বাংলাদেশের জাতীয় সংসদের ১নং সংসদীয় আসন কোন জেলায় অবস্থিত?
A
পঞ্চগড়-১
B
গাইবান্ধা-১
C
নড়াইল-১
D
রংপুর-১
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় সংসদের আসনসংক্রান্ত তথ্য
-
মোট আসন: ৩৫০ টি
-
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন: ৩০০ টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০ টি
-
-
১নং আসন: পঞ্চগড়-১
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি: প্রতিটি জেলায় মাত্র একটি সংসদীয় আসন
-
৩০০নং আসন: বান্দরবান
-

0
Updated: 6 hours ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা সবচেয়ে কম? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
চট্টগ্রাম
B
বরিশাল
C
রংপুর
D
সিলেট
জনশুমারি ও গৃহগণনা, ২০২২
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে বাস করে (৬০.০৪%)।
-
উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
-
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা:
-
চাকমা: ৪,৮৩,৩৬৫
-
মারমা: ২,২৪,২৯৯
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০
-
সাঁওতাল: ১,২৯,০৫৬
-
ওরাওঁ: ৮৫,৮৫৮
-
গারো: ৭৬,৮৫৪

0
Updated: 1 week ago
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
Created: 1 week ago
A
SEC
B
ΒΕΡΖΑ
C
IDRA
D
ΒΕΖΑ
BEPZA (Bangladesh Export Processing Zone Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
-
ধরন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা
মূল দায়িত্ব ও কার্যক্রম:
-
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) ও শিল্পনগরীর তদারকি
-
দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ
-
বিপুল কর্মসংস্থান সৃষ্টি
-
রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন
-
প্রযুক্তি আহরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান
প্রতিষ্ঠা:
-
বেপজা আইন ১৯৮০ (আইন নং-৩৬) অনুযায়ী গঠিত
-
১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠা
উদ্দেশ্য:
-
শিল্প খাতের দ্রুত বিকাশ
-
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন
-
সরকারের শিল্পনীতি ও রপ্তানি নীতির বাস্তবায়ন
উৎস: BEPZA ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
Created: 1 month ago
A
৭ মার্চ ১৯৭৩
B
৫ মার্চ ১৯৭৩
C
৬ এপ্রিল ১৯৭৩
D
১১ এপ্রিল ১৯৭৩
প্রথম জাতীয় সংসদ নির্বাচন
-
১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
এই নির্বাচন হয় ৭ই মার্চ, ১৯৭৩ সালে।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গঠিত মুজিবনগর সরকার দেশের নেতৃত্ব দিয়েছিলো। এরপরই সরকার গঠনের জন্য এই নির্বাচন করা হয়।
-
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন শুরু করেন।
-
দেশের জন্য একটি সংবিধান প্রণয়নের গুরুত্ব তখন বিশেষ হয়ে উঠে।
-
মাত্র নয় মাসের মধ্যে ১৯৭২ সালের ডিসেম্বরে দেশের সংবিধান গৃহীত হয়।
-
বিচারপতি এম ইদ্রিসকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়।
-
এরপর নতুন সংবিধানের আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়।
নির্বাচন পরিচালনা
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ৭ই মার্চ, ১৯৭৩ তারিখে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
মোট ৩০০ আসনের জন্য ১৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
-
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সূত্র: বাংলাপিডিয়া, পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago