The antonym of 'arduous' is:
A
Discerning
B
Laborious
C
Effortless
D
Endemic
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Effortless।
Arduous একটি Adjective। এটি বোঝায় এমন কাজ যা কঠিন এবং ক্লান্তিকর, বা যার জন্য প্রচুর চেষ্টা ও শ্রমের প্রয়োজন হয়।
-
বাংলা অর্থ:
১. (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর।
২. (পথ ইত্যাদি সম্বন্ধে) খাড়াভাবে উঠে বা নেমে গেছে এমন; উপরের দিকে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য। -
সমার্থক শব্দ: Laborious (শ্রমসাধ্য), Tough (শক্তিশালী; কষ্টসহিষ্ণু), Challenging (কঠিন পরিস্থিতি), Difficult (কঠিন), Burdensome (দূর্বহ)
-
বিপরীতার্থক শব্দ: Easy (অনায়াস), Effortless (উদ্যমহীন; বিনাপ্রচেষ্টায়), Simple (সাধারণ), Uncomplicated (সহজ)
-
অন্য রূপ: Arduously (Adverb)
-
উদাহরণ বাক্য:
১. It can be a long and arduous task and very often ends in failure.
২. He went through a long and arduous training program.

0
Updated: 6 hours ago
Identify the part of speech of 'Plethora.'
Created: 6 hours ago
A
Adjective
B
Verb
C
Noun
D
Adverb
Plethora একটি Noun। এটি বোঝায় কোনো কিছুর খুব বড় পরিমাণ, বিশেষত এমন পরিমাণ যা প্রয়োজনের তুলনায় বেশি বা যা সামলানো কঠিন।
-
বাংলা অর্থ:
১. (আনুষ্ঠানিক) অতিপ্রাচুর্য; আতিশয্য
২. (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত -
সমার্থক শব্দ: Excess (অতিরিক্ত), Surfeit (অতিরিক্ত পরিমাণে কিছু), Overabundance (অতিপ্রাচুর্য), Profusion (প্রাচুর্য), Richness (সমৃদ্ধি)
-
বিপরীতার্থক শব্দ: Dearth (অভাব, অনটন, আকাল), Lack (অভাব ঘটা), Deficiency (ঘাটতি), Paucity (অনটন), Shortage (স্বল্পতা)
-
অন্য রূপ: Plethoric (Adjective)
-
উদাহরণ বাক্য:
১. The plethora of regulations is both contradictory and confusing.
২. The plethora of details about anything does not bring any good.

0
Updated: 6 hours ago
What is the antonym of 'Nexus'?
Created: 1 week ago
A
Separation
B
Fresco
C
Broach
D
Vendetta
Nexus (Noun)
-
English Meaning: An important connection between the parts of a system or a group of things.
-
Bangla Meaning: সংযোগ; বন্ধন; সম্বন্ধ; পরস্পরসম্বন্ধ শ্রেণি।
-
Synonyms: Connection (সংযোগ), Bond (যুক্ত করা), Join (এক করা), Chain (শিকল), String (জোড়), Link (সংযুক্তি)।
-
Antonyms: Separation (বিচ্ছিন্ন করা), Split (আলাদা করা), Division (মতভেদ), Divorce (বিচ্ছেদ), Disunion (বিভেদ)।
-
Example: Times Square is the nexus of the New York subway. / As the nexus for three great religions, Jerusalem has had a troubled history.
Fresco (Noun)
-
English Meaning: A painting done rapidly in watercolor on wet plaster on a wall or ceiling.
-
Bangla Meaning: সদ্যোরঙ্গ; ভেজা পলস্তারার ওপর আঁকা চিত্র; প্রাচীরচিত্র।
-
Synonyms: Painting (চিত্রকর্ম), Wall painting (দেয়ালচিত্র), Mural (ভাস্কর্য), Adorn (সজ্জিত করা), Infuse (সঞ্চারিত করা)।
-
Antonyms: Discolor (বিবর্ণ করা), Fade (মলিন হওয়া), Pale (ফ্যাকাশে হওয়া), Decolorize (রঙহীন করা), Bleach (ধোয়া/সাদা করা)।
Broach (Verb, Transitive)
-
English Meaning: To begin discussing a subject that is difficult or sensitive.
-
Bangla Meaning: আলোচনার জন্য কোনো বিষয় উত্থাপন করা বা আলোচনা শুরু করা।
-
Synonyms: Bring up (প্রসঙ্গ তোলা), Hint at (ইঙ্গিত করা), Mention (উল্লেখ করা), Introduce (সূচনা), Raise (উত্থাপন করা), Propose (প্রস্তাব করা)।
-
Antonyms: Close (বন্ধ করা), Withdraw (প্রত্যাহার করা), Ignore (এড়িয়ে যাওয়া), Deny (অস্বীকার করা), Refuse (প্রত্যাখ্যান করা)।
Vendetta (Noun)
-
English Meaning: A long and violent feud between two families or groups, often involving revenge killings.
-
Bangla Meaning: বংশানুক্রমিক প্রতিহিংসা; দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী বিবাদ।
-
Synonyms: Feud (বিবাদ), Revenge (প্রতিশোধ), Retribution (প্রতিহিংসা), Quarrel (ঝগড়া), Conflict (সংঘাত)।
-
Antonyms: Peace (শান্তি), Harmony (সামঞ্জস্য), Agreement (সমঝোতা), Reconciliation (মিলন), Friendship (বন্ধুত্ব)।

0
Updated: 1 week ago
The expression 'take into account' means-
Created: 1 month ago
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago