জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
A
১৫ জন
B
৫ জন
C
২০ জন
D
১২ জন
উত্তরের বিবরণ
জেলা পরিষদ
-
প্রবর্তন: বাংলাদেশ সরকার ৬ জুলাই ২০০০ সালে জেলা পরিষদ আইন ২০০০ প্রবর্তন করে।
-
ব্যাপ্তি: খাগড়াছড়ি পার্বত্য জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য জেলায় জেলা পরিষদ গঠন।
-
গঠন:
-
একজন চেয়ারম্যান
-
১৫ জন সদস্য
-
সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য
-
-
কার্যকাল: ৫ বছর
-
মূল দায়িত্ব:
-
জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনা
-
পাঠাগার ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ
-
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন
-
উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা
-
0
Updated: 1 month ago
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুসারে পিতা-মাতার ভরণ-পোষণ না করলে অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে কত মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে?
Created: 1 month ago
A
৩ মাস
B
৫ মাস
C
২ মাস
D
৬ মাস
পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ সন্তানের মাধ্যমে পিতা-মাতা তথা পরিবারের প্রবীণ সদস্যদের ভরণ-পোষণ নিশ্চিত করার জন্য প্রণীত।
-
আইনটি প্রণয়ন করা হয় ২০১৩ সালে, যার উদ্দেশ্য হলো সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা।
-
ধারা ৩ অনুযায়ী, প্রত্যেক সন্তান তার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে বাধ্য।
-
ধারা ৪ অনুযায়ী,
-
পিতার অবর্তমানে সন্তানকে দাদা-দাদীর ভরণ-পোষণ করতে হবে,
-
মাতার অবর্তমানে সন্তানকে নানা-নানীর ভরণ-পোষণ করতে হবে,
এবং এই ভরণ-পোষণ পিতা-মাতার ভরণ-পোষণের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।
-
-
ধারা ৫ অনুযায়ী, ভরণ-পোষণ না করলে শাস্তির বিধান রয়েছে—
-
ধারা ৩ বা ৪ এর বিধান লঙ্ঘন অপরাধ হিসেবে গণ্য হবে।
-
এর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে।
-
অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড দেওয়া হবে।
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি নির্বাহী বিভাগের অংশ নয়?
Created: 1 month ago
A
মন্ত্রিপরিষদ
B
প্রধানমন্ত্রী
C
প্রধান বিচারপতি
D
রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকারের কাঠামো তিনটি প্রধান বিভাগে বিভক্ত, যেখানে প্রতিটি বিভাগ রাষ্ট্র পরিচালনার নির্দিষ্ট দায়িত্ব পালন করে। এর মধ্যে প্রধান বিচারপতি বিচার বিভাগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
নির্বাহী বিভাগকে শাসনবিভাগও বলা হয়। এটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে।
-
আইন বিভাগ আইন প্রণয়ন ও সংশোধনের কাজ করে থাকে। এ দায়িত্ব সাধারণত জাতীয় সংসদ পালন করে।
-
বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এটি সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। এর নেতৃত্বে থাকেন প্রধান বিচারপতি।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা কোনটি?
Created: 1 month ago
A
বিশ্বব্যাংক
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বাংলাদেশ উন্নয়ন ফোরাম
D
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
BDF:
- BDF-এর পূর্ণরূপ- Bangladesh Development Forum.
- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম ১৯৭৪ সালে গঠিত হয়।
- তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
- বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে।
উৎস: i) প্রথম আলো।
ii) Economic Relations Division ওয়েবসাইট।
0
Updated: 1 month ago