"The Second Coming" is a poem written by -
A
W. B. Yeats
B
Thomas Gray
C
T. S. Eliot
D
William Blake
উত্তরের বিবরণ
“The Second Coming” হলো W. B. Yeats-এর লেখা একটি বিখ্যাত কবিতা। এটি two-stanza poem এবং blank verse-এ রচিত। কবিতাটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক অধঃপতন নিয়ে লেখা। Yeats এখানে খ্রিস্টান ধারণা অনুযায়ী যীশুর পুনরাগমন (Second Coming) উল্লেখ করেন, তবে কবিতায় তিনি ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস দেন।
-
কবিতার মূল থিম:
-
বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক বিপর্যয়
-
সভ্যতার পতন ও এক নতুন ভয়ের যুগের আগমন
-
ভবিষ্যতের এক ভয়াবহ রূপ
-
William Butler Yeats (1865–1939)
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
-
কবি ও নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তাঁর বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Play:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
At the Hawk’s Well
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)

0
Updated: 7 hours ago
Who are the authors of the famous Elizabethan tragedy 'Gorboduc'?
Created: 1 month ago
A
Christopher Marlowe and Thomas Kyd
B
Thomas Norton and Thomas Sackville
C
John Lyly and George Peele
D
Thomas Kyd and Thomas Malory
English Literature – First English Tragedy
-
সঠিক উত্তর: Gorboduc
Gorboduc (The Tragedie of Gorboduc)
-
রচয়িতা: Thomas Norton & Thomas Sackville
-
প্রকাশিত: ১৫৩২
-
Elizabethan Age-এর শুরুর দিকে রচিত
-
ইংরেজি সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ট্র্যাজেডি
-
লেখা হয়েছে Blank Verse-এ
মূল বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রবিন্দু: প্রাচীন ব্রিটেনের রাজা Gorboduc
-
রাজ্য ভাগাভাগি: Gorboduc তার দুই পুত্র Ferrex ও Porrex-এর মধ্যে রাজ্য ভাগ করেন
-
পারিবারিক সংঘাত ও হত্যাকাণ্ডের মাধ্যমে রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফুটে ওঠে
-
এটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি হিসেবে পরিচিত
মন্তব্য:
-
প্রথম ইংরেজি ট্র্যাজেডি: Gorboduc
-
প্রথম ইংরেজি রিভেঞ্জ ট্র্যাজেডি: The Spanish Tragedy (Thomas Kyd)
সংক্ষেপে:
-
Gorboduc → প্রথম English Tragedy, Thomas Norton & Thomas Sackville
-
The Spanish Tragedy → প্রথম English Revenge Tragedy, Thomas Kyd

0
Updated: 1 month ago
Which character famously says: “I could easily forgive his pride, if he had not mortified mine.”?
Created: 2 weeks ago
A
Elizabeth
B
Darcy
C
Jane
D
Charlotte
এই উক্তিটি Elizabeth Darcy সম্পর্কে বলে, যখন Darcy তাকে প্রথম বলেছিল যে সে “not handsome enough”। Elizabeth-এর আঘাত পাওয়া অহংকারই তার prejudice তৈরি করে। সে Darcy-এর সব ভালো দিক উপেক্ষা করে তাকে অহংকারী ভাবে। এই উক্তি পুরো কাহিনির মূল দ্বন্দ্ব বোঝায়—Elizabeth-এর prejudice Darcy-এর pride-এর প্রতিক্রিয়া। পরে Darcy চিঠির মাধ্যমে সত্য প্রকাশ করলে Elizabeth বুঝতে পারে তার বিচার ভুল।

0
Updated: 2 weeks ago
Do you know the answer _____ this question?
Created: 3 weeks ago
A
about
B
for
C
to
D
of
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

0
Updated: 3 weeks ago