ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি কোনটি?
A
আইনের শাসন
B
অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
C
পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
D
বর্ণিত সবগুলো
উত্তরের বিবরণ
নৈতিক মূল্যবোধ (Moral Values):
-
নৈতিক মূল্যবোধের উৎস হলো নীতি ও উচিত-অনুচিত বোধ।
-
এটি হলো সেই মনোভাব ও আচরণ, যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য মনে করে এবং মানসিক তৃপ্তি লাভ করে।
-
নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস হলো পরিবার, শিশু প্রথম শিক্ষা পায় পরিবার থেকে।
-
উদাহরণ: অন্যায় থেকে বিরত থাকা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, দুঃস্থ ও বিপদগ্রস্তদের সহায়তা করা।
ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি:
-
পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ।
-
আইনের শাসন নিশ্চিত করা।
-
অধিকার ও সুযোগের সমতা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
Created: 1 month ago
A
শুদ্ধাচার
B
মূল্যবোধ
C
সুশাসন
D
কোনটি নয়
নৈতিকতা হলো মানুষের আচরণ ও চরিত্রকে নিয়ন্ত্রণকারী একটি গুরুত্বপূর্ণ দিক, যা বিবেক ও মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। এটি ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধনে ভূমিকা রাখে।
-
নৈতিকতার প্রধান নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ।
-
নৈতিক শিক্ষা শুরু হয় পরিবারে।
-
নৈতিকতার রক্ষাকবচ হলো বিবেকের দংশন।
-
নৈতিকতার মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন।
-
নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
-
নীতির বিপরীত হলো দুর্নীতি।
-
নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বলা হয় শুদ্ধাচার।
0
Updated: 1 month ago
শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে -
Created: 1 month ago
A
মূল্যবোধ
B
সুশাসন
C
নৈতিকতা
D
সবগুলো
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। এটি মানব মনের উচ্চ গুণাবলি, যা মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত হয়। নৈতিকতার বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে। নৈতিকতা কেবল বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ নয়, বরং এটি মানসিক ও আত্মিক গুণাবলির সঙ্গে গভীরভাবে যুক্ত।
গুরুত্বপূর্ণ প্রামাণ্য সংজ্ঞা—
-
নীতিবিদ ম্যুর বলেছেন, "শুভের প্রতি অনুরাগ ও অশুভের প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।"
-
সক্রেটিস বলেন, "সৎ গুণই জ্ঞান" (Virtue is knowledge)। তিনি বিশ্বাস করতেন, জ্ঞানী ও গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না। ন্যায়বোধের উৎস হলো জ্ঞান, অন্যায়বোধের উৎস হলো অজ্ঞতা।
-
Collins English Dictionary অনুযায়ী, "Morality is concerned with human behaviour, especially the distinction between good and bad and right and wrong behaviour."
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন, নৈতিকতার উদ্ভব হয়েছে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে।
-
Cambridge International Dictionary of English অনুযায়ী, নৈতিকতা হলো "ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্য কোনো বিষয় থেকে বেশি গুরুত্ব প্রদান করে।"
0
Updated: 1 month ago
উদারনৈতিক গণতন্ত্রে সাম্য বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
নির্দিষ্ট জাতির অগ্রাধিকার
B
ধর্মভিত্তিক অধিকার
C
কেবল অর্থনৈতিক সাম্য
D
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমান অধিকার
সাম্যের ধারণা হলো এমন একটি নীতিগত ও সামাজিক ধারণা যা মানুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করে। সাম্য শব্দটি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এবং বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক মতাদর্শে এর ব্যাখ্যা পাওয়া যায়।
-
প্রাচীন গ্রীসের নগররাষ্ট্র প্রসঙ্গে প্লেটোর লেখনীতে সাম্যবাদের উল্লেখ আছে।
-
আধুনিক যুগে কার্ল মার্কস ব্যক্তিগত সম্পত্তি বিলোপ করে সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেছেন।
-
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব, যা বিপ্লবের মূল্য লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় সাম্য বলতে বোঝায় মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনের উপযোগী সুযোগ-সুবিধা সমানভাবে পাওয়া।
-
উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।
-
অধ্যাপক হ্যারল্ড লাস্কি অনুযায়ী, সকলের সামনে যথার্থ সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত রাখা সাম্য নিশ্চিত করে।
-
অর্থাৎ, সাম্য এমন একটি অবস্থা বা পরিবেশ যেখানে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং নিজের বিকাশ ঘটাতে সক্ষম হয়।
0
Updated: 1 month ago