Antonym of 'Prodigal' is:
A
Extravagant
B
Parsimonious
C
Ephemeral
D
Whimsical
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Parsimonious।
Prodigal একটি Adjective বা বিশেষণ। এটি এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি অর্থ বা সম্পদ অত্যধিকভাবে, অবাধে এবং অনুচিতভাবে ব্যয় করে; অর্থাৎ অপব্যয়ী ও অমিতব্যয়ী।
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-
উদাহরণ: a prodigal administration; prodigal habits।
-
(খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি, যাকে পরে তার কার্যকলাপের জন্য অনুশোচনা করতে হয়; অমিতব্যয়ী পুত্র।
-
-
সমার্থক শব্দ: Wasteful (অপচয়ী), Extravagant (অপব্যয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
-
বিপরীতার্থক শব্দ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ; কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
-
উদাহরণ বাক্য:
১. Go hard on those sugar farmers, or should I say, go hard on that prodigal federal government.
২. The million-dollar lottery winner was such a prodigal that his windfall was exhausted after only a few years.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ephemeral (Adjective):
-
ইংরেজি অর্থ: Lasting for only a short time।
-
বাংলা অর্থ: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
-
-
Whimsical (Adjective):
-
ইংরেজি অর্থ: Unusual and strange in a way that might be funny or annoying।
-
বাংলা অর্থ: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
-

0
Updated: 6 hours ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 3 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 3 months ago
A sedentary lifestyle spells bad news for hips and thighs.
Here, 'sedentary' means:
Created: 1 week ago
A
Involving a lot of stress.
B
Doing hard work.
C
Involving mental and physical hardship.
D
Involving little exercise.
Sedentary হলো একটি বিশেষণ যা বোঝায় এমন কাজ বা জীবনধারা যেখানে শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম খুব কম হয়, অর্থাৎ অধিকাংশ সময় বসে থাকা বা কম সক্রিয় থাকা।
-
অর্থ:
-
ইংরেজিতে: Involving little exercise or physical activity.
-
বাংলায়: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকা; আসনাশ্রিত; আসনারূঢ়।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Quiescent – শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়
-
Inert – জড়; অচেতন
-
Stationary – স্থির; নিশ্চল; অনড়
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Dynamic – গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ
-
Vigorous – বলিষ্ঠ; তেজস্বী; প্রবল; তেজীয়ান
-
Animated – প্রাণবন্ত; উদ্দীপিত; অনুপ্রাণিত
-

0
Updated: 1 week ago
What is the meaning of the word 'melee'?
Created: 6 hours ago
A
Filled with or covered by mist
B
A large noisy uncontrolled crowd
C
Being willing to obey
D
Not clear or easy to see
Melee একটি Noun বা বিশেষ্য। এটি বোঝায় একটি বড়, শোরগোলপূর্ণ এবং নিয়ন্ত্রণহীন ভিড়, যেখানে মানুষ বিভিন্ন দিক থেকে চলাচল করছে এবং কখনও কখনও একে অপরের সঙ্গে লড়াই করছে।
-
বাংলা অর্থ: এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়।
-
সমার্থক শব্দ:
-
Scuffle (হাতাহাতি করা; মারপিট করা)
-
Rumpus (গোলমাল; হৈচৈ; কোলাহল)
-
Scrap (মারামারি; ঝগড়াঝাঁটি)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Pacification (শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা)
-
Reconciliation (সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা)
-
Appeasement (শান্ত বা প্রশমিতকরণ)
-

0
Updated: 6 hours ago