What is the synonym of "fledgling"?
A
Beginning
B
Mature
C
Recant
D
Delineate
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Beginning।
Fledgling একটি Adjective। এটি বোঝায় এমন কিছু বা কেউ যা নতুন এবং অভিজ্ঞতাহীন।
-
বাংলা অর্থ: নতুন এবং অনভিজ্ঞ।
-
সমার্থক শব্দ: Arising (উদ্ভূত), Beginning (প্রারম্ভ), Growing (বৃদ্ধিমূলক), Novice (শিক্ষানবীস), Punk (অকেজো), Trainee (প্রশিক্ষনার্থী)।
-
বিপরীতার্থক শব্দ: Declining (পতনশীল), Mature (পরিপক্ব করা বা হওয়া), Old Timer (অভিজ্ঞ), Veteran (দক্ষ, বর্ষীয়ান), Guru (গুরু)।
-
উদাহরণ বাক্য:
১. You are the leader of the opposition in this emerging, fledgling democracy.
২. At hockey, he's still a fledgling and needs to work on his basic skating skills।
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recant (Verb, Transitive & Intransitive):
-
ইংরেজি অর্থ: To announce in public that your past beliefs or statements were wrong or not true and that you no longer agree with them।
-
বাংলা অর্থ: (মতামত, বিশ্বাস) ছেড়ে দেওয়া/ত্যাগ করা; (বিবৃতি) অমূলক বলে প্রত্যাহার/কোনো কিছু পরিহার করা।
-
-
Delineate (Verb, Transitive):
-
ইংরেজি অর্থ: To describe something completely, including details।
-
বাংলা অর্থ: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা।
-
0
Updated: 1 month ago
Maiden speech means-
Created: 3 months ago
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।
0
Updated: 3 months ago
A synonym of "innocuous" is
Created: 1 month ago
A
Distend
B
Gentle
C
Obnoxious
D
Indigence
সঠিক উত্তর হলো Gentle।
Innocuous একটি Adjective বা বিশেষণ। এটি এমন কিছু বোঝায় যা সম্পূর্ণভাবে ক্ষতিকর নয়, কোনোরূপ ক্ষতি বা বিপদ সৃষ্টি করে না।
-
বাংলা অর্থ: অনপকারী; নির্বিষ।
-
সমার্থক শব্দ: Inoffensive (নিরপরাধ), Gentle (অমায়িক), Safe (নিরাপদ), Harmless (নিরীহ), Benign (অমায়িক)।
-
বিপরীতার্থক শব্দ: Obnoxious (নোংরা, অত্যন্ত আপত্তিকর), Harmful (ক্ষতিকর), Adverse (প্রতিকূল), Mischievous (অনিষ্টজনক), Wicked (দুষ্টু)।
-
উদাহরণ বাক্য:
১. At least one good thing I can say about this ride is that it is fairly innocuous and gentle.
২. Those innocuous lies we must tell every day if society is to remain civil.
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Distend (Verb, Transitive & Intransitive):
-
ইংরেজি অর্থ: (সাধারণত পেট বা শরীরের অন্য অংশের ক্ষেত্রে) ভিতরের চাপের কারণে ফোলা বা বড় হওয়া।
-
বাংলা অর্থ: ফোলা বা ফোলানো।
-
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "perennial"?
Created: 1 month ago
A
Obsolete
B
Magnify
C
Impulsive
D
Everlasting
Perennial একটি adjective, যা বোঝায় কোনো বিষয় দীর্ঘস্থায়ী বা বারবার ঘটতে থাকা। এটি গাছপালা, পছন্দ বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যা সময়ের সঙ্গে ধ্রুব বা পুনরাবৃত্তি হয়।
-
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time
Bangla Meaning: (১) বারোমেসে, (২) দীর্ঘস্থায়ী, (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন -
Correct Answer: ঘ) Everlasting
-
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)
-
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)
-
Other Forms:
-
Perennially (adverb): স্থায়ীভাবে
-
-
Other Options:
-
Impulsive (আবেগপ্রবণ)
-
Magnify (বড় করা)
-
-
Example Sentences:
-
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
-
This variety of oregano is perennial.
-
-
Source:
0
Updated: 1 month ago