Who is the author of the essay "Of Studies"?
A
John Milton
B
Francis Bacon
C
James Joyce
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
“Of Studies” প্রবন্ধের লেখক হলেন Francis Bacon। এটি তার বিখ্যাত “Essays, Civil and Moral” সংগ্রহের অংশ, যেখানে পড়াশোনা, লেখা এবং চিন্তার গভীরতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
Francis Bacon (1561–1626)
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
পরিচিত: Sir Francis Bacon
-
পেশা: Lawyer, Statesman, Philosopher, এবং Master of the English tongue
-
তিনি natural philosopher হিসেবেও পরিচিত
-
সাহিত্য ক্ষেত্রে খ্যাত: তার সংক্ষিপ্ত প্রবন্ধে worldly wisdom
বিখ্যাত উক্তি:
-
"Reading maketh a full man; conference a ready man, and writing an exact man."
-
"It is impossible to love and to be wise."
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উপাধি:
-
Father of English Essay
-
Father of Modern Prose
-
Father of Empiricism
-
First essayist in English Literature
উল্লেখযোগ্য কর্মসমূহ:
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis
0
Updated: 1 month ago
Who is the author of the poem Easter, 1916?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
G.B Shaw
D
William Shakespeare
Easter, 1916 কবিতাটি William Butler Yeats লিখেছেন। এটি ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। কবিতায় শহীদদের আত্মত্যাগ ও তাঁদের জীবনের পরিবর্তনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার একটি বিখ্যাত লাইন হলো: "All changed, changed utterly: A terrible beauty is born."
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়।
-
তাঁর সাহিত্যকর্মগুলোতে আইরিশ ঐতিহ্য ও রাজনীতি এর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ বিভিন্ন কবিতায় প্রতিফলিত হয়।
-
১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
W.B. Yeats রচিত কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
উৎস:
0
Updated: 1 month ago
Choose the sentence that misuses the determiner.
Created: 1 month ago
A
We have plenty of reasons to be proud.
B
They barely heard no sounds in the deep forest.
C
There is little chance of winning the game.
D
He showed a little kindness to the stranger.
Correct Sentence: They heard no sounds in the deep forest।
Explanation:
-
"Barely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যায় না।
-
তাই সঠিক বাক্য হলো: They heard no sounds in the deep forest।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) We have plenty of reasons to be proud।
-
"Plenty of" সঠিক determiner, যা countable noun "reasons" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Plenty of" (প্রচুর; অঢেল) countable এবং uncountable noun উভয়ের পূর্বে ব্যবহার করা যায়।
-
-
গ) There is little chance of winning the game।
-
"Little" সঠিক determiner, যা uncountable noun "chance" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
"Little" (নগণ্য; নাই বললেই চলে) শুধুমাত্র uncountable noun-এর আগে আসে।
-
-
ঘ) He showed a little kindness to the stranger।
-
"A little" সঠিক determiner, যা uncountable noun "kindness" নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছে।
-
Source:
0
Updated: 1 month ago
Synonym of 'Equivocate' -
Created: 1 month ago
A
Prevaricate
B
Vacillate
C
Confront
D
Both A & B
Equivocate [verb]
-
English Meaning: To speak in a way that is intentionally not clear and confusing to other people, especially to hide the truth.
-
Bangla Meaning: দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।
-
Synonyms: Prevaricate (অসত্য বা আংশিক অসত্য বলা), Vacillate (দ্বিধা করা), Temporize (গড়িমসি করা), Fudge (অর্থহীন অজুহাত দেওয়া), Hedge (এড়ানো), Quibble (কথার মারপ্যাঁচ করা)।
-
Antonyms: Confront (মুখোমুখি হওয়া), Tell the truth (সত্য বলা), Be frank (স্পষ্টবাদী হওয়া), Speak your mind (আসল কথা বলা), Be blunt (সরাসরি বলা)।
-
Example Sentences:
-
The law students squirmed and equivocated to avoid confronting my question.
-
The applicant seemed to be equivocating when we asked him about his last job.
-
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago