কোন বানানটি শুদ্ধ?
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষূ
উত্তরের বিবরণ
মুমূর্ষু (বিশেষণ)
-
সংস্কৃত থেকে নেয়া একটি শব্দ।
অর্থ:
-
মৃত্যুর শেষ সীমায় থাকা; জীবন-মরণ যুদ্ধরত।
-
মরণাপন্ন অবস্থা।
-
প্রাণশক্তিহীন, প্রায় মৃত্যুবরণকারী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
0
Updated: 3 months ago
'উদ্বন্ধন' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
উত্ঃ + বন্ধন
B
উদ্ + বন্ধন
C
উধ্ + বন্ধন
D
উৎ + বন্ধন
বাংলা ভাষায় সন্ধির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধ্বনির সংযোগে উচ্চারণে পরিবর্তন ঘটে। বিশেষত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘোষ অল্পপ্রাণে রূপ নেয়। এর নিয়ম ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি-এর পর যদি থাকে—
-
একই বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি
-
ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য > জ)
-
ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব)
-
ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র)
-
অথবা আবারো ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব)
তবে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণে ঘোষ অল্পপ্রাণ রূপে রূপান্তরিত হয়।
-
-
উদাহরণ:
-
উৎ + ঘাটন → উদঘাটন
-
উৎ + যোগ → উদ্যোগ
-
উৎ + বন্ধন → উদ্বন্ধন
-
তৎ + রূপ → তদ্রুপ
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি প্রমিত বানানে ভুল?
Created: 2 months ago
A
রূপালি
B
হেঁয়ালি
C
মিতালী
D
বর্ণালি
‘-আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান নিয়ম (বাংলা একাডেমি প্রমিত)
মূল নিয়ম:
-
'-আলি' দ্বারা সমাপ্ত সব শব্দে ই-কার ব্যবহার হবে।
-
অর্থাৎ, আলিফের পরিবর্তে ই-কার গ্রহণ করা হবে।
উদাহরণ:
| অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
|---|---|
| মিতালী | মিতালি |
| সোনালী | সোনালি |
| বর্ণালি | বর্ণালি |
| খেয়ালি | খেয়ালি |
| রূপালি | রূপালি |
| হেঁয়ালি | হেঁয়ালি |
বিঃদ্রঃ এখানে বানান সংশোধনের মূল ভিত্তি হলো ই-কার ব্যবহার।
0
Updated: 2 months ago
শুদ্ধ বানান -
Created: 1 month ago
A
কৃচ্ছ্র্যসাধন
B
কৃচ্ছসাধন
C
কৃচ্ছ্বসাধন
D
কৃচ্ছ্রসাধন
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি সংস্কৃত শব্দ
-
এটি বিশেষ্য পদ
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago