A misogynistic person means:
A
A person who loves women.
B
A person who hates or dislikes women.
C
A person who hates or dislikes men.
D
A person who can use both hands.
উত্তরের বিবরণ
Misogynist একটি Noun বা বিশেষ্য। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায়, যে নারীদের ঘৃণা করে, অপছন্দ করে বা বিশ্বাস করে যে নারীরা পুরুষদের সমান নয়।
-
বাংলা অর্থ: নারীবিদ্বেষী; স্ত্রীদ্বেষী।
-
সমার্থক শব্দ: Anti-Feminist, Misanthropist (মনুষ্যবিদ্বেষী), Sexist (যৌনবিদ্বেষী), Women hater (নারীবিদ্বেষী), Male chauvinist (পুং শ্রেষ্ঠত্বে বিশ্বাসী লোক)।
-
বিপরীতার্থক শব্দ: Philogynist (নারী প্রেমিক), Feminist (নারীবাদী), Idealist (আদর্শবাদী), Libber (নারীবাদ সমর্থক)।
-
অন্য রূপ: Misogynistic (Adjective), Misogyny (Noun)।
-
উদাহরণ বাক্য:
১. This misogynist attitude has found expression as an open hostility towards women.
২. Bravo, too, for the general misogynist stereotyping, victim blaming and general mansplaining.

0
Updated: 6 hours ago
Which word is closest in meaning to "Guileless"?
Created: 4 weeks ago
A
Shrewd
B
Calculating
C
Astute
D
Ingenuous
• The closest in meaning to 'Guileless' is - Ingenuous.
• Guileless (adjective)
English Meaning: free from cunning or deceit; innocent and straightforward.
Bangla Meaning: নির্দোষ; মিথ্যা ছাড়া; সরল।
অপশন আলোচনা:
Shrewd - কূটচালাক; বিচক্ষণ।
Calculating - সুবিধাবাদী; কৌশলী।
Astute - তীক্ষ্ণ বুদ্ধির; বিচক্ষণ।
Ingenuous - সরল; নির্দোষ; সৎ।

0
Updated: 4 weeks ago
'Panacea' means-
Created: 2 weeks ago
A
cure-all
B
pancreatic
C
widespread disease
D
gland
Panacea means - cure-all.
• Panacea (noun)
English Meaning: a remedy for all ills or difficulties.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
• Synonyms:
- universal cure,
- cure-all,
- cure for all ills,
- universal remedy,
- sovereign remedy,
- heal-all.
Example Sentence:
1. The company believed that lowering prices would be the panacea for increasing sales.
2. While some see meditation as a panacea for stress, others prefer exercise.
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) pancreatic - অগ্ন্যাশয়; অগ্ন্যাশয়সংক্রান্ত, অগ্ন্যাশয় হইতে নিঃসৃত।
গ) widespread disease -বহুবিস্তৃত রোগবালাই।
ঘ) gland - লালাগ্রন্থি।
Source: Merriam-Webster. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 3 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।

0
Updated: 3 months ago