A synonym of 'preamble' is:
A
Felicitous
B
Distill
C
Prelude
D
Epilogue
উত্তরের বিবরণ
Preamble একটি Noun। এটি বোঝায় কোনো বক্তৃতা বা লেখার পরিচিতিমূলক ভূমিকা; বিশেষত আনুষ্ঠানিক দলিল বা লেখার প্রারম্ভিক অংশ।
-
বাংলা অর্থ: (বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের) প্রস্তাবনা।
-
সমার্থক শব্দ: Introduction (উপস্থাপনা), Foreword (প্রারম্ভিক মন্তব্য), Prelude (প্রস্তাবনা), Origin (মূল), Commencement (সূচনা)
-
বিপরীতার্থক শব্দ: Epilogue (সাহিত্যকর্মের সমাপ্তি অংশ), Postscript (পুনশ্চ), Supplement (সম্পুরক), Sequel (পরিশিষ্ট)
-
উদাহরণ বাক্য:
১. There has been much historical analysis of preambles and what has happened to them.
২. His early travels were just a preamble to his later adventures.

0
Updated: 6 hours ago
'Regicide' means -
Created: 1 month ago
A
Killing of one's mother.
B
Killing of one's wife.
C
Killing a king.
D
Killing of one's sister.
Meaning: গ) Killing a king (রাজার হত্যা)
Other Options:
ক) Matricide – Killing of one's mother (মায়ের হত্যা)
খ) Uxoricide – Killing of one's wife (স্ত্রীর হত্যা)
ঘ) Sororicide – Killing of one's sister (বোনের হত্যা)
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Getting a lot of sleep and drinking plenty of fluids can ___ the effects of the flu.
Created: 6 hours ago
A
harangue
B
mitigate
C
intransigence
D
adulterate
Mitigate একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো কিছুর তীব্রতা, প্রচণ্ডতা বা অপ্রিয়তা কমানো; অর্থাৎ উপশমিত করা।
-
বাংলা অর্থ: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।
-
সমার্থক শব্দ: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)
-
বিপরীতার্থক শব্দ: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)
-
অন্য রূপ:
-
Mitigating circumstances: প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি
-
Mitigation (Noun, Uncountable): উপশম; নিবৃত্তি
-
-
উদাহরণ বাক্য: Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
-
বাংলা অনুবাদ: অনেক ঘুম এবং প্রচুর পরিমাণে পানি পান করা জ্বরের মাত্রা হ্রাস করে দেয়।
-

0
Updated: 6 hours ago
Choose the synonym of “Frugal”:
Created: 1 month ago
A
Wasteful
B
Thrifty
C
Lavish
D
Extravagant
• Correct option: খ) Thrifty.
• Frugal (Adj)
- Bangla Meaning: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের।
- English Meaning: characterized by or reflecting economy in the use of resources.
• Thrifty (Adj)
- Bangla Meaning: মিতব্যয়ী।
- English Meaning: given to or marked by economy and good management.
Other options:
ক) Wasteful
- Bangla Meaning: অপচয়ী; অপব্যয়ী।
- English Meaning: given to or marked by waste : lavish, prodigal.
গ) Lavish
- Bangla Meaning: অমিতব্যয়ী; অপব্যয়ী।
- English Meaning: expending or bestowing profusely : prodigal.
ঘ) Extravagant
- Bangla Meaning: অপচয়কর; অপব্যয়ী।
- English Meaning: exceeding the limits of reason or necessity.

0
Updated: 1 month ago