বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট?
A
পাঁচ
B
দুই
C
চার
D
এক
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো
বাংলাদেশের প্রশাসন দুই স্তরে বিভক্ত: কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন।
১. কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়)
-
দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়।
-
কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারাদেশে বাস্তবায়িত হয়।
২. মাঠ প্রশাসন
মাঠ প্রশাসন মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
-
প্রথম ধাপ: বিভাগীয় প্রশাসন
-
দ্বিতীয় ধাপ: জেলা প্রশাসন
-
তৃতীয় ধাপ: উপজেলা প্রশাসন
-
উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত, জনগণের নিকট প্রশাসনিক সেবা পৌঁছে দেয়।
-

0
Updated: 6 hours ago
কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
Created: 1 day ago
A
১০৩নং অনুচ্ছেদ
B
১০২নং অনুচ্ছেদ
C
১০৫নং অনুচ্ছেদ
D
১০৪নং অনুচ্ছেদ
মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ সংবিধান হাইকোর্টকে মামলা গ্রহণ ও আদেশ দেওয়ার ক্ষমতা প্রদান করেছে, যা সংবিধানের ১০২নং অনুচ্ছেদের মাধ্যমে প্রযোজ্য। এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সংবিধানিক উপায়।
প্রধান তথ্যগুলো হলো:
-
মৌলিক অধিকার বলবৎকরণ:
-
৪৪(১) নং অনুচ্ছেদ: এই অনুচ্ছেদের অধীনে প্রদত্ত অধিকারসমূহ রক্ষা করার জন্য হাইকোর্টে মামলা দায়েরের অধিকার নিশ্চিত করা হয়েছে।
-
৪৪(২) নং অনুচ্ছেদ: হাইকোর্টের ক্ষমতা ক্ষুণ্ণ না করে সংসদ আইন দ্বারা অন্য আদালতকে হাইকোর্টের এখতিয়ার সীমার মধ্যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা প্রদান করা যেতে পারে।
-
-
অনুচ্ছেদ ১০২: সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের অধীনে হাইকোর্টে মামলা বা রিট দায়ের করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
অন্য সংবিধানিক বিধানসমূহ:
-
১০৩: আপীল বিভাগের এখতিয়ার
-
১০৪: আপীল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ
-
১০৫: আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা

0
Updated: 1 day ago
'Exercise Tiger Lightning 2025' কী?
Created: 1 day ago
A
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া
B
বাংলাদেশ সেনা বাহিনীর বার্ষিক মহড়া
C
বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়া
D
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
Exercise Tiger Lightning 2025 হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া, যা পারস্পরিক সামরিক সহযোগিতা ও যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রধান তথ্যগুলো হলো:
-
আয়োজনকারী: বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড (United States Army Pacific Command-এর তত্ত্বাবধানে)।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেড।
-
অংশগ্রহণকারীরা:
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৬৬ জন নেভাডা ন্যাশনাল গার্ড সদস্য
-
বাংলাদেশ: ১০০ জন প্যারা কমান্ডো ব্রিগেড সদস্য
-
-
সময়কাল: ২৫ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত ৬ দিন
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন
-
সামরিক প্রস্তুতি জোরদার করা
-

0
Updated: 1 day ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ জেলা -
Created: 12 hours ago
A
রংপুর
B
ঝিনাইদহ
C
ঠাকুরগাঁও
D
দিনাজপুর
শীর্ষ জেলা (কৃষি উৎপাদন অনুযায়ী):
-
ধান উৎপাদনে শীর্ষ: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ: ঠাকুরগাঁও
-
ভূট্টা উৎপাদনে শীর্ষ: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ: ঝিনাইদহ
-
চা উৎপাদনে শীর্ষ: মৌলভীবাজার
-
তামাক উৎপাদনে শীর্ষ: কুষ্টিয়া
-
পাট উৎপাদনে শীর্ষ: ফরিদপুর
-
আলু উৎপাদনে শীর্ষ: রংপুর
তথ্যসূত্র:

0
Updated: 12 hours ago