The meaning of 'profound' is:
A
Unwilling to obey orders
B
To give up something
C
Determined in character
D
Having a great depth of insight or knowledge
উত্তরের বিবরণ
Profound একটি Adjective & Noun। এটি বোঝায় এমন কিছু যা গভীর জ্ঞান, অন্তর্দৃষ্টি বা বোঝাপড়ার সাথে সম্পৃক্ত; এছাড়াও প্রভাব বা অনুভূতিতে অত্যন্ত তীব্র বা চরম হতে পারে।
-
বাংলা অর্থ: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
সমার্থক শব্দ:
-
Deep (গভীর; অগাধ)
-
Intense (তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র)
-
Insightful (অন্তর্দৃষ্টিসম্পন্ন; গভীর বোঝাপড়া)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Shallow (অগভীর; গাধ; চেটালো)
-
Superficial (উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর)
-
Mild (নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recalcitrant (Adjective):
-
ইংরেজি অর্থ: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control।
-
বাংলা অর্থ: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
-
-
Relinquish (Verb):
-
ইংরেজি অর্থ: To give up something such as a responsibility or claim।
-
বাংলা অর্থ: ছেড়ে দেওয়া; ত্যাগ করা।
-
-
Resolute (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Determined in character, action, or ideas।
-
বাংলা অর্থ: দৃঢ়সংকল্প।
-

0
Updated: 6 hours ago
The word 'omnivorous' means:
Created: 3 weeks ago
A
eating all types of food
B
eating only fruits
C
eating only meat
D
eating grass and plants only
Omnivorous (adjective)
ইংরেজিতে অর্থ:
-
যে প্রাণী উভয়—শাকসবজি ও মাংস—খেতে পারে।
-
যে কোনো বিষয়ে অনেক রকম আগ্রহী বা উৎসাহী।
বাংলা অর্থ:
-
(প্রাণীবিশেষ) সর্বভূক; সব ধরনের খাবার খায়।
-
(মানব বা মনোভাবের ক্ষেত্রে) সর্বপাঠী; সব ধরনের বই পড়ে বা বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী।
উদাহরণ:
-
He is an omnivorous reader, exploring both novels and scientific articles.
→ তিনি একজন সর্বপাঠী পাঠক, যিনি উপন্যাস এবং বৈজ্ঞানিক প্রবন্ধ দুটোই পড়েন।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 3 weeks ago
What is the meaning of the proverb 'Indolence is the mother of poverty'?
Created: 6 hours ago
A
আলস্যই দারিদ্রের মূল।
B
ইহা বলাই বাহুল্য।
C
অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
D
এক হাতে তালি বাজে না।
• Correct answer: আলস্যই দারিদ্রের মূল।
• Indolence is the mother of poverty.
- আলস্যই দারিদ্রের মূল।
Other options:
• It goes without saying.
- ইহা বলাই বাহুল্য।
• It is no use crying over spilt milk.
- অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
• It takes two to make a quarrel.
- এক হাতে তালি বাজে না।

0
Updated: 6 hours ago
The plan was divided into discrete tasks.
Here, 'discrete' means:
Created: 1 week ago
A
Matching in degree
B
Independent existence
C
Not easily excited
D
A vituperative spoken
Discrete হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কোনো কিছু স্বতন্ত্র ও স্বাধীনভাবে বিদ্যমান, অন্য জিনিসের সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়া। এটি সাধারণত এমন কোনো বস্তু, ধারণা বা কাজের জন্য ব্যবহার করা হয় যা অন্যের থেকে আলাদা এবং স্বাধীন।
-
অর্থ:
-
ইংরেজিতে: Having an independent existence or form apart from other similar things.
-
বাংলায়: পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
-
-
উদাহরণ:
-
The plan was divided into discrete tasks.
-
পরিকল্পনাটি কয়েকটি পৃথক কাজে বিভক্ত।
-
These small companies now have their own discrete identity.
-
A government with three discrete divisions could implement such ambitious decisions.
-
-
সমার্থক শব্দ (Synonyms): Separate (বিভক্ত; পৃথক), Detached (বিচ্ছিন্ন), Individual (পৃথক), Distinct (স্বতন্ত্র), Isolated (বিচ্ছিন্ন)
-
বিপরীত শব্দ (Antonyms): Connected (সংযুক্ত), Linked (সংযুক্ত), Associated (সম্মিলিত, সংযুক্ত), Related (সম্পর্কিত), Affiliated (অধিভুক্ত)
অতিরিক্ত সমার্থক বিশেষণসমূহ:
-
Commensurate: যথোপযুক্ত; কোন কিছুর সাথে সমমাপ বা মান অনুযায়ী।
-
Phlegmatic: স্বভাবত উদাসীন; সহজে উত্তেজিত বা আবেগপ্রবণ নয়।
-
Vituperative: কটূক্তিপূর্ণ; গালিগালাজপূর্ণ বা তীব্র সমালোচনামূলক।

0
Updated: 1 week ago