'কবর' নাটক কার রচনা?
A
শহীদুল্লাহ কায়সার
B
জহির রায়হান
C
মুনীর চৌধুরী
D
সত্যেন সেন
উত্তরের বিবরণ
বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিকী নাটক হিসেবে স্থান করে নিয়েছে মুনীর চৌধুরীর ‘কবর’। এটি মূলত রচিত হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উত্তাল পটভূমিতে।
লেখক নিজেই তখন কারাগারে বন্দি। সেই বন্দিদশায়, ১৯৫৩ সালে কারাগারে থাকা রাজবন্দিদের সহায়তায় প্রথম অভিনীত হয় এই নাটকটি। পরবর্তীতে ১৯৬৬ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
কাহিনির সারসংক্ষেপ
Irwin Shaw-এর বিখ্যাত নাটক "Bury The Dead" (১৯৩৬) অবলম্বনে দেশীয় প্রেক্ষাপটে ‘কবর’ নাটকটি নির্মিত। এতে দেখা যায়, ভাষা আন্দোলনের এক মিছিলে পুলিশের গুলিতে নিহতদের মৃতদেহ শহরের বাইরে গভীর রাতে গোপনে কবরস্থ করতে আনা হয়। এ কাজে নেতৃত্ব দেয় এক পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং তার সহযোগী এক নেতা, যার নাম নাটকে উল্লেখ করা হয়নি।
তবে মিছিলে নিহত এসব আন্দোলনকারীর মৃতদেহ এতটাই বিকৃত যে, ধর্মীয় প্রথা মেনে দাফন না করে তারা একত্রে মাটি চাপা দেওয়ার পরিকল্পনা করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়ায় গোর খোদক এবং এক পাগল, যিনি নিজেকে মুর্দা ফকির হিসেবে পরিচয় দেন। তিনি জানান, এ লাশগুলো শহীদের—তাদের কবর দেওয়া যাবে না। নাটকের এক মোক্ষম মুহূর্তে দেখা যায়, মৃতদেহগুলো জীবন্ত হয়ে দাঁড়িয়ে জানিয়ে দেয়: “আমরা কবরে যাব না।” এই দৃশ্য দেখে ইন্সপেক্টর ও নেতা দুজনেই আতঙ্কে পালিয়ে যায়।
নাট্যকার মুনীর চৌধুরী পরিচিতি
মুনীর চৌধুরী ছিলেন একাধারে শিক্ষাবিদ, বিশিষ্ট নাট্যকার, সাহিত্য সমালোচক ও বলিষ্ঠ বক্তা। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে। প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী মুনীর চৌধুরী বামপন্থী রাজনীতি ও সংস্কৃতি আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তাঁর মৌলিক নাটকসমূহ:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটকসমূহ:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'হপ্তপয়কর' কার রচনা?
Created: 3 weeks ago
A
সৈয়দ আলাওল
B
জৈনুদ্দিন
C
দীনবন্ধু মিত্র
D
অমিয় দেব
হপ্তপয়কর কাব্য
-
রচনা কাল: ‘হপ্তপয়কর’ কাব্যটি সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রচিত।
-
রচনা স্থান: এটি আরাকান রাজসভায় সৈয়দ আলাওল রচনা করেন।
-
বিষয়বস্তু: কাব্যটি মূলত রাজপুত্র বাহরামের সাতটি রাতের কাহিনী নিয়ে গঠিত। রাজপুত্র বাহরাম সাতরাত্রি ধরে সাতজন পরির কাছে সাতটি গল্প শুনেন।
-
সাহিত্যিক গুরুত্ব: পারসি ও বাংলা সাহিত্যের ইতিহাসে ‘হপ্তপয়কর’ একটি বিশেষ স্থান অধিকার করে।
সৈয়দ আলাওলের অন্যান্য বিখ্যাত সাহিত্যকর্ম
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহ্ফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল ইত্যাদি
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
Created: 1 month ago
A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
দামোদর বন্দ্যোপাধ্যায়
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
‘আধ্যাত্মিকা’ উপন্যাস এবং প্যারীচাঁদ মিত্র
‘আধ্যাত্মিকা’ একটি বাংলা উপন্যাস, যা লিখেছেন প্যারীচাঁদ মিত্র। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৮০ সালে।
প্যারীচাঁদ মিত্র
-
প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিপ্রেমী এবং ব্যবসায়ী।
-
তিনি ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘টেকচাঁদ ঠাকুর’।
-
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং বিখ্যাত শিক্ষক হেনরি ডিরোজিওর অধীনে পড়াশোনা করেন।
-
১৮৩৬ সালে তাঁর কর্মজীবন শুরু হয় কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে।
সাহিত্যিক অবদান:
-
প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাসের পথিকৃৎ বলা হয়।
-
তাঁর সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ উপন্যাস হলো ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে বিবেচিত।
-
তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে নারীশিক্ষা ও নারীদের উপযোগী সাহিত্য তৈরিতে।
-
তাঁর উদ্যোগেই প্রথম বাংলা মাসিক পত্রিকা — ‘মাসিক পত্রিকা’ প্রকাশিত হয়, যা অল্পশিক্ষিতা নারীদের জন্য লেখা হতো। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৬ আগস্ট ১৮৫৪ সালে।
তাঁর রচিত গুরুত্বপূর্ণ বাংলা বইগুলোর মধ্যে রয়েছে:
-
আলালের ঘরের দুলাল
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষি পাঠ
-
গীতাঙ্কু
-
যৎকিঞ্চিৎ
-
অভেদী
-
ডেভিড হেয়ারের জীবন চরিত
-
এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্ব্বাবস্থা
-
বামাতোষিণী
উৎস: আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখক পরিচিতি ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
Created: 3 weeks ago
A
ছায়ানট
B
চক্রবাক
C
রন্দ্রমঙ্গল
D
বালুচর
কাজী নজরুল ইসলামের রচনা নয়- বালুচর।
• ‘বালুচর’ জসীমউদ্দীন রচিত একটি খণ্ড কবিতার সংকলন।
- কাব্যগ্রন্থটি ১৯৩০ সালে প্রকাশিত হয়।
------------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা
• কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফনিমনসা,
- চক্রবাক,
- নতুন চাঁদ,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- পূবের হাওয়া,
- বিষের বাঁশি,
- ঝিঙে ফুল,
- দোলনচাঁপা,
- জিঞ্জির ইত্যাদি।
• ‘রন্দ্রমঙ্গল’ কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago