Who composed the sonnet sequence titled "Amoretti"?
A
William Wordsworth
B
Edmund Spenser
C
Samuel Taylor Coleridge
D
William Shakespeare
উত্তরের বিবরণ
“Amoretti” হলো Edmund Spenser-এর লেখা একটি sonnet sequence, যা প্রকাশিত হয় ১৫৯৫ সালে। এটি ৮৯টি sonnet নিয়ে গঠিত এবং সাধারণত English/Shakespearean sonnet (ABABCDCDEFEFGG) ছন্দ অনুসরণ করে, যেখানে প্রতিটি sonnet-এ ১৪টি লাইন থাকে। কবিতায় Spenser তার দ্বিতীয় স্ত্রী Elizabeth Boyle-এর সঙ্গে প্রেম ও বিবাহের গল্প তুলে ধরেছেন। “Amoretti” শব্দটি ইতালিয়ান ভাষার “little loves” অর্থাৎ ছোট প্রেম থেকে এসেছে।
Edmund Spenser (1552–1599)
-
Elizabethan Period-এর একজন প্রধান সাহিত্যিক।
-
উপাধি: The Poet of Poets, The Child of Renaissance and Reformation
-
বিখ্যাত মহাকাব্য: The Faerie Queene, যা রানী Elizabeth-এর প্রশংসা করে লেখা এবং একটি Allegory হিসেবে পরিচিত।
অন্য উল্লেখযোগ্য কাজ:
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (89 Sonnets)

0
Updated: 7 hours ago
What is the "divided duty" that Desdemona speaks of to her father?
Created: 1 week ago
A
Her duty to Venice versus her duty to Cyprus.
B
Her duty to her father versus her duty to her husband, Othello.
C
Her duty to her faith versus her duty to her marriage
D
Her duty to help Cassio versus her duty to obey Othello.
• যখন দেশডিমোনা ভেনিসের ডিউকের সামনে তার পিতার অভিযোগের উত্তরে উপস্থিত হয়, সে শান্ত ও বাগ্মীতার সঙ্গে কথা বলে। সে স্বীকার করে যে তার পিতার প্রতি "life and education"-এর জন্য সম্মান owes। তবে দেশডিমোনা শান্তভাবে যুক্তি দেয় যে এখন তার স্বামীর প্রতি আরও বড় কর্তব্য রয়েছে, যেমন তার মা আগে নিজের পিতার (ব্র্যাবান্টিও) তুলনায় তার স্বামীকে অগ্রাধিকার দিয়েছিলেন। এই বক্তৃতা তাকে দৃঢ়সংকল্পী ও সাহসী নারী হিসেবে প্রতিষ্ঠিত করে, যে নিজের সিদ্ধান্ত রক্ষা করতে ভয় পান না।

0
Updated: 1 week ago
Shakespeare was not a/an-
Created: 4 days ago
A
Actor
B
Novelist
C
Playwright
D
Poet
William Shakespeare – Poet, Dramatist, Actor (Not a Novelist)
১. পরিচিতি
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
English poet, dramatist, actor
-
Bard of Avon
-
English National Poet
-
Dr. Samuel Johnson-এর মতে, Poet of Human Nature
-
-
মোট সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama
২. উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems / Long Poems:
-
Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
৩. গুরুত্বপূর্ণ তথ্য
-
Shakespeare কখনো কোনো নভেল লিখেননি।
-
তার প্রধান সাফল্য নাটক ও কবিতার মাধ্যমে।

0
Updated: 4 days ago
Find the common noun:
Created: 3 weeks ago
A
Flock
B
Pride
C
Anxious
D
Harbour
Common Noun: Harbour
• Answer:
-
ঘ) Harbour — a general place where ships dock
• Harbour (Noun)
-
English Meaning: A place of security and comfort; especially, one with port facilities.
-
Bangla Meaning:
১) পোতাশ্রয়
২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান
• অন্যান্য উদাহরণ:
-
Flock (Collective Noun): (পাখির) ঝাঁক; (পশুর) পাল — e.g., a flock of birds
-
Pride (Collective Noun): দল; ঝাঁক — e.g., a pride of lions/peacocks
-
Anxious: উদ্দিগ্ন; চিন্তিত — একটি adjective, noun নয়
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago