মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
A
জনকল্যাণমুখিতা
B
সহমর্মিতা
C
আপেক্ষিকতা
D
সহনশীলতা
উত্তরের বিবরণ
মূল্যবোধ (Moral Values):
-
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
-
এটি স্থান, কাল ও পাত্রভেদে বিভিন্ন রূপ ধারণ করে এবং পরিবর্তনশীল।
মূল্যবোধের বৈশিষ্ট্য:
-
সামাজিক মাপকাঠি:
-
মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তি হলো মূল্যবোধ।
-
এটি মানুষের আচার-ব্যবহার, ধ্যান-ধারণা, চাল-চলন ইত্যাদি নিয়ন্ত্রণের মাপকাঠি হিসেবে কাজ করে।
-
-
যোগসূত্র ও সেতুবন্ধন:
-
মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যসূত্রে আবদ্ধ করে।
-
একই রীতি-নীতি, আচার-অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে মানুষ পরস্পরের সাথে মিলিত ও সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করে।
-
-
নৈতিক প্রাধান্য:
-
মূল্যবোধ আইন নয়, বরং একধরনের সামাজিক নৈতিকতা।
-
সমাজের মানুষের শ্রদ্ধার কারণে মানুষ মূল্যবোধকে মান্য করে।
-
-
বিভিন্নতা:
-
দেশ, জাতি, সমাজ ও প্রকৃতিভেদে মূল্যবোধের রূপ ভিন্ন।
-
স্থান, কাল ও পাত্রভেদে একই মূল্যবোধ ভিন্নভাবে গ্রহণযোগ্য হতে পারে।
-
-
বৈচিত্র্য ও আপেক্ষিকতা:
-
আজকের মূল্যবোধ কালকের মতো নাও হতে পারে।
-
এটি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আপেক্ষিক।
-
-
পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা:
-
সমাজের পরিবর্তনের সাথে মূল্যবোধও পরিবর্তিত হয়।
-
অতীতের কিছু মূল্যবোধ যেমন বাল্যবিবাহ ও সতীদাহ এখন অর্থহীন, এবং বর্তমানের কিছু মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে।
-
মূল্যবোধ নৈর্ব্যক্তিক, অর্থাৎ ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল নয়।
-
0
Updated: 1 month ago
মূল্যবোধের চালিকা শক্তি হলো -
Created: 1 month ago
A
উন্নয়ন
B
গণতন্ত্র
C
সংস্কৃতি
D
সুশাসন
মূল্যবোধ ও সংস্কৃতি
মূল্যবোধ সমাজে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা কীভাবে চলা-ফেরা করব, কোন কাজগুলো গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য—সবকিছু মূলত মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।
এই আচরণগুলোর নিয়ন্ত্রণে সংস্কৃতির বিশেষ ভূমিকা রয়েছে। সংস্কৃতি আমাদের শেখায় কোন আচরণটি কাম্য, কোনটি অপ্রিয়। তাই বলা যায়, সংস্কৃতি হলো মূল্যবোধের মূল চালিকাশক্তি।
উৎস: মোজাম্মেল হক, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
বিধবা বিবাহ নিষিদ্ধ কোন মূল্যবোধের উদাহরণ?
Created: 1 month ago
A
সামাজিক মূল্যবোধ
B
নৈতিক মূল্যবোধ
C
আত্মিক মূল্যবোধ
D
আধুনিক মূল্যবোধ
আধুনিক মূল্যবোধ (Modern Values)
সমাজ ক্রমাগত পরিবর্তনশীল এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যবোধও পরিবর্তিত হয়। অতীতের অনেক মূল্যবোধ আজ অর্থহীন বা অপ্রচলিত হয়ে গেছে। সমাজের নৈতিকতা, রীতিনীতি ও সামাজিক আচরণের সাথে মানিয়ে নতুন মূল্যবোধ গড়ে ওঠে।
-
অতীতে বাল্যবিবাহ প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে মানুষ এটি অপছন্দ করে এবং রাষ্ট্র আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করেছে।
-
হিন্দু সমাজে অতীতে সতীদাহ ও সহমরণ প্রথা প্রচলিত ছিল, বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল; এগুলো আজ আর নেই।
-
মূল্যবোধের পরিবর্তনশীল প্রকৃতির কারণে বর্তমানের অনেক মূল্যবোধও ভবিষ্যতে পরিবর্তিত বা অপ্রচলিত হতে পারে, এবং নতুন মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হবে।
0
Updated: 1 month ago
কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
Created: 1 month ago
A
সামাজিক মূল্যবোধ
B
ইতিবাচক মূল্যবোধ
C
গণতান্ত্রিক মূল্যবোধ
D
নৈতিক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ হলো সেই চিন্তাভাবনা, লক্ষ্য ও সংকল্প যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের দৈনন্দিন আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
এই মূল্যবোধ নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং দেশের বৃহত্তর স্বার্থকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের উপরে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা করতে হয়।
-
রাষ্ট্রের নাগরিকরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠী স্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দিতে বাধ্য।
-
নাগরিকরা পারস্পরিক সুখ ও দুঃখে একত্রে সমর্থন ও সহায়তা প্রদর্শন করে।
-
গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও বিভিন্ন গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।
-
এর ভিত্তি উদারতাবাদ।
গণতান্ত্রিক মূল্যবোধের প্রভাব:
-
রাজনৈতিক সততা, শিষ্টাচার ও সৌজন্যবোধের বিকাশ।
-
রাজনৈতিক সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা।
-
সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধা এবং সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ।
-
বিরোধী মত প্রকাশ ও প্রসারের সুযোগ প্রদান।
-
নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা গঠন।
-
সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে উত্তেজনা প্রশমিত হয়।
উল্লেখ্য, গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত এবং এটি ইতিবাচক বা সামাজিক মূল্যবোধ থেকে পৃথক, কারণ সামাজিক মূল্যবোধ দেশ বা সমাজ অনুযায়ী ভিন্ন রূপে প্রকাশ পায়।
0
Updated: 1 month ago