Who is the author of the play "Pygmalion"?
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
উত্তরের বিবরণ
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 1 month ago
A
Fluorescent
B
Fluoresent
C
Flourescent
D
Fluorescint
সঠিক শব্দটি: ক) Fluorescent
-
Fluorescent:
-
English meaning: producing light by fluorescence (absorbing light of a short wavelength and producing light of a longer wavelength)
-
Bangla meaning: পদার্থ যা বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয়; প্রতিপ্রভ
-
-
Example:
-
Certain chemicals are used in fluorescent lights to produce visible light.
-
Source: Accessible Dictionary
0
Updated: 1 month ago
Which of the following is an antonym of "dross"?
Created: 1 month ago
A
Garbage
B
Worthful
C
Smooth
D
Devalue
Dross হলো এমন একটি পদার্থ বা বস্তু যা মূল্যহীন বা ব্যবহারহীন। এটি সাধারণত ধাতু গলানোর সময় তৈরি হওয়া অবশিষ্ট ধাতু বা ময়লার জন্য ব্যবহৃত হয়, তবে রূপকভাবে যেকোনো অমূল্য বা তুচ্ছ বস্তু বোঝাতেও ব্যবহৃত হয়।
-
Correct Answer: Worthful
-
Bangla Meaning: (১) ধাতু গলালে যে ময়লা বা গাদ জমে; ধাতুমল; ময়লা। (২) (লাক্ষণিক) মূল্যহীন বস্তু; আবর্জনা
-
English Meaning: Something that has no use or no value
-
Synonyms: Rubbish (আবর্জনা), Garbage (ময়লা, আবর্জনা), Debris (ধ্বংসাবশেষ), Junk (অমূল্য বস্তু), Trash (জঞ্জাল)
-
Antonyms: Asset (সম্পদ), Resource (সম্বল), Valuable (মূল্যবান বস্তু), Worthful (মূল্যবান), Significant (গুরুত্বপূর্ণ)
-
Other Forms: Drossy (adjective)
-
Other Options:
-
Smooth – মিষ্টভাষী; ভদ্র, শান্ত; সৌহার্দ্যপূর্ণ
-
Devalue – মূল্য কমানো
-
-
Example Sentences:
-
We read all the manuscripts, but 95 percent are dross.
-
This movie is not completely without value, but there's a lot of sub-par dross to be sifted through to get to the worthwhile material.
-
0
Updated: 1 month ago
Who authored the play The Spanish Tragedy?
Created: 1 month ago
A
Ben Jonson
B
George Eliot
C
Thomas Kyd
D
Matthew Arnold
The Spanish Tragedy হলো একটি বিখ্যাত Elizabethan revenge tragedy নাটক, যা রচনা করেছেন Thomas Kyd। Revenge tragedy এমন একটি নাট্যধারা যা প্রতিশোধের অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত হয় এবং এতে রক্তপাত ও শারীরিক ক্ষতি প্রকাশ পায়। সাধারণত এই ধরনের নাটক Senecan tragedy অনুসরণ করে লেখা হয়। Thomas Kyd এর ‘The Spanish Tragedy’ নাটকের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।
The Spanish Tragedy সম্পর্কিত তথ্য:
-
রচয়িতা: Thomas Kyd
-
নাটকের ধরন: প্রথম Revenge Tragedy
-
বৈশিষ্ট্য: প্রতিশোধের খোঁজ, রক্তপাত ও মারাত্মক ঘটনা
-
যুগ: Elizabethan Period
Thomas Kyd:
-
ইংরেজ নাট্যকার
-
Elizabethan Period এর একজন উল্লেখযোগ্য লেখক
-
University Wit এর একজন সদস্য
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Spanish Tragedy
-
Cornelia
অন্য প্রাসঙ্গিক নাটক ও কবিতা:
-
The Maid's Tragedy – Beaumont
-
The Atheist's Tragedy ও The Revenger's Tragedy – Cyril Tourneur
-
The Spanish Gypsy (dramatic poem) – George Eliot
-
The Scholar Gipsy (poem) – Matthew Arnold
এই তথ্যের মাধ্যমে Elizabethan Period এ revenge tragedy এবং Thomas Kyd এর অবদান পরিষ্কারভাবে বোঝা যায়।
0
Updated: 1 month ago