প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে কী ঘটে?
A
সংসদ ভেঙে যায়
B
মন্ত্রিসভা ভেঙে যায়
C
নতুন নির্বাচন হয়
D
রাষ্ট্রপতি পদ শূন্য হয়
উত্তরের বিবরণ
প্রধানমন্ত্রী
-
বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে দেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
দেশের নির্বাহী কার্যক্রম প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়।
-
সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।
-
সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে:
-
পদত্যাগ করতে হয়, অথবা
-
সংসদ ভেঙে দেবার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে হয়।
-
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভাও ভেঙে যায়।
-
তাই প্রধানমন্ত্রীকে বলা হয় “সরকারের স্তম্ভ”।
-
তিনি একইসাথে সংসদের নেতা ও সরকারপ্রধান।
0
Updated: 1 month ago
ওঁরাও জাতিসত্তার প্রধান উৎসব কোনটি?
Created: 1 month ago
A
রাস উৎসব
B
কারাম উৎসব
C
বুদ্ধ পূর্ণিমা
D
বৈসুক
ওঁরাও জনগোষ্ঠী বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা ভারত ও নেপালসহ দেশের কিছু অঞ্চলে বসবাস করে। এরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথাগত ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত।
-
অবস্থান: প্রধানত বাংলাদেশ, ভারত ও নেপাল।
-
বাংলাদেশে প্রধান বসতি: রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও বগুড়া।
-
অন্যান্য নাম: উরাঁও বা কুড়ুখ।
-
উৎপত্তি: অস্ট্রো-এশিয়াটিক মূলের, বর্তমানে দ্রাবিড়কৃত।
-
অভিবাসন: মূলত মধ্য ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশা অঞ্চল থেকে এসেছে।
-
ভাষা: কুড়ুখ (দ্রাবিড় ভাষা পরিবারের), পাশাপাশি বাংলা ব্যবহার করে।
-
ধর্ম: প্রথাগতভাবে প্রকৃতি উপাসক (সারনা ধর্ম), বর্তমানে অনেকে হিন্দু বা খ্রিস্টধর্ম গ্রহণ করেছে।
-
পেশা: প্রধানত কৃষিকাজ।
-
সংস্কৃতি: নিজস্ব গান, নাচ এবং উৎসব।
-
প্রধান উৎসব: কারাম উৎসব ও সরনা পূজা।
-
পার্বণিক উৎসব: সারহুল, কারাম, পশু উৎসব, খারিয়ানি, ফাগুয়া, সোহরায়।
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, মাথাপিছু আয় -
Created: 1 month ago
A
২,৬৮৫ মার্কিন ডলার
B
২,৭৩৬ মার্কিন ডলার
C
২,৮২০ মার্কিন ডলার
D
২,৯১৪ মার্কিন ডলার
জাতীয় বাজেট ২০২৫-২৬:
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাকালে সাধারণ সম্পাদক ছিলেন —
Created: 1 month ago
A
অধ্যাপক এ.এস.এম. নূরুল হক ভূঁইয়া
B
অধ্যাপক আবুল কাশেম
C
দেওয়ান মোহাম্মদ আজরফ
D
হাসান ইকবাল
তমদ্দুন মজলিশ হলো একটি ইসলামী আদর্শাশ্রয়ী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, যা দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার উদ্দেশ্যে গঠিত হয়।
-
সংগঠনটি ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠা: ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম-এর উদ্যোগে
-
প্রারম্ভিক নাম: পাকিস্তান তমদ্দুন মজলিশ
-
প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন: দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
-
প্রফেসর আবুল কাশেম ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
-
দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯৪৯ সালে মজলিশের সভাপতি নির্বাচিত হন।
সূত্র:
0
Updated: 1 month ago