নিচের কোনটি স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
A
বিভাগীয় প্রশাসন
B
জেলা প্রশাসন
C
উপজেলা প্রশাসন
D
জেলা পরিষদ
উত্তরের বিবরণ
স্থানীয় প্রশাসন (Local Administration) – বাংলাদেশ
১. সংজ্ঞা
স্থানীয় শাসন বলতে সাধারণত স্থানীয় পর্যায়ের প্রশাসন বোঝানো হয়, যা বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে কার্যকর হয়।
-
মূল উদ্দেশ্য: প্রশাসনের সুবিধার্থে কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্নস্তর পর্যন্ত নেওয়া।
-
মুখ্য কাজ: আইনশৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন।
-
এই ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
২. স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত নয়
-
জেলা পরিষদ স্থানীয় প্রশাসনের অংশ নয়।
-
এটি একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা স্থানীয় সরকার হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Poverty Strategic Revenue Plan
B
Poverty Elimination Strategic Paper
C
Poverty Reduction Strategy Paper
D
Poverty Strategic Document Paper
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নিম্ন আয়ের দেশগুলোর অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার রূপরেখা বা দলিল।
PRSP সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: Poverty Reduction Strategy Paper (PRSP)
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তবর্তীকালীন পিআরএসপি (iPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
-
PRSP-এর মাধ্যমে দারিদ্র্য হ্রাসের জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা পরিচালনা করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
Created: 1 month ago
A
কুর্ট ওয়াল্ডহেইম
B
উ থান্ট
C
ড. বুট্রোস বুট্রোস ঘালি
D
ট্রিগভেলী
বাংলাদেশ ও জাতিসংঘ
-
সম্পর্কের সূচনা: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে।
-
মহাসচিব: বাংলাদেশের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কুর্ট ওয়াল্ডহেইম।
গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ:
-
১৯৭১ সালের এপ্রিল:
-
ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের অনুরোধ করে।
-
তৎকালীন মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন।
-
উ থান্ত মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যাকে মানব ইতিহাসের অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।
-
-
১৯৭২ সালের আগস্ট:
-
৮ আগস্ট: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ আবেদনের জন্য আবেদন জমা দেয়।
-
১১ আগস্ট: নিরাপত্তা পরিষদে বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত।
-
২৩ আগস্ট: সদস্যপদ প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয় (যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লাভিয়ার সমর্থন)।
-
২৫ আগস্ট: চীনের ভেটোর কারণে তখন বাংলাদেশ সদস্যপদ পায়নি।
-
-
১৯৭৪ সালের জুন:
-
পুনরায় আবেদন করা হয়।
-
১০ জুন: নিরাপত্তা পরিষদে সদস্যপদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়; চীন ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকে।
-
১৭ সেপ্টেম্বর: জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের সদস্যপদ অনুমোদন করে।
-
ফলাফল: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
-
মহাসচিব সংক্রান্ত তথ্য:
-
উ থান্ত (১৯৬১-১৯৭১): মুক্তিযুদ্ধ চলাকালীন দায়িত্বে।
-
কুর্ট ওয়াল্ডহেইম (১৯৭২-১৯৮১): বাংলাদেশের সদস্যপদ লাভের সময় দায়িত্বে।
0
Updated: 1 month ago
সংবিধান রচনার জন্য তৎকালীন রাষ্ট্রপতি কত তারিখে 'বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন?
Created: 1 month ago
A
২৩ মার্চ, ১৯৭২
B
২৪ মার্চ, ১৯৭২
C
১০ এপ্রিল, ১৯৭২
D
১৭ এপ্রিল, ১৯৭২
১৯৭২ সালে বাংলাদেশে সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ২৩ মার্চ ১৯৭২ তারিখে ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন, যা সংবিধান রচনার আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করে। এই আদেশ অনুযায়ী, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ১ মার্চ পর্যন্ত নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ৪০৩ জন, এবং সংবিধান প্রণয়নই ছিল গণপরিষদের একমাত্র লক্ষ্য।
-
স্বাধীনতা লাভের মাত্র ১১৬ দিন পর, ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
-
প্রথম দিন গণপরিষদের প্রথম স্পিকার আবদুল হামিদের মৃত্যুতে মোহাম্মদ উল্লাহ স্পিকার নির্বাচিত হন।
-
দ্বিতীয় দিনে আইন ও সংসদ বিষয়কমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যবিশিষ্ট ‘খসড়া সংবিধান প্রণয়ন কমিটি’ গঠন করা হয়।
-
কমিটিকে ১৯৭২ সালের ১০ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
-
কমিটি প্রথম বৈঠক করে ১৭ এপ্রিল ১৯৭২ সালে এবং মোট ৭৪টি বৈঠকে মিলিত হয়।
-
১০ জুন ১৯৭২ সালে কমিটির শেষ বৈঠকে সংবিধানের প্রাথমিক খসড়া অনুমোদন করা হয়।
-
১১ অক্টোবর ১৯৭২ সালে কমিটি সর্বশেষ আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্তভাবে গৃহীত করে।
-
১৩ অক্টোবর গণপরিষদ কিছু সংশোধনীসহ এই খসড়া সংবিধানের বিধিমালা গৃহীত করে।
-
১২ অক্টোবর ১৯৭২ তারিখে সভাপতি কামাল হোসেন ‘সংবিধান বিল’ গণপরিষদে উত্থাপন করেন।
উৎস:
0
Updated: 1 month ago