictionary by Bangla Academy
Cambridge Dictionary
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago