Freedom fighters of all areas converged on Dhaka.
The underlined word is a/an:
A
Noun
B
Verb
C
Adverb
D
Adjective
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Verb।
Converge একটি Verb (Intransitive)। এটি বোঝায় কোনো কিছু একই বিন্দুর দিকে সরানো বা আসা এবং সেই বিন্দুতে মিলিত হওয়া; অর্থাৎ সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।
-
বাংলা অর্থ: Converge (at/on/upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া।
-
সমার্থক শব্দ: Coincide (যুগপৎ সংঘটিত হওয়া), Join (মিলিত বা সংযুক্ত করা), Unite (মেলা বা মেলানো), Cluster (গুচ্ছ), Rendezvous (মিলনমেলা)।
-
বিপরীতার্থক শব্দ: Separate (বিচ্ছিন্ন করা বা হওয়া), Diverge (নির্দিষ্ট কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়া), Leave (কোনো স্থান ত্যাগ করে যাওয়া), Disband (বিচ্ছিন্ন করা), Disperse (ছড়িয়ে দেয়া)।
-
উদাহরণ বাক্য:
১. Longitude lines converge; latitude lines don't.
২. Freedom fighters of all areas converged on Dhaka.

0
Updated: 6 hours ago
Cul-de-sac
Created: 2 months ago
A
selection
B
dead end
C
error
D
bubble
• ‘Cul-de-sac’ শব্দটির অর্থ হলো ‘Dead end’ বা বন্ধ সড়ক।
• Cul-de-sac
-
ইংরেজি ব্যাখ্যা: এটি একটি ছোট রাস্তা যা এক প্রান্তে বন্ধ থাকে।
-
বাংলা অর্থ: (বিশেষ্য) কানাগলি; (বিশেষণ) কানাগলিসংক্রান্ত।
• অন্যদিকে, কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিচে দেওয়া হলো:
-
Selection — নির্বাচন।
-
Error — ভুল।
-
Bubble — বুদবুদ; (রূপকভাবে) অবাস্তব বা অলীক পরিকল্পনা, যেমন আকাশকুসুম কল্পনা।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. ক্যামব্রিজ অভিধান।

0
Updated: 2 months ago
What does Refractory mean?
Created: 4 weeks ago
A
Open to suggestions
B
Easy to treat or heal
C
Difficult to control to obey
D
Willing to follow rules
The correct answer is - গ) Difficult to control; to obey.
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
-
একগুঁয়ে; অবাধ্য (যেমন: as refractory as a mule)
-
(রোগব্যাধি) দুশ্চিকিৎসা; দুরারোগ্য
-
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ
Synonyms (সমার্থক শব্দ):
-
Stubborn (একগুঁয়ে; জেদি)
-
Disobedient (অবাধ্য)
-
Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য)
-
Obstinate (অনড়)
-
Tenacious (অনমনীয়)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য)
-
Manageable (নিয়ন্ত্রণসাধ্য)
-
Subservient (অধীনস্ত)
-
Loyal (আজ্ঞাবহ)
-
Subordinate (অধস্তন)
Other Forms:
-
Refractory (noun): অবাধ্য ব্যক্তি বা বস্তু
-
Refractorily (adverb): অবাধ্যভাবে
-
Refractoriness (noun): অবাধ্য স্বভাব
Example Sentences:
-
A refractory child is very hard to control.
-
The patient died of refractory heart failure one month later.
Source: Live MCQ Lecture, Accessible Dictionary

0
Updated: 4 weeks ago
'Emulate' is a/an:
Created: 6 hours ago
A
Noun
B
Adjective
C
Verb
D
Adverb
Emulate একটি Verb (Transitive)। এটি বোঝায় কাউকে প্রশংসা করে তার মতো দক্ষতা অর্জনের চেষ্টা করা বা তার কৃতিত্বের সমান করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
সমার্থক শব্দ: Compete (পাল্লা দেয়া, প্রতিযোগিতা করা), Imitate (অনুসরণ করা), Mimic (নকল করা), Follow (অনুগমন করা), Mirror (প্রতিফলিত করা)
-
বিপরীতার্থক শব্দ: Being original (মৌলিক হওয়া বা করা), Contradict (বিরোধী হওয়া), Neglect (অবজ্ঞা করা), Originate (স্বকীয়তা বজায় রাখা), Differ (আলাদা হওয়া)
-
অন্য রূপ:
-
Emulation (Noun)
-
Emulative (Adjective)
-
-
উদাহরণ বাক্য:
১. She hopes to emulate her sister's sporting achievements.
২. She grew up emulating her sports heroes.

0
Updated: 6 hours ago