Who is the author of the essay "Of Studies"?
A
John Milton
B
Francis Bacon
C
James Joyce
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
“Of Studies” প্রবন্ধের লেখক হলেন Francis Bacon। এটি তার বিখ্যাত “Essays, Civil and Moral” সংগ্রহের অংশ, যেখানে পড়াশোনা, লেখা এবং চিন্তার গভীরতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
Francis Bacon (1561–1626)
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
পরিচিত: Sir Francis Bacon
-
পেশা: Lawyer, Statesman, Philosopher, এবং Master of the English tongue
-
তিনি natural philosopher হিসেবেও পরিচিত
-
সাহিত্য ক্ষেত্রে খ্যাত: তার সংক্ষিপ্ত প্রবন্ধে worldly wisdom
বিখ্যাত উক্তি:
-
"Reading maketh a full man; conference a ready man, and writing an exact man."
-
"It is impossible to love and to be wise."
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উপাধি:
-
Father of English Essay
-
Father of Modern Prose
-
Father of Empiricism
-
First essayist in English Literature
উল্লেখযোগ্য কর্মসমূহ:
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 7 hours ago
“I wandered lonely as a cloud” is the opening line of which poem?
Created: 1 week ago
A
Ode to a Nightingale by John Keats
B
Daffodils by William Wordsworth
C
The Solitary Reaper by William Wordsworth
D
To a Skylark by P. B. Shelley
“I wandered lonely as a cloud” হলো William Wordsworth-এর Daffodils কবিতার উদ্বোধনী লাইন, যা প্রকৃতি এবং ব্যক্তিগত অনুভূতির মিলনের অনন্য প্রতিফলন।
-
I Wandered Lonely as a Cloud (Daffodils) হলো William Wordsworth-এর রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতায় Wordsworth-এর বিচরণ এবং এক লেকের ধারে daffodils-এর বাগান আবিষ্কারের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে, যার স্মৃতি তাকে একাকী বা বিরক্ত অবস্থায় আনন্দ এবং পরিতৃপ্তি দেয়।
-
প্রথম প্রকাশিত হয় 1807 সালে।
-
এটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক জগতের সাথে সম্পর্কিত মূল ধারণাগুলোকে একত্রিত করে।
-
কবিতায় Wordsworth daffodils-এর সৌন্দর্যকে Milky Way-এর তারাগুলোর সাথে তুলনা করেছেন।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“I wandered lonely as a cloud That floats on high o'er vales and hills, When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“A host, of golden daffodils; Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze.”
-
“Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance.”
-
“And then my heart with pleasure fills, And dances with the daffodils.”
William Wordsworth
-
জন্মগ্রহণ করেন 7 April 1770, Cockermouth, Cumberland, England।
-
তিনি Lake Poet নামে পরিচিত, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছিলেন।
Notable Works (Poems)
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
I Wandered Lonely as a Cloud

0
Updated: 1 week ago
We have a proposal to improve the system.
Here, the underlined part is an example of-
Created: 3 weeks ago
A
Adverb Phrase
B
Participle Phrase
C
Infinitive Phrase
D
Prepositional Phrase
Infinitive Phrase – Example and Explanation
-
Example Sentence:
We have a proposal to improve the system.-
Underlined part: to improve the system
-
Correct Option: গ) Infinitive phrase
-
-
Explanation:
-
The phrase to improve the system is formed by to + verb (base form) + extension.
-
Here, it functions as a post-modifier of the noun proposal, effectively modifying the noun (Adjective function).
-
-
Infinitive Phrase Overview:
-
Structure: to + verb (base form) + extension
-
Functions: Can modify Noun, Adjective, or Adverb Phrases
-
As post-modifier → acts like an adjective
-
As subject/object → acts like a noun phrase
-
-
Example: To read a newspaper is a good habit. (Here, the infinitive phrase acts as a noun phrase.)
-

0
Updated: 3 weeks ago
"Oliver Twist" is the title character of a novel, created by-
Created: 1 week ago
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes

0
Updated: 1 week ago