বাংলাদেশের মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো-
A
সচিবালয়
B
বিভাগীয় প্রশাসন
C
জেলা প্রশাসন
D
উপজেলা প্রশাসন
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো
বাংলাদেশের প্রশাসন দুটি স্তরে বিভক্ত:
১. কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়)
-
দেশের সব প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়।
-
কেন্দ্রীয়ভাবে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে পুরো দেশে বাস্তবায়িত হয়।
২. মাঠ প্রশাসন
-
কেন্দ্রীয় প্রশাসনের নীতি বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের ব্যবস্থা গড়ে তোলা হয়।
-
মাঠ প্রশাসনের ধাপসমূহ:
-
বিভাগীয় প্রশাসন – প্রশাসনের সর্বোচ্চ স্থানীয় স্তর।
-
জেলা প্রশাসন – প্রতিটি জেলার প্রশাসন পরিচালনা করে।
-
উপজেলা প্রশাসন – জেলা প্রশাসনের অধীনে উপজেলা পর্যায়ের প্রশাসন।
-
-
উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায়ে নাগরিকদের নিকটবর্তী প্রশাসনিক কার্য সম্পাদন করে।
-
মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

0
Updated: 6 hours ago
২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে?
Created: 1 week ago
A
৫৪ বিলিয়ন ডলার
B
৬১ বিলিয়ন ডলার
C
৬৭ বিলিয়ন ডলার
D
৭১ বিলিয়ন ডলার
দেশে আমদানি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে।
- সব মিলিয়ে সোয়া ১৪ কোটি টন পণ্য আমদানি হয়েছে।
- এনবিআরের তথ্যভান্ডার অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, দেশীয় শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতিসহ দেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এ রকম অনেক পণ্য আমদানি হয়েছে।
উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ৬ হাজার ৫১৪ কোটি ডলারের পণ্য।

0
Updated: 1 week ago
বাংলাদেশের জাতীয় সংসদ কতো কক্ষবিশিষ্ট?
Created: 6 hours ago
A
দুই কক্ষবিশিষ্ট
B
তিন কক্ষবিশিষ্ট
C
এক কক্ষবিশিষ্ট
D
চার কক্ষবিশিষ্ট
বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ)
-
সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম।
-
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, যা এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
এর মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
-
-
বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।
-
প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন।
-
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
তবে মহিলা সদস্যরা চাইলে ৩০০ আসনের যে কোনো সাধারণ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
-
-
সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন।
-
তাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
-
সংসদের কার্যকাল ৫ বছর।
-
তবে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
-
-
অধিবেশন সংক্রান্ত নিয়ম:
-
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
-
কোরাম: মোট সদস্যের মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে অধিবেশন পরিচালনা সম্ভব।
-
-
নেতৃত্ব ও বিরোধী দল:
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা।
-
নির্বাচনে দ্বিতীয় স্থানে আসা দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-

0
Updated: 6 hours ago
বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম গুগল পে কার্যক্রম চালু করে?
Created: 6 days ago
A
এবি ব্যাংক
B
সিটি ব্যাংক
C
প্রাইম ব্যাংক
D
ব্র্যাক ব্যাংক
গুগল পে হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা পূর্বে গুগল ওয়ালেট নামে পরিচিত ছিল।
-
বাংলাদেশে এই ডিজিটাল সেবা ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।
-
গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা প্রদান করছে।
-
আপাতত গুগল পে সেবা সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ, তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এতে যুক্ত হতে পারে।
উৎস:

0
Updated: 6 days ago