বাংলাদেশের ’নারী ও শিশু নির্যাতন দমন আইন’ পাস হয় কত সালে?
A
২০০২ সালে
B
২০০৫ সালে
C
২০০০ সালে
D
২০০১ সালে
উত্তরের বিবরণ
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
-
আইনটির উদ্দেশ্য হলো নারী ও শিশুদের উপর সংঘটিত নির্যাতনমূলক অপরাধ কঠোরভাবে দমন করা।
-
আইনের ধারা সংখ্যা: ৩৫টি।
-
আইনটি পরিচিতি: “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” নামে অভিহিত।
-
আইনের প্রাধান্য: অন্যান্য আইন থাকলেও, এই আইনের বিধানাবলী প্রধান ও বলবৎ হবে।
0
Updated: 1 month ago
যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৫৬ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৫২ সালে
D
১৯৫৪ সালে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্তফ্রন্ট ছিল এক গুরুত্বপূর্ণ জোট, যা মূলত মুসলিম লীগের একক আধিপত্য ভাঙার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। নির্বাচনী রাজনীতিতে এটি ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গণআন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড়।
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়:
-
মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
-
শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
-
মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি,
-
হাজী দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল।
-
-
তবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে সংশোধন আকারে উল্লেখ করা হয়েছে যে, যুক্তফ্রন্ট প্রধানত ৫টি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল।
-
নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ‘নৌকা’।
-
আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফা দাবি থেকে প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্ট গড়ে তোলা হয়।
-
যুক্তফ্রন্ট নির্বাচনের জন্য ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
-
আবুল মনসুর আহমদ ছিলেন এই ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা।
0
Updated: 1 month ago
সুশাসনের পথে প্রধান অন্তরায় কোনটি?
Created: 1 month ago
A
আইনের শাসন
B
জবাবদিহিতা
C
স্বজনপ্রীতি
D
ন্যায়পরায়ণতা
স্বজনপ্রীতি ও দুর্নীতি সুশাসনের পরিপন্থী, কারণ এগুলো মেধা ও যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করে। এর ফলে সমতা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার নীতি লঙ্ঘিত হয়।
সুশাসন:
-
সুশাসন একটি সামাজিক ধারণা।
-
সুশাসন বলতে বোঝায় যথাযথভাবে শাসন বা ভালোভাবে শাসন।
-
সুশাসনের পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।
-
স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যতীত দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
-
অংশগ্রহণ ও ই-গভর্ন্যান্স সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
স্বজনপ্রীতি, দুর্নীতি, অস্বচ্ছতা ও স্বেচ্ছাচারিতা সুশাসনের অন্তরায়।
-
বাংলাদেশে উন্নয়ন ও সুশাসনের অন্যতম বড় অন্তরায় হলো দুর্নীতি।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর -
Created: 1 month ago
A
শামীম শিকদার
B
আবদুর রাজ্জাক
C
মৃণাল হক
D
হামিদুজ্জামান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্যের নির্মাতা ছিলেন ভাস্কর হামিদুজ্জামান খান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বেশিরভাগ ভাস্কর্যের স্রষ্টা।
প্রধান তথ্যসমূহ:
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন; এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য: ‘জাগ্রত বাংলা’ (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), ‘বিজয় কেতন’ (ঢাকা সেনানিবাস), ‘স্বাধীনতা চিরন্তন’ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ‘মৃত্যুঞ্জয়ী’ (আগারগাঁও, সরকারি কর্মকমিশন প্রাঙ্গণ), ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ (মাদারীপুর)।
-
জন্ম: ১৬ মার্চ, ১৯৪৬, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ৭৯ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে।
0
Updated: 1 month ago