Select the synonym of the word "Inconsequential" -
A
Decorum
B
Negligible
C
Substantial
D
Obsequious
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Negligible।
Inconsequential একটি Adjective। এটি বোঝায় এমন কিছু যা গুরুত্বপূর্ণ নয় এবং উপেক্ষা করা যায়।
-
বাংলা অর্থ: অকিঞ্চিৎকর।
-
সমার্থক শব্দ: Minor (কম গুরুত্বপূর্ণ), Negligible (উপেক্ষণীয়; তুচ্ছ), Insignificant (অর্থহীন), Illogical (অযৌক্তিক), Unimportant (অগুরুত্বপূর্ণ)
-
বিপরীতার্থক শব্দ: Significant (তাৎপর্যপূর্ণ), Important (গুরুত্বপূর্ণ), Crucial (মীমাংসা সূচক), Substantial (বিশেষ অর্থপূর্ণ), Logical (যৌক্তিক)
-
অন্য রূপ: Inconsequent (Adjective)
১. যা বলা বা করা হয়েছে তার থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত নয়; অসংলগ্ন; অসিদ্ধ; অযৌক্তিক; পূর্বাপরবিরুদ্ধ; যুক্তিবিরুদ্ধ; অবান্তর; পারম্পর্যহীন। যেমন: an inconsequent remark
২. (ব্যক্তি) কথায় বা কাজে পারম্পর্যহীন। -
উদাহরণ বাক্য:
১. Most of what she said was pretty inconsequential.
২. The inconsequential excuse he made is that, dog ate his homework.

0
Updated: 6 hours ago
Antonym of 'Prodigal' is:
Created: 6 hours ago
A
Extravagant
B
Parsimonious
C
Ephemeral
D
Whimsical
সঠিক উত্তর হলো Parsimonious।
Prodigal একটি Adjective বা বিশেষণ। এটি এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি অর্থ বা সম্পদ অত্যধিকভাবে, অবাধে এবং অনুচিতভাবে ব্যয় করে; অর্থাৎ অপব্যয়ী ও অমিতব্যয়ী।
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-
উদাহরণ: a prodigal administration; prodigal habits।
-
(খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি, যাকে পরে তার কার্যকলাপের জন্য অনুশোচনা করতে হয়; অমিতব্যয়ী পুত্র।
-
-
সমার্থক শব্দ: Wasteful (অপচয়ী), Extravagant (অপব্যয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
-
বিপরীতার্থক শব্দ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ; কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
-
উদাহরণ বাক্য:
১. Go hard on those sugar farmers, or should I say, go hard on that prodigal federal government.
২. The million-dollar lottery winner was such a prodigal that his windfall was exhausted after only a few years.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ephemeral (Adjective):
-
ইংরেজি অর্থ: Lasting for only a short time।
-
বাংলা অর্থ: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
-
-
Whimsical (Adjective):
-
ইংরেজি অর্থ: Unusual and strange in a way that might be funny or annoying।
-
বাংলা অর্থ: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
-

0
Updated: 6 hours ago
The idiom ''put up with'' means-
Created: 1 month ago
A
stay together
B
tolerate
C
keep trust
D
Protect
Put up with (idiom)
English Meaning: Tolerate or endure something.
Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -
- stay together - একসাথে থাকা।
- keep quiet - ভরসা রাখা।
- protest - বাঁধা দেওয়া।
- tolerate - সহ্য করা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, the idiom 'put up with' means - Tolerate.

0
Updated: 1 month ago
'To read between the lines' means-
Created: 2 months ago
A
To read carefully
B
To read only some lines
C
To read quickly to save time
D
To read carefully to find out any hidden meaning
To read between the lines- ঘ) To read carefully to find out any hidden meaning.
• To read between the lines (Phrase)
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence- Read between the lines, so that you won't miss anything important.
বাংলা অনুবাদ- মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago