’শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
A
ঢাকা সেনানিবাস
B
বঙ্গভবন
C
সোহরাওয়ার্দী উদ্যানে
D
গণভবন
উত্তরের বিবরণ
শিখা চিরন্তন
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালের ২৬শে মার্চ
-
অবস্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
-
উদ্দেশ্য: মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চিরজাগ্রত রাখা
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান এখানে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন
-
১৬ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে
-
-
উল্লেখযোগ্যতা: বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে স্থাপিত

0
Updated: 6 hours ago
ECOSOC প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
Created: 3 days ago
A
১৮টি
B
২১টি
C
২২টি
D
২৯টি
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা, যা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে নীতি নির্ধারণ ও সদস্যদের আলোচনার কেন্দ্রবিন্দু।
-
মূল ভূমিকা:
-
টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার কেন্দ্র।
-
জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১–৭২ নং অনুচ্ছেদ) এ ECOSOC-এর কার্যক্রম বর্ণিত।
-
-
সদস্যপদ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি
-
বর্তমান সদস্য: ৫৪টি
-
সদস্য নির্বাচনের নিয়ম: প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়।
-
-
অধিবেশন: বছরে কমপক্ষে দুইবার অনুষ্ঠিত হয় নিউইয়র্ক বা জেনেভায়।
-
বাংলাদেশের সদস্যপদ:
-
২০২৫–২০২৭ মেয়াদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে।
-
১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়।
-

0
Updated: 3 days ago
রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ (Fourth Estate) কাকে বলা হয়?
Created: 1 week ago
A
রাজনীতি
B
বুদ্ধিজীবী
C
সংবাদ মাধ্যম
D
যুবশক্তি
-
সংবাদমাধ্যম বা গণমাধ্যম সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রহরীর ভূমিকা পালন করে। এই কারণে আইন, শাসন ও বিচার বিভাগের পর এটিকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যম:
-
স্বাধীন সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এডমন্ড বার্ক (Edmund Burke) প্রথম সংবাদপত্রকে "ফোর্থ এস্টেট" বা চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
-
তিনি ১৭৮৭ সালে হাউস অফ কমন্সে বিতর্কের সময় এই শব্দটি ব্যবহার করেন।
-
গণমাধ্যম যখন স্বাধীন থাকে, তখন এটি প্রকৃতপক্ষে জনগণের পক্ষে কথা বলতে পারে এবং সত্য প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের তিনটি স্তম্ভের ওপর নজরদারি রাখতে সক্ষম হয়।
-
গণমাধ্যমকে যদি কোনোভাবে দমন করা হয়, তখন সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা হ্রাস পায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

0
Updated: 1 week ago
মোট কতটি দেশের অনুমোদন নিয়ে IMF প্রতিষ্ঠিত হয়?
Created: 3 days ago
A
২৯টি
B
৩২টি
C
৪২টি
D
৪৪টি
IMF (International Monetary Fund / আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: The International Monetary Fund (IMF)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
প্রাথমিক অনুমোদিত দেশ: ২৯টি
-
বর্তমান সদস্য: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও চীনা ইউয়ান)
IMF-এর প্রধান কাজ:
-
অর্থনৈতিক স্থিতিশীলতা: সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
ঋণ ও সহায়তা প্রদান: কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান।
-
পরামর্শ ও গবেষণা: সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে নীতি প্রণয়নে পরামর্শ দেওয়া এবং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদান।
-
মুদ্রা বিনিময় ও মানের স্থিতিশীলতা: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে সহায়তা।
-
Special Drawing Rights (SDR): সংকটকালীন সময়ে আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের জন্য সদস্য দেশগুলোকে SDR প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা।

0
Updated: 3 days ago