কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
A
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
B
হামিদুজ্জামান খান
C
গোপাল চন্দ্র পাল
D
হামিদুর রহমান
উত্তরের বিবরণ
শহীদ মিনার
-
উদ্দেশ্য: শহীদদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভ।
-
প্রেক্ষাপট: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে।
-
প্রাথমিক নির্মাণ: ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে।
-
সংশ্লিষ্ট ব্যক্তি ও উদ্যোগ:
-
শেরেবাংলা এ.কে. ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে একুশে ফেব্রুয়ারি উদযাপন নিশ্চিত করেন।
-
বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতি।
-
নভেম্বর ১৯৫৭ সালে হামিদুর রহমান ও নোভেরা আহমেদ তত্ত্বাবধানে সংশোধিত আকারে নির্মাণ শুরু।
-
-
উদ্বোধন: ১৯৬৩ সালের ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক।
-
স্থান: ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখভাগের বিস্তৃত এলাকা।

0
Updated: 6 hours ago
নবযুগ তেভাগা খামার কে প্রতিষ্ঠা করেন?
Created: 1 day ago
A
শামসুল আলম
B
ড. মুহাম্মদ ইউনূস
C
জাফরুল্লাহ চৌধুরী
D
আবদুল লতিফ সিদ্দিকী
নবযুগ তেভাগা খামার
-
প্রতিষ্ঠাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠাবর্ষ: ১৯৭৪।
-
প্রকল্পের উদ্দেশ্য: সমাজের নিম্নবিত্ত কৃষকদের জন্য ব্যাংকঋণ ও আধুনিক খামার ব্যবস্থার প্রবর্তন।
-
প্রাথমিক গবেষণা: ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় জোবরা ও সংলগ্ন গ্রামে মাঠ গবেষণা চালান, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন নিম্নবিত্ত কৃষকদের ঋণ গ্রহণের সম্ভাব্যতা।
-
খামারের তেভাগা পদ্ধতি:
-
জমির মালিক: ফসলের ১/৩ অংশ পান।
-
বীজ ও সার প্রদানকারী: ১/৩ অংশ পান।
-
চাষ, পানি ও অন্যান্য শ্রম দানকারী: ১/৩ অংশ পান।
-
-
পরবর্তী অবস্থা: সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় এই খামার অধিগ্রহণ করে।

0
Updated: 1 day ago
‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করা বাংলাদেশি-
Created: 6 days ago
A
ইকরামুল হাসান শাকিল
B
এম এ মুহিত
C
বাবর আলী
D
সৌকত রেজা চৌধুরি
ইকরামুল হাসান শাকিল বাংলাদেশের একজন প্রতিভাবান পর্বতারোহী, যিনি কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
-
তিনি ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টে পৌঁছেছেন।
-
তার এভারেস্ট জয় ২০২৫ সালের ১৯ মে সম্পন্ন হয়।
-
মাত্র ৯০ দিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল অতিক্রম করে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন এবং ২৯,০৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া জয় করেন।
-
এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, যার অর্থ সমুদ্র থেকে শৃঙ্গ।
-
শাকিলের ‘সি টু সামিট’ অভিযান শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, কক্সবাজার থেকে।
-
এ অভিযানে তিনি সবচেয়ে কম সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ডও গড়েছেন।
উৎস:

0
Updated: 6 days ago
ভাষা শহিদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
Created: 4 days ago
A
রাষ্ট্রবিজ্ঞান
B
বাংলা
C
অর্থনীতি
D
ইতিহাস
শহীদ আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম.এ. ক্লাসের ছাত্র।
-
তিনি ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ভারত বিভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় আসেন।
-
১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং এম.এ. শেষ পর্বে ভর্তি হন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র-জনতার উপর পুলিশের গুলিবর্ষণে তিনি গুলিবিদ্ধ হন।
-
এই ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন এবং ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ শহীদ হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।
সূত্র:

0
Updated: 4 days ago