জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
A
১৫ জন
B
৫ জন
C
২০ জন
D
১২ জন
উত্তরের বিবরণ
জেলা পরিষদ
-
প্রবর্তন: বাংলাদেশ সরকার ৬ জুলাই ২০০০ সালে জেলা পরিষদ আইন ২০০০ প্রবর্তন করে।
-
ব্যাপ্তি: খাগড়াছড়ি পার্বত্য জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য জেলায় জেলা পরিষদ গঠন।
-
গঠন:
-
একজন চেয়ারম্যান
-
১৫ জন সদস্য
-
সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য
-
-
কার্যকাল: ৫ বছর
-
মূল দায়িত্ব:
-
জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনা
-
পাঠাগার ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ
-
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন
-
উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা
-

0
Updated: 6 hours ago
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়ার নাম কী? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
রোয়ারিং টাইগার ২০২৫
B
টাইগার লাইটনিং ২০২৫
C
প্যাসিফিক ব্লু অ্যাঞ্জেল ২০২৫
D
রোয়ার লাইটনিং ২০২৫
টাইগার লাইটনিং-২০২৫
-
পরিচিতি:
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ছয় দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার নাম ‘টাইগার লাইটনিং-২০২৫’। -
সময় ও স্থান:
এই মহড়া অনুষ্ঠিত হয় ২৫–৩০ জুলাই ২০২৫। -
তত্ত্বাবধান:
বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড যৌথভাবে তত্ত্বাবধান করে। -
অংশগ্রহণকারী:
-
বাংলাদেশ সেনাবাহিনী: ১০০ জন সদস্য (প্যারা কমান্ডো ব্রিগেড)।
-
যুক্তরাষ্ট্র: ৬৬ জন সদস্য (নেভাডা ন্যাশনাল গার্ড)।
-
উদ্দেশ্য ও গুরুত্ব
-
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও শক্তিশালী করা।
-
প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত।
-
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং সামরিক প্রস্তুতি জোরদার করাই এই মহড়ার মূল লক্ষ্য।
উৎস: প্রথম আলো

0
Updated: 1 week ago
সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কোন সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয়?
Created: 1 day ago
A
রাষ্ট্রপতি শাসিত সরকার
B
সংসদীয় সরকার ব্যবস্থা
C
অন্তর্বর্তীকালীন সরকার
D
সামরিক সরকার
দ্বাদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়, যা দেশের সরকার ব্যবস্থা পুনরায় সংসদীয় কাঠামোয় ফিরিয়ে আনে। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও প্রধান নির্বাহীর ভূমিকা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় এবং গণতান্ত্রিক কাঠামোকে আরও দৃঢ় করা হয়।
-
দ্বাদশ সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
-
এর মাধ্যমে সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২, ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক ও ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
-
সংশোধনীর মূল বিষয়বস্তু:
-
সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন; রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান,
-
প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ।
-
-
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জাতীয় সংসদের সদস্যদের ভোটে।
-
সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুসারে স্থানীয় সরকার কাঠামোয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা দেশে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় করে।

0
Updated: 1 day ago
সরকারি বিল কারা উত্থাপন করে?
Created: 1 day ago
A
সাধারণ সংসদ সদস্য
B
বিরোধী দলের নেতা
C
স্পিকার
D
মন্ত্রীরা
বিল (Bill) সংক্রান্ত তথ্য:
-
সংজ্ঞা:
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে যে কোনো প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
-
বিলের প্রকার:
-
সরকারি বিল
-
বেসরকারি বিল
-
-
সরকারি বিল:
-
সরকারি বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় প্রয়োজন।
-
-
বেসরকারি বিল:
-
সাধারণ সংসদ সদস্যরা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-

0
Updated: 1 day ago