"The Second Coming" is a poem written by -
A
W. B. Yeats
B
Thomas Gray
C
T. S. Eliot
D
William Blake
উত্তরের বিবরণ
“The Second Coming” হলো W. B. Yeats-এর লেখা একটি বিখ্যাত কবিতা। এটি two-stanza poem এবং blank verse-এ রচিত। কবিতাটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক অধঃপতন নিয়ে লেখা। Yeats এখানে খ্রিস্টান ধারণা অনুযায়ী যীশুর পুনরাগমন (Second Coming) উল্লেখ করেন, তবে কবিতায় তিনি ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস দেন।
-
কবিতার মূল থিম:
-
বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক বিপর্যয়
-
সভ্যতার পতন ও এক নতুন ভয়ের যুগের আগমন
-
ভবিষ্যতের এক ভয়াবহ রূপ
-
William Butler Yeats (1865–1939)
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
-
কবি ও নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তাঁর বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Play:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
At the Hawk’s Well
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
0
Updated: 1 month ago
In which play does the character "Mrs. Higgins" appear?
Created: 1 month ago
A
Pygmalion
B
Arms and the Man
C
Candida
D
Mrs. Warren's profession
Mrs. Higgins চরিত্রটি উপস্থিত হয় Pygmalion নাটকে।
Pygmalion
-
রচনা: George Bernard Shaw
-
ধরণ: পাঁচ অঙ্কের রোমান্স নাটক
-
প্রথম মঞ্চায়ন: ১৯১৩ সালে ভিয়েনায় (জার্মান ভাষায়)
-
ইংল্যান্ডে মঞ্চায়ন: ১৯১৪ সালে
-
বিষয়বস্তু: ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম-বিশ্বাসের মানবিক রূপ
চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
সংক্ষিপ্ত সারাংশ:
-
Pygmalion একটি ব্যঙ্গাত্মক ও মানবিক রোমান্স নাটক, যা ভাষার প্রভাব এবং ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য নিয়ে রচিত।
-
Mrs. Higgins একজন উচ্চারণ বিশেষজ্ঞ, যিনি বাজি ধরে যে Eliza Doolittle নামের সাধারণ ফুল বিক্রেতার কথা বদলে তাকে অভিজাত রমণীতে পরিণত করতে পারবেন।
-
কঠোর প্রশিক্ষণের পর Eliza সমাজে নিজ অবস্থান তৈরি করে, তবে Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখেন।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প তুলে ধরে।
George Bernard Shaw (G. B. Shaw)
-
পরিচিতি: প্রখ্যাত আয়ারল্যান্ডীয় নাট্যকার ও সমালোচক
-
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
বিশেষ খেতাব: The greatest modern English dramatist; The father of modern English Drama
প্রখ্যাত নাটকসমূহ:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara ইত্যাদি
0
Updated: 1 month ago
"To His
Coy Mistress" was authored by-
Created: 1 month ago
A
John Donne
B
Richard Lovelace
C
Andrew Marvell
D
Sir John Suckling
“To His Coy Mistress” – By Andrew Marvell
১. কবিতার বিবরণ
-
লেখক: Andrew Marvell
-
ধরণ: Metaphysical Poem
-
লাইন সংখ্যা: ৪৬
-
প্রকাশকাল: 1681
-
বিষয়বস্তু: প্রেম ও সময়ের সংঘাতকে বুদ্ধিদীপ্ত ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন।
Summary:
-
কবি তার প্রেমিকাকে বলেন, যদি সময়ের অভাব না থাকত, তিনি তাঁর প্রতিটি শারীরিক বৈশিষ্ট্য প্রশংসা করতে শতাব্দী সময় ব্যয় করতেন।
-
প্রেমিকা সেই সময়কে ব্যবহার করে কবির প্রস্তাব প্রত্যাখ্যান করতেন।
-
কবিতার মূল ভাব: সময় সীমিত, তাই প্রেমিকাকে উপভোগ করতে দ্রুত এগোতে হবে।
২. Andrew Marvell সম্পর্কে
-
জন্ম: 1621
-
মৃত্যু: 1678
-
পরিচিতি: Jacobean period-এর একজন বিখ্যাত কবি
-
বিশেষত্ব: Metaphysical poet, গভীর চিন্তাশীলতা, বুদ্ধিদীপ্ত উপমা (conceit), ধর্ম ও প্রেমের মিলন
৩. উল্লেখযোগ্য কাজসমূহ
-
The Rehearsal Transpros’d
-
To His Coy Mistress
-
The Definition of Love
-
The Garden
0
Updated: 1 week ago
What is the feminine form of Billy-goat?
Created: 2 months ago
A
Roe-goat
B
Doe-goat
C
Lad-goat
D
Lad-goatNanny-goat
0
Updated: 2 months ago