Sometimes convoluted word structures just aren't appropriate.
Here, the underlined word means:
A
Not ordinary
B
Difficult to understand
C
Understood without being expressed directly
D
To remove a difficulty
উত্তরের বিবরণ
Convoluted একটি Participial Adjective। এটি বোঝায় কোনো কথা, লেখা বা কাঠামো যেটি জটিলভাবে গঠিত এবং তাই বোঝা বা অনুসরণ করা কঠিন।
-
বাংলা অর্থ:
-
(জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং)
-
(লাক্ষণিক) জটিল এবং দুরূহ
-
-
সমার্থক শব্দ: Complex (জটিল; দুর্বোধ্য), Puzzling (হতবুদ্ধিকর), Perplexing (জটিল), Intricate (বিভ্রান্তিকর), Sophisticated (সুক্ষ্ম)
-
বিপরীতার্থক শব্দ: Simple (সরল), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Plain (স্পষ্ট, জটিলতাহীন), Unvaried (বৈচিত্র্যহীন), Uniform (অভিন্ন)
-
অন্য রূপ: Convolution (Noun)
-
উদাহরণ বাক্য:
১. Sometimes convoluted word structures just aren't appropriate.
২. A convoluted explanation that left the listeners even more confused than they were before.
0
Updated: 1 month ago
What is the meaning of "Quorum"?
Created: 2 months ago
A
The final decision of a committee
B
A rule for managing meetings
C
The summary of a discussion
D
Minimum number of members to conduct a meeting
The correct answer is - ঘ) Minimum number of members to conduct a meeting
Quorum (Noun)
-
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made
-
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
Synonyms (সমার্থক শব্দ):
-
Attendance (উপস্থিতি)
-
Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন)
-
Assemblage (সমাবেশ)
-
Gathering (জমায়েত)
-
Meeting (সভা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Absence (অনুপস্থিতি)
-
Non-attendance (অনুপস্থিতি)
-
Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব)
-
Insufficient (অপর্যাপ্ত)
-
Deficient (ঘাটতি)
Other Forms:
-
Quorate (adjective): যেখানে বৈধ সংখ্যক সদস্য উপস্থিত থাকে
Example Sentences:
-
If a quorum is not present, the meeting must be adjourned.
-
Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary
0
Updated: 2 months ago
'Once in a blue moon' means-
Created: 2 months ago
A
always
B
very rarely
C
nearly
D
hourly
Idiom: Once in a blue moon
English Meaning: very rarely
Bangla Meaning: কদাচিৎ
Example Sentence:
-
He comes round once in a blue moon.
-
সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।
প্রশ্নের অপশন বিশ্লেষণ:
-
ক) Always – সর্বদা, ব্যতিক্রমহীনভাবে
-
খ) Very rarely – খুব কম, কদাচিৎ
-
গ) Nearly – প্রায়, ঘনিষ্ঠভাবে
-
ঘ) Hourly – প্রতি ঘণ্টায়, ঘণ্টায় একবার
সঠিক উত্তর: খ) Very rarely
কারণ: “Once in a blue moon” বলতে বোঝানো হয় এমন কিছু যা খুব কমই ঘটে বা কদাচিৎ ঘটে।
Sources: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
ILLUSIVE means
Created: 4 months ago
A
Not deceptive
B
Not certain
C
Not obvious
D
Not coherent
Illusive means - deceptive; illusory.
ক) Not deceptive - Near Opposite meaning
খ) Not certain - Near similar meaning
গ) Not obvious - Near similar meaning
ঘ) Not coherent - Near similar meaning
যেহেতু, 'most nearly similar or opposite in meaning' চাওয়া হয়েছে, এবং এখানে ৩টা Similar এবং একটা Opposite. তাই, সঠিক উত্তর 'ক) Not deceptive - Near Opposite meaning' এটা নেয়াই যুক্তিযুক্ত।
শব্দগুলোর অর্থ -
• Illusive - মায়িক; অলীক; ইন্দ্রজালিক।
• Deceptive - প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন।
• Certain - নিশ্চিত; সন্দেহাতীত।
• Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
• Coherent - সংলগ্ন, একএ সম্মিলিত।
Source: Oxford Learner's Dictionary.
0
Updated: 4 months ago