সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে বিচারক নিয়োগ দেয়—
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
আইনমন্ত্রী
D
অ্যাটর্নি জেনারেল
উত্তরের বিবরণ
সুপ্রিম কোর্ট (Supreme Court) – বাংলাদেশ
বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট।
১. বিভাগসমূহ
সুপ্রিম কোর্টের দুটি বিভাগ আছে:
-
আপিল বিভাগ
-
হাইকোর্ট বিভাগ
২. প্রধান বিচারপতি ও বিচারক
-
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।
-
প্রতিটি বিভাগের জন্য যতজন বিচারক প্রয়োজন, তারা সুপ্রিম কোর্টে নিযুক্ত হন।
-
প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি দুই বিভাগের অন্যান্য বিচারক নিয়োগ দেন।
-
বিচারকরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন।
৩. যোগ্যতা ও শর্তাবলী
-
সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলাদেশে বিচার বিভাগীয় পদে ১০ বছর বিচারক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
-
বিচারকগণ ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তাদের পদে কর্মরত থাকতে পারেন।
0
Updated: 1 month ago
‘ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা’ সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ - ১২৪
B
অনুচ্ছেদ - ১২১
C
অনুচ্ছেদ - ১২৩
D
অনুচ্ছেদ - ১২২
বাংলাদেশের সংবিধান ভোটার-তালিকায় নামভুক্তি ও নির্বাচনী যোগ্যতার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের নির্বাচনী অধিকার নিশ্চিত করা হয়।
-
অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
-
সংসদের নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
-
কোন ব্যক্তি ভোটার-তালিকায় অন্তর্ভুক্ত হবেন যদি:
-
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন,
-
(খ) তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হয়,
-
(গ) কোন যোগ্য আদালত তাঁকে অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষণা না করে,
-
(ঘ) তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা সেই এলাকার অধিবাসী বিবেচিত হন,
-
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (দালাল আইন) অনুযায়ী কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
-
অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময় নির্ধারণ।
-
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কিত সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
রাঙ্গামাটি
B
ময়মনসিংহ
C
নেত্রকোণা
D
চট্টগ্রাম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর রাঙ্গামাটি শহরের ভেদভেদি এলাকায় অবস্থিত এবং এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রতিষ্ঠিত। জাদুঘরটি পার্বত্য অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সমৃদ্ধ নিদর্শন প্রদর্শন করে।
-
অবস্থান: রাঙ্গামাটি শহর, ভেদভেদি।
-
সংস্থাপন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অভ্যন্তরে।
-
প্রদর্শনী: পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতিদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন।
-
প্রভাব: জাদুঘরের প্রদর্শনীগুলি যেকেউ সহজে মুগ্ধ হতে পারে।
-
অতিরিক্ত সুবিধা: জাদুঘরের অভ্যন্তরে রয়েছে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।
-
ভবন স্থাপত্য: অনন্য আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত।
0
Updated: 1 month ago
শহিদ আসাদ দিবস কোনটি?
Created: 1 month ago
A
১৯ জানুয়ারি
B
২০ জানুয়ারি
C
২৬ জানুয়ারি
D
১৪ জানুয়ারি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহিদ আসাদ একটি গুরুত্বপূর্ণ নাম। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল এবং আন্দোলনের গতি ত্বরান্বিত করেছিল। এই দিনটি স্মরণে প্রতিবছর শহিদ আসাদ দিবস পালিত হয়।
-
২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস পালন করা হয়।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে শহীদ হন।
-
সেদিন ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়।
-
শহিদ আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।
0
Updated: 1 month ago