An antonym of 'Disabuse' is:
A
Effrontery
B
Disillusion
C
Misguide
D
Prodigal
উত্তরের বিবরণ
Disabuse একটি Verb (Transitive)। এটি এমন একটি ক্রিয়া যা কাউকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে সঠিক ধারণায় স্থিত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ, ভুল বিশ্বাস বা ভ্রান্তি দূর করে সত্য উপলব্ধি করানো।
-
বাংলা অর্থ: ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করা; কাউকে সঠিক ধারণায় স্থিত করা।
-
সমার্থক শব্দ: Disillusion (মোহমুক্ত করা), Undeceive (ছলানামুক্ত করা), Disenchant (জাদু বা মোহ থেকে মুক্ত করা), Debunk (প্রকট করা), Enlighten (আলোকিত করা)।
-
বিপরীতার্থক শব্দ: Misguide (ভুলপথে চালিত করা), Misinform (বিভ্রান্ত করা), Mislead (বিভ্রান্ত/বিভ্রষ্ট করা)।
-
উদাহরণ বাক্য:
১. Of course, once I started doing the job, I was quickly disabused of any romantic ideas I had about it.
২. Let me disabuse you of your foolish notions about married life.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior.
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
-
Prodigal (Adjective):
-
ইংরেজি অর্থ: Spending money or resources freely and recklessly; wastefully extravagant.
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-

0
Updated: 6 hours ago
The word “Tenacious” means –
Created: 2 weeks ago
A
Weak and fragile
B
Firm and persistent
C
Temporary and short-lived
D
Careless and negligent
Tenacious (adjective)
English Meaning: Holding tightly onto something, or keeping an opinion in a determined way.
Bangla Meaning: শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।
Example Sentences:
The baby took my finger in its tenacious little fist.
There has been tenacious local opposition to the new airport.
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago
"Revive" is synonymous with:
Created: 6 hours ago
A
Restore
B
Separate
C
Skillful
D
Deteriorate
সঠিক উত্তর হলো Restore।
Revive একটি Verb। এটি বোঝায় কোনো কিছুকে আবার জীবন, চেতনা বা উন্নত অবস্থায় ফিরিয়ে আনা; স্বাস্থ্য বা শক্তি পুনরুদ্ধার করা।
-
বাংলা অর্থ: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
-
সমার্থক শব্দ:
-
Resuscitate (জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা)
-
Rejuvenate (নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা)
-
Restore (ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া)
-
Deteriorate (অবনতি ঘটানো বা ঘটানো)
-
Expire (অবসান হওয়া; নিশ্বাস ফেলা; মরে যাওয়া; মৃত্যুবরণ করা)
-

0
Updated: 6 hours ago
'Plagiarism means ____
Created: 1 month ago
A
the act of using someones else's idea as one's own.
B
the act of planning everything beforehand.
C
the act of playing a musical instrument.
D
the art of dealing with forgery.
Coming..

0
Updated: 1 month ago