What is the meaning of the word 'melee'?
A
Filled with or covered by mist
B
A large noisy uncontrolled crowd
C
Being willing to obey
D
Not clear or easy to see
উত্তরের বিবরণ
Melee একটি Noun বা বিশেষ্য। এটি বোঝায় একটি বড়, শোরগোলপূর্ণ এবং নিয়ন্ত্রণহীন ভিড়, যেখানে মানুষ বিভিন্ন দিক থেকে চলাচল করছে এবং কখনও কখনও একে অপরের সঙ্গে লড়াই করছে।
-
বাংলা অর্থ: এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়।
-
সমার্থক শব্দ:
-
Scuffle (হাতাহাতি করা; মারপিট করা)
-
Rumpus (গোলমাল; হৈচৈ; কোলাহল)
-
Scrap (মারামারি; ঝগড়াঝাঁটি)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Pacification (শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা)
-
Reconciliation (সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা)
-
Appeasement (শান্ত বা প্রশমিতকরণ)
-

0
Updated: 6 hours ago
The word 'officialese' means-
Created: 1 month ago
A
plural number of official
B
language used in offices
C
plural number of office
D
vague expressions
Officialese
English meaning: the type of language, often used in government documents, that is formal and often difficult to understand/ language used in official documents that is thought by many people to be too complicated and difficult to understand.
Bangla meaning: আমলাদের লেখায় ব্যবহৃত (অতিরিক্ত কেতাবি বা দুর্বোধ্য) ভাষা।
Example:
- The pompous impersonality of officialese also, of course, allows the civil servant to hide behind the monolithic structure of his organisation.
Correct answer: The word 'officialese' means - language used in offices.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
The antonym of 'Deride' is:
Created: 6 hours ago
A
Levity
B
Lampoon
C
Respect
D
Mollify
• The antonym of 'Deride' is: Respect.
• Deride (verb transitive)
- English Meaning: To show that you think someone or something is ridiculous or of no value.
- Bangla Meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।
- Synonyms: Lampoon (কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা), Mock (উপহাস করা), Insult (অপমান/অবমাননা/অসম্মান/অমর্যাদা করা), Ridicule (ব্যঙ্গবিদ্রুপ), Laugh at (তুচ্ছতা জ্ঞাপক হাসি)।
- Antonyms: Respect (শ্রদ্ধা করা), Praise (প্রশংসা/গুণকীর্তন করা), Congrats, Kudos (অভিনন্দন জানানো), Honor (সম্মান করা)।
Other Forms:
- Derider (noun).
- Deridingly (adverb).
Example Sentence:
1. He would mock and deride them relentlessly, not stopping until they cried.
2. She derides harshly every time any guy proposes her.

0
Updated: 6 hours ago
A synonym of "abstemious" is:
Created: 6 hours ago
A
Sporadic
B
Forestall
C
Flag
D
Restrained
Abstemious একটি Adjective বা বিশেষণ। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি বিশেষত খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সংযমী, মিতাহারী এবং আত্মসংযত।
-
বাংলা অর্থ: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।
-
সমার্থক শব্দ: Self-disciplined (নিয়তাত্মা), Self-denying (আত্মত্যাগী), Restrained (নিয়ন্ত্রিত), Sober (সংযত), Continent (সংযমী)।
-
বিপরীতার্থক শব্দ: Self-indulgent (আত্মপ্রশ্রয়ী), Intemperate (অসংযত), Greedy (লোভী), Hungry (ক্ষুধার্ত), Edacious (পেটুক)।
-
উদাহরণ বাক্য:
১. A close family member confirmed that she lived a fairly simple and abstemious life.
২. She is known as an abstemious eater and drinker.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Sporadic (adjective):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু নির্দিষ্ট ধারা ছাড়া, অনিয়মিত বা মাঝে মাঝে ঘটছে বা দেখা দিচ্ছে।
-
বাংলা অর্থ: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
-
উদাহরণ: sporadic firing (বিক্ষিপ্ত গোলাগুলি)।
-
-
Forestall (verb, transitive):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু ঘটার আগেই ব্যবস্থা নিয়ে তা প্রতিরোধ করা।
-
বাংলা অর্থ: কোনো কাজ আগেই সম্পন্ন করে অন্য কাউকে তা করা থেকে বিরত রাখা; অপ্রত্যাশিতভাবে আগেভাগে সম্পন্ন করে কারো পরিকল্পনা বানচাল করা; আগাম প্রতিরোধ বা বানচাল করা।
-
-
Flag (noun):
-
ইংরেজি অর্থ: বিশেষ রঙ ও নকশার কাপড়, যা কোনো দেশ বা দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি অর্থ হলো কোনো কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ করা।
-
বাংলা অর্থ: পতাকা; নিশান; ঝাণ্ডা; কেতন।
-

0
Updated: 6 hours ago