"The Sun Rising" is a -
A
Play
B
Short story
C
Poem
D
Novel
উত্তরের বিবরণ
“The Sun Rising” কবিতার রচয়িতা হলেন John Donne, এবং এটি একটি Poem। কবিতাটি Songs and Sonnets সংগ্রহের অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে প্রকাশিত হয়, যা কবির মৃত্যুর পর প্রকাশিত হয়।
The Sun Rising:
-
কবিতার শুরুতেই কবি সূর্যকে আখ্যায়িত করেছেন “Busy old fool, unruly sun” বলে।
-
তিনি প্রশ্ন করেন কেন সূর্য জানালা ও পর্দার মাধ্যমে তীব্র আলো দিয়ে তাদের বিছানায় বাধা দেয়।
-
কবি সূর্যকে উদ্দেশ্য করে বলেন যেন সূর্য তার রশ্মি দিয়ে ঘর আলোকিত ও বিছানা উষ্ণ রাখেন, যাতে তিনি ও তার প্রেমিকা সারাদিন একসাথে থাকতে পারেন।
-
কবিতার মূল ভাব হলো প্রেমিক যুগল ও তাদের অন্তরঙ্গতা সূর্যের নিয়মের বাইরে অবস্থান করতে পারে।
John Donne (1572–1631):
-
English Poet এবং Metaphysical School-এর প্রধান কবি
-
ইংরেজ ভাষার সবচেয়ে বড় Love Poet হিসাবে বিবেচিত
-
ধর্মীয় কবিতা ও মেটাফিজিকাল কবিতার জন্যও খ্যাত
উল্লেখযোগ্য রচনা:
-
A Valediction: Forbidding Mourning
-
Anniversaries
-
Batter My Heart
-
Death, Be Not Proud
-
Devotions upon Emergent Occasions
-
Holy Sonnets
-
Paradoxes and Problems
-
Pseudo-Martyr
-
Songs and Sonnets
-
The Canonization
0
Updated: 1 month ago
A
song embodying religious and sacred emotions _____.
Created: 2 months ago
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
ব্যাখ্যা:
(ক) Lyric গীতিকবিতা- Lyric is a
collection of verses and choruses, making up a complete song, or a short and
non-narrative poem. A lyric uses a single speaker, who expresses personal
emotions or thoughts.
(খ) Ode গাথা-কবিতা- An ode is a lyrical poem that expresses
intense feelings, such as love, respect, or praise for someone or something.
(গ)
Hymn স্তুতিগীত, ঈশ্বর-বন্দনা- A Hymn is
a religious song or poem of praise to God.
(ঘ)
Ballad কাহিনীসংবলিত গান / কবিতা- Ballad is a poem or song that narrates a story
in short stanzas.
0
Updated: 2 months ago
Which of the following is a Coordinating Conjunction?
Created: 1 month ago
A
After
B
If
C
Once
D
Nor
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।
0
Updated: 1 month ago
What is Sidney’s main complaint about contemporary English drama?
Created: 5 months ago
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
0
Updated: 5 months ago