দেশে সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব হয় _________ প্রতিষ্ঠার ফলে।
A
সুশাসন
B
সামাজিক ন্যায়বিচার
C
অর্থনৈতিক প্রবাহ
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
সুষম ও টেকসই উন্নয়ন ও সুশাসন
-
দেশে সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব হয় সুষম উন্নয়ন প্রতিষ্ঠার মাধ্যমে, যেখানে অর্থনীতি, পরিবেশ ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়।
সুশাসন:
-
সুশাসন বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে:
-
শাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত থাকে।
-
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
-
সম্পদ ও সেবা বিতরণের ফলে দরিদ্রতম ও দরিদ্র নাগরিকেরা মর্যাদাপূর্ণ জীবন-যাপন করার সুযোগ পায়।
-
-
সুশাসন কেবল নৈতিক বা দর্শনগত ধারণা নয়; এটি একটি কার্যকরী প্রক্রিয়া।
-
যখন সুশাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়, তখন সমগ্র রাজনৈতিক ব্যবস্থা টেকসই উন্নয়ন ও পরিবর্তনের দিকে ধাবিত হয়।
-
শাসন তখনই ভালো বা সুশাসন হয় যখন তা নিঃস্ব ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করে।
0
Updated: 1 month ago
নৈতিকতার উৎপত্তি ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে এসেছে— কে এই মত দেন?
Created: 1 month ago
A
B
জোনাথান হেইট
C
জন রলস
D
প্লেটো
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
-
নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয় এবং এটি মানবমনের উচ্চ গুণাবলি।
-
নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত।
-
ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকেই নৈতিকতার বিকাশ ঘটে।
গুরুত্বপূর্ণ কিছু প্রামাণ্য সংজ্ঞা
-
সক্রেটিস বলেছেন: “সৎ গুণই জ্ঞান (Virtue is knowledge)।” তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হলো জ্ঞান (knowledge) আর অন্যায়বোধের উৎস হলো অজ্ঞতা (ignorance)।
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন: “ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।”
0
Updated: 1 month ago
“Sociology is the science of society or of social phenomena.” – এই সংজ্ঞাটি sociology-র কে প্রদান করেছে?
Created: 1 month ago
A
কার্ল মার্কস
B
এল এফ ওয়ার্ড
C
লর্ড ব্রাইস
D
ম্যাক্স ওয়েবার
সুশাসন সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে নাগরিকের আচরণ, রীতি-নীতি, অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্রের শাসন প্রণালীসহ নাগরিক জীবনের সামগ্রিক বিষয়াবলি নিয়ে আলোচনা করে।
-
পৌরনীতি ও সুশাসন নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক জীবনের নিয়ম, নীতি এবং দায়িত্বসমূহ বোঝায়।
-
সমাজবিজ্ঞান সম্পর্কে এল এফ ওয়ার্ড (L.F. Ward) বলেছেন, "Sociology is the science of society or of social phenomena."
-
রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস সুনাগরিকের তিনটি গুণাবলি উল্লেখ করেছেন: বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম।
0
Updated: 1 month ago
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
B
সরকারি কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
C
দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
D
সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy):
-
শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়।
-
এটি একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্যকেও নির্দেশ করে।
-
ব্যক্তি-পর্যায়ে শুদ্ধাচারের অর্থ হলো কর্তব্যনিষ্ঠা ও সততা, অর্থাৎ চরিত্রনিষ্ঠা।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
কৌশলের মূল লক্ষ্য:
-
শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা।
-
রাষ্ট্র ও সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা সরকারের সাংবিধানিক ও আইনগত স্থায়ী দায়িত্ব, এবং সরকারের অবশ্যই অব্যাহতভাবে এই লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করতে হবে।
শুদ্ধাচারের গুরুত্ব:
-
শুদ্ধাচারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথে উদ্ভূত সমস্যা দূর করা যায়।
-
এটি সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে নৈতিকতা ও সততার মানদণ্ড প্রতিষ্ঠা করে।
0
Updated: 1 month ago