বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট?
A
পাঁচ
B
দুই
C
চার
D
এক
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো
বাংলাদেশের প্রশাসন দুই স্তরে বিভক্ত: কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন।
১. কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়)
-
দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়।
-
কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারাদেশে বাস্তবায়িত হয়।
২. মাঠ প্রশাসন
মাঠ প্রশাসন মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
-
প্রথম ধাপ: বিভাগীয় প্রশাসন
-
দ্বিতীয় ধাপ: জেলা প্রশাসন
-
তৃতীয় ধাপ: উপজেলা প্রশাসন
-
উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত, জনগণের নিকট প্রশাসনিক সেবা পৌঁছে দেয়।
-
0
Updated: 1 month ago
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন কে? [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
রাবাব ফাতিমা
B
খলিলুর রহমান
C
মো. আহসান হাবীব
D
জামিলুর রেজা চৌধুরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে মনোনীত হয়েছেন, যেখানে তিনি পরিবেশ রসায়নবিদ হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্যানেল: জাতিসংঘের ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার, মোট ২১ জন সদস্য।
-
কার্যক্রম: পারমাণবিক যুদ্ধ ও দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবন।
-
অধ্যাপক আহসান হাবীবের অবদান:
-
২০২৪ সাল থেকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য।
-
গবেষণার ক্ষেত্র: মৌলিক ও পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতু প্রভাব, ধূলিকণা ইত্যাদি।
-
প্রকাশিত গবেষণা প্রবন্ধ: ৮১টি, জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে।
-
0
Updated: 1 month ago
’ছোট সোনামসজিদ’ কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নওঁগা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বাগেরহাট
D
নাটোর
ছোট সোনামসজিদকে প্রায়শই ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ হিসেবে আখ্যায়িত করা হয়। এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
প্রধান প্রবেশপথের উপরিভাগে একটি শিলালিপি আছে, যার মাধ্যমে জানা যায় মসজিদটি মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক নির্মিত। শিলালিপিতে সঠিক নির্মাণ তারিখের অক্ষরগুলো মুছে গেছে।
-
শিলালিপিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর নামের উল্লেখ থাকায় বোঝা যায় এটি তাঁর রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।
-
মসজিদটি বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশে অবস্থিত।
-
মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে।
-
গেষ্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি রাস্তা গেছে, যা মনে হয় প্রাচীনকালের কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতের মূল শহরকে সংযুক্ত করত।
-
ছোট সোনামসজিদ শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এ অবস্থিত।
উৎস:
0
Updated: 1 month ago
২০২৫ সালে ’স্বাধীনতা পুরস্কার’ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে লাভ করেন কে?
Created: 1 month ago
A
অধ্যাপক জামাল নজরুল ইসলাম
B
বদরুদ্দীন মোহাম্মদ উমর
C
মোহাম্মদ মাহবুবুল হক খান
D
স্যার ফজলে হাসান আবেদ
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা প্রতিবছর স্বাধীনতা দিবসে প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানকে স্মরণ ও সম্মান জানানো হয়েছে।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখ করা যায় যে—
-
স্বাধীনতা পদক হলো বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
-
এই পদক ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রদান করা হচ্ছে।
-
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
উৎস:
0
Updated: 1 month ago