দেশে সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব হয় _________ প্রতিষ্ঠার ফলে।
A
সুশাসন
B
সামাজিক ন্যায়বিচার
C
অর্থনৈতিক প্রবাহ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
সুষম ও টেকসই উন্নয়ন ও সুশাসন
-
দেশে সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব হয় সুষম উন্নয়ন প্রতিষ্ঠার মাধ্যমে, যেখানে অর্থনীতি, পরিবেশ ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়।
সুশাসন:
-
সুশাসন বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে:
-
শাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত থাকে।
-
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
-
সম্পদ ও সেবা বিতরণের ফলে দরিদ্রতম ও দরিদ্র নাগরিকেরা মর্যাদাপূর্ণ জীবন-যাপন করার সুযোগ পায়।
-
-
সুশাসন কেবল নৈতিক বা দর্শনগত ধারণা নয়; এটি একটি কার্যকরী প্রক্রিয়া।
-
যখন সুশাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়, তখন সমগ্র রাজনৈতিক ব্যবস্থা টেকসই উন্নয়ন ও পরিবর্তনের দিকে ধাবিত হয়।
-
শাসন তখনই ভালো বা সুশাসন হয় যখন তা নিঃস্ব ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করে।

0
Updated: 6 hours ago
শিশুরা কোথায় থেকে সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়?
Created: 2 days ago
A
গণমাধ্যম
B
বিদ্যালয়
C
সমাজ
D
পরিবার
নৈতিক মূল্যবোধ
-
শিশু তার পরিবার থেকেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়।
-
নৈতিক মূল্যবোধ মানুষের আচরণ, মনোভাব ও চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক।
-
এটি নীতি ও উচিত-অনুচিত বোধ থেকে উৎসারিত হয়।
-
নৈতিক মূল্যবোধের উদাহরণ:
-
সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা
-
অন্যায়কে অন্যায় বলা ও অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা
-
অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা
-
দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য করা
-
অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত করতে সাহায্য করা
-

0
Updated: 2 days ago
রাজনৈতিক ঐকমত্য ও প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় কোনটি?
Created: 2 days ago
A
দুর্নীতি
B
স্বজনপ্রীতি
C
সুশাসন
D
উপরের সবকটি
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত ও প্রশাসনিক জবাবদিহিতা অপরিহার্য। এই দুটি উপাদান অনুপস্থিত হলে সুশাসন ব্যাহত হয় এবং রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়া থমকে যেতে পারে। একটি কার্যকর গণতন্ত্রে নাগরিক ও সরকারের যৌথ প্রচেষ্টা ছাড়া স্থায়ী সুশাসন সম্ভব নয়।
-
সুশাসন
-
গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা অধিকার ভোগের পাশাপাশি নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য।
-
সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল নয়; নাগরিকের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
-
যে জাতি নিজের কর্তব্য থেকে বিমুখ, তারা কখনো উন্নতি করতে পারে না এবং প্রকৃত সুশাসন গড়ে তুলতে ব্যর্থ হয়।
-
-
পশ্চিমা দৃষ্টিতে সুশাসনের মূল বৈশিষ্ট্য
-
জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা।
-
রাষ্ট্রব্যবস্থা অবশ্যই আইনের শাসন বা সবার কাছে গ্রহণযোগ্য আইনের ওপর ভিত্তি করে চলা।
-
রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা।
-
প্রশাসনিক দক্ষতা ও গণতান্ত্রিক শাসন কাঠামোর শক্তিশালীকরণ।
-

0
Updated: 2 days ago
সুশাসন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Created: 2 days ago
A
বারাক ওবামা
B
জিম ইয়ং কিম
C
D
বারবার কোনাবল
সুশাসন (Good Governance)
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম সুশাসন (Good Governance) শব্দটি ব্যবহার করেন।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংক প্রথমবারের মতো সুশাসন প্রত্যয় ব্যবহার করে।
-
ল্যান্ডেল মিল (Landell Mill) বলেন, “সুশাসন একটি জাতির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জনপ্রশাসন ও আইনী কাঠামোর মধ্যে এটি কিভাবে কাজ করে তা জানায়।”
-
মিশেল ক্যামডেসাস এর মতে: “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।”

0
Updated: 2 days ago