সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে বিচারক নিয়োগ দেয়—
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
আইনমন্ত্রী
D
অ্যাটর্নি জেনারেল
উত্তরের বিবরণ
সুপ্রিম কোর্ট (Supreme Court) – বাংলাদেশ
বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট।
১. বিভাগসমূহ
সুপ্রিম কোর্টের দুটি বিভাগ আছে:
-
আপিল বিভাগ
-
হাইকোর্ট বিভাগ
২. প্রধান বিচারপতি ও বিচারক
-
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।
-
প্রতিটি বিভাগের জন্য যতজন বিচারক প্রয়োজন, তারা সুপ্রিম কোর্টে নিযুক্ত হন।
-
প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি দুই বিভাগের অন্যান্য বিচারক নিয়োগ দেন।
-
বিচারকরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন।
৩. যোগ্যতা ও শর্তাবলী
-
সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলাদেশে বিচার বিভাগীয় পদে ১০ বছর বিচারক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
-
বিচারকগণ ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তাদের পদে কর্মরত থাকতে পারেন।

0
Updated: 6 hours ago
জনসংখ্যা নীতি ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় কতজন মানুষ বাস করে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
৯৯৯ জন
B
১,০১১ জন
C
১,১১৯ জন
D
১,২১১ জন
বাংলাদেশের জনসংখ্যা নীতি ২০২৫
-
জনসংখ্যা নীতি হলো একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণের জন্য দিকনির্দেশনা।
-
নীতি প্রণয়ন করা হয় দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে।
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক।
মূল তথ্যসমূহ:
-
প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন মানুষ বাস করে।
-
মোট প্রজনন হার (TFR) ২.৩।
-
শিশুমৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে ৩১।
-
মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৩৫।
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর ৩.৬৪ শতাংশ বেকার।

0
Updated: 1 week ago
’ছোট সোনামসজিদ’ কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
নওঁগা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বাগেরহাট
D
নাটোর
ছোট সোনামসজিদকে প্রায়শই ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ হিসেবে আখ্যায়িত করা হয়। এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
প্রধান প্রবেশপথের উপরিভাগে একটি শিলালিপি আছে, যার মাধ্যমে জানা যায় মসজিদটি মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক নির্মিত। শিলালিপিতে সঠিক নির্মাণ তারিখের অক্ষরগুলো মুছে গেছে।
-
শিলালিপিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর নামের উল্লেখ থাকায় বোঝা যায় এটি তাঁর রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।
-
মসজিদটি বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশে অবস্থিত।
-
মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে।
-
গেষ্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি রাস্তা গেছে, যা মনে হয় প্রাচীনকালের কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতের মূল শহরকে সংযুক্ত করত।
-
ছোট সোনামসজিদ শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এ অবস্থিত।
উৎস:

0
Updated: 6 days ago
অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরের বাইরে নেতৃত্ব দেন কে?
Created: 4 days ago
A
জেনারেল খাদিম হোসেন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি
C
জেনারেল রাও ফরমান আলী
D
জেনারেল টিক্কা খান
অপারেশন সার্চলাইট
-
সংজ্ঞা ও উদ্দেশ্য: অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত সশস্ত্র অভিযান, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমন করা।
-
পরিচালনার সময়কাল: অভিযান শুরু হয় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে এবং মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে বিস্তৃত হয়।
-
মূল সময়সূচি ও নেতৃত্ব:
-
মূল পরিকল্পনা অনুসারে অভিযান শুরু হওয়ার সময় ছিল ২৬ মার্চ রাত ১টা।
-
ঢাকায় অভিযানে নেতৃত্ব দেন জেনারেল রাও ফরমান আলী।
-
ঢাকার বাইরের অঞ্চলে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।
-
সূত্র:

0
Updated: 4 days ago