A World of Three Zeros. বইয়ের লেখক কে?
A
ড. মুহাম্মদ ইউনুস
B
জামাল নজরুল ইসলাম
C
অমর্ত্য সেন
D
ফজলুর রহমান খান
উত্তরের বিবরণ
ড. মুহাম্মদ ইউনুস
-
জন্ম: ১৯৪০, বাথুয়া, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ
-
পেশা: ব্যাংকার, অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক
-
প্রধান অবদান:
-
ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
-
-
পুরস্কার ও সম্মাননা:
-
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার (মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক)
-
বিশ্ব খাদ্য পুরস্কার
-
দক্ষিণ এশিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে (Banker to the Poor)
-
-
অন্যান্য রচিত বই:
-
A World of Three Zeros
-
Creating a World of Unlimited Potential
-
Without Poverty
-
Super Happiness
-

0
Updated: 6 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসরণ করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয়?
Created: 1 day ago
A
১১১নং অনুচ্ছেদ
B
১০৬নং অনুচ্ছেদ
C
১১০নং অনুচ্ছেদ
D
১০৯নং অনুচ্ছেদ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের ১০৬ নং অনুচ্ছেদের প্রেক্ষিতে কার্যক্রম শুরু করে। এই অনুচ্ছেদ সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক ক্ষমতা সম্পর্কিত বিধান নির্ধারণ করে, যা রাষ্ট্রপতি আইনগত ও জনগুরুত্বপূর্ণ প্রশ্নে আদালতের মতামত গ্রহণের সুযোগ প্রদান করে।
-
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে।
-
১০৬ নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার
-
রাষ্ট্রপতির নিকট যদি এমন কোন প্রশ্ন উত্থাপিত হয় বা সম্ভাবনা দেখা দেয় যা জনগুরুত্বপূর্ণ, তাহলে তিনি তা আপীল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন।
-
আপীল বিভাগ নিজ বিবেচনায় উপযুক্ত শুনানি শেষে রাষ্ট্রপতিকে মতামত জ্ঞাপন করে।
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
১০৯ নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
১১০ নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১১১ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলকতা।
-

0
Updated: 1 day ago
বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত ব্যাংক কোনটি?
Created: 1 week ago
A
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
B
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
C
সীমান্ত ব্যাংক
D
ট্রাস্ট ব্যাংক পিএলসি
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC)
-
প্রতিষ্ঠা: ২০১৯ সালে
-
প্রতিষ্ঠাতা সংস্থা: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
-
ধরন: বাণিজ্যিক ব্যাংক
-
প্রধান কার্যালয়: ঢাকা
মূল উদ্দেশ্য
দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান।
প্রধান সেবা ক্ষেত্র
-
ডিজিটাল ব্যাংকিং
-
কর্পোরেট ব্যাংকিং
-
এসএমই ব্যাংকিং
-
রিটেইল ব্যাংকিং
প্রধান পণ্য ও সেবা
-
সঞ্চয়ী হিসাব
-
চলতি হিসাব
-
ঋণ সুবিধা
-
আন্তর্জাতিক লেনদেন
-
মোবাইল ব্যাংকিং
-
ইন্টারনেট ব্যাংকিং
অন্য ব্যাংকসমূহ
-
ট্রাস্ট ব্যাংক পিএলসি: বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫ অনুসারে সৃষ্ট সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত ব্যাংক
-
সীমান্ত ব্যাংক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 3 weeks ago
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago