"Beauty is truth, truth beauty" – appears in which poem?
A
Ode to the West Wind
B
Ode to a Nightingale
C
Kubla Khan
D
Ode on a Grecian Urn
উত্তরের বিবরণ
“Beauty is truth, truth beauty” লাইনটি John Keats-এর লেখা Ode on a Grecian Urn কবিতায় এসেছে। এটি Romantic Period-এর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি ৫টি stanza বিশিষ্ট এবং প্রকাশিত হয় ১৮২০ সালে। এতে একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
প্রধান উক্তি:
-
"Beauty is truth, truth beauty, —that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821)
-
British Romantic Lyric Poet।
-
Romantic Period-এর একজন প্রখ্যাত কবি।
-
সাহিত্য কর্মে বৈচিত্র্যময় Sonnets, Odes, এবং Epics রয়েছে।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness
-
তিনি Physician, Surgeon এবং Doctor হিসেবেও পরিচিত।
প্রধান কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
বাকি অপশন:
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
0
Updated: 1 month ago
What is the meaning of "Call name"?
Created: 1 month ago
A
To praise someone
B
To call someone respectfully
C
To call someone loudly
D
To scold or insult someone
সঠিক উত্তর: ঘ) To scold or insult someone
ব্যাখ্যা:
-
Call name অর্থ: কাউকে অবমাননাকর বা আপত্তিকরভাবে সম্বোধন করা।
-
বাংলায়: গালমন্দ করা।
উদাহরণ:
-
He was punished for calling names to the teacher.
-
(শিক্ষককে গালমন্দ করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়।)
-
-
Children often call names without realizing how hurtful it is.
-
(শিশুরা প্রায়ই গালমন্দ করে, তা কতটা কষ্ট দেয় তা বুঝতে পারা ছাড়া।)
-
উৎস: Live MCQ Lecture
0
Updated: 1 month ago
In which book does the character "Napoleon" appear?
Created: 1 month ago
A
Animal Farm
B
Oliver Twist
C
Elegy Written in a Country Churchyard
D
The Merchant of Venice
Napoleon চরিত্রটি উপস্থিত হয় Animal Farm–এ। এই উপন্যাসটি allegorical form–এ লেখা, যেখানে একটি গল্পকে অন্য গল্পের আড়ালে উপস্থাপন করা হয়। "Animal Farm" মূলত সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি–এর বিষয়গুলো গভীরভাবে অন্বেষণ করে।
Characters
-
মানুষ: Mr. Frederick, Mr. Jones, Mr. Whymper
-
পশু: Napoleon, Snowball, Squealer, Boxer, Benjamin, Old Major, Clover, Moses, Muriel
George Orwell
-
তিনি Modern Period–এর একজন সুপরিচিত লেখক।
-
পরিচয়: English novelist, essayist, and critic
-
প্রকৃত নাম: Eric Arthur Blair
-
বিশেষভাবে পরিচিত Animal Farm এবং Nineteen Eighty-four–এর জন্য।
Notable Works
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four
Other Options
-
Oliver Twist → Charles Dickens
-
Elegy Written in a Country Churchyard → Thomas Gray
-
The Merchant of Venice → William Shakespeare
0
Updated: 1 month ago
The poem suggests that as we get older, we become more entangled in...
Created: 4 weeks ago
A
knitting projects
B
worldly and material concerns
C
exciting adventures
D
philosophical debates
কবিতায় জীবনের এক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যেখানে শৈশবকে দেখা হয়েছে আধ্যাত্মিক নিষ্পাপতা এবং ঈশ্বরীয় সান্নিধ্যের সময় হিসেবে। আত্মা যখন সদ্য ঈশ্বর থেকে এসেছে, তখনও তা “trailing clouds of glory” দ্বারা পরিবেষ্টিত থাকে। এই কারণে শিশুর চোখে প্রকৃতি এক রহস্যময় ও স্বর্গীয় আলোয় ভরা মনে হয়, যেখানে গভীর সৌন্দর্য উপলব্ধি করা যায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ক্ষীণ হয়ে যায়।
প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের পর মানুষের উপর “custom lie upon thee with a weight”, অর্থাৎ সামাজিক রীতি-নীতি, সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিনের চাপ এসে পড়ে। ফলস্বরূপ, শিশুর সেই দিব্য কল্পনাশক্তি ও আধ্যাত্মিক সংযোগ ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যায় এবং তার জায়গা নেয় প্রাপ্তবয়স্কের অনুকরণ ও পার্থিব চিন্তায় নিমগ্নতা। এভাবেই প্রকৃতির মধ্যে ঈশ্বরীয় উপস্থিতি অনুভব করার ক্ষমতা হারিয়ে যায়, যা কবিতার শুরুতে গভীর শোক ও বিষণ্নতার রূপে প্রতিফলিত হয়েছে।
-
শৈশবকে ঈশ্বরের নিকটতম সময় হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে আত্মা এখনও স্বর্গীয় আলোয় আবৃত।
-
শিশুর দৃষ্টিভঙ্গি প্রকৃতিকে রহস্যময় ও আধ্যাত্মিক আভায় পূর্ণ করে তোলে।
-
বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব, রীতি-নীতি ও বস্তুগত আকাঙ্ক্ষা সেই দৃষ্টি আচ্ছন্ন করে ফেলে।
-
“Light of common day” প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তব ও নিস্তেজ অভিজ্ঞতার প্রতীক।
-
শৈশবের কল্পনা ও আধ্যাত্মিক সংযোগের জায়গা নেয় অনুকরণভিত্তিক ভূমিকা ও পার্থিব ব্যস্ততা।
-
এই প্রক্রিয়াই কবির মনে ক্ষতি ও বিষণ্নতার বোধ তৈরি করে, যা কবিতার প্রারম্ভিক অংশে স্পষ্টভাবে প্রকাশিত।
0
Updated: 4 weeks ago